1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপে আডিডাসকে হারিয়ে দিল নাইকি

৮ মার্চ ২০১৪

আডিডাস আর নাইকির প্রতিদ্বন্দ্বিতাটা ফুটবল বিশ্বকাপে একতরফাই ছিল এতদিন৷ একচেটিয়া দাপট ছিল আডিডাসের৷ ব্রাজিলে এবার হেরে যাচ্ছে আডিডাস৷ রোনাল্ডোও হেরে যাচ্ছেন মেসির কাছে!

ছবি: Yasuyoshi Chiba/AFP/Getty Images

মেসির কাছে রোনাল্ডোর হারের কথাটা স্রেফ রসিকতা৷ আর্জেন্টাইন তারকা মেসির পায়ে বুট তুলে দেবে নাইকি৷ যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠান এবার শুধু মেসি বা বার্সেলোনায় তাঁর সতীর্থ ইনিয়েস্তার মতো ফুটবলারদেরই স্পন্সর নয়, বিশ্বকাপের সবচেয়ে বেশি দলের সঙ্গেও থাকছে তারা৷ এবার মোট দশটি দলকে খেলাধুলার সরঞ্জাম সরবরাহ করবে নাইকি৷ তালিকায় রয়েছে ব্রাজিল, অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, গ্রিস, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র৷ নাইকি দশটি দলের সঙ্গে চুক্তি করলেও জার্মানির আডিডাস পেয়েছে আটটি দলকে৷ বিশ্বকাপে আগে কখনো এমন হয়নি৷ এতকাল বাস্কেটবলে প্রাধান্য ছিল নাইকির আর ফুটবলে ছড়ি ঘুরিয়ে আসছিল আডিডাস৷ ফুটবল বিশ্বকাপেও ছিল আডিডাসের দাপট৷ এবারই প্রথম বেশি দলকে সামগ্রী সরবরাহ করার প্রতিযোগিতায় নাইকির কাছে হেরে গেল আডিডাস৷

অবশ্য তারকা ফুটবলার এবং ফুটবল দুনিয়ার সেরা দলগুলোর মাঝে আডিডাসের আকর্ষণ কমেনি৷ ব্রাজিল বিশ্বকাপে স্পেন, আর্জেন্টিনা, কলম্বিয়া, জার্মানি, জাপান, মেক্সিকো, নাইজেরিয়া এবং রাশিয়া দলকে যাবতীয় ফুটবল সামগ্রী সরবরাহ করবে তারা৷

ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ই জুন৷ মাঠে মাঠে দেখা যাবে ফুটবল শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আদায়ের জন্য খেলোয়াড়দের দুর্দান্ত লড়াই৷ আড়ালে চলবে আডিডাস বনাম নাইকির লড়াই৷ বিশ্বকাপের মাধ্যমে ফুটবলে বাণিজ্যের আরো প্রসার ঘটানোর লড়াই৷

এসিবি/এসবি (এএফপি)

আডিডাস আটটি দলকে সরঞ্জাম সরবরাহ করবেছবি: picture-alliance/dpa
মোট দশটি দলকে খেলাধুলার সরঞ্জাম সরবরাহ করবে নাইকি
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ