1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপে আরো আফ্রিকান দল চাই: ব্লাটার

২৮ অক্টোবর ২০১৩

আফ্রিকার কোনো দল কোনোদিনই বিশ্বকাপ জিততে পারবে না বলে ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটারের আশঙ্কা৷ যদি না আফ্রিকা মহাদেশের জন্য বিশ্বকাপে আরো বেশি আসন রাখা হয়৷ এমনটাই তিনি জানিয়েছেন সম্প্রতি৷

ছবি: dapd

ফুটবল একটি গ্লোবাল গেম৷ ব্লাটারের স্বপ্ন হলো বিশ্বকাপে সেই গ্লোবাল গেমের গ্লোবাল বিশেষত্বটি ফুটিয়ে তোলা – অর্থাৎ ইউরোপ এবং দক্ষিণ অ্যামেরিকা যেভাবে বিশ্বকাপের আসনগুলোর সিংহভাগ কব্জা করে রেখেছে, সেটাকেই বদলাতে চান ব্লাটার৷

২০১৪ সালের বিশ্বকাপে ইউরোপের থাকছে ১৩টি আসন৷ সে জন্য কোয়ালিফিকেশনের প্রতিযোগিতায় নেমেছে ইউরোপ থেকে ৫৩টি দল৷ ওদিকে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল-এর সদস্য হলো ৫৪টি দেশ৷ অথচ তাদের জন্য বিশ্বকাপে রাখা রয়েছে মাত্র পাঁচটি আসন৷

‘‘যতদিন পরিস্থিতি এ রকম থাকবে, আফ্রিকার দলগুলি হয়ত কোনোদিনই একটি আন্তর্জাতিক ট্রফি জিততে পারবে না, তা খেলার দিক থেকে তারা যতই প্রগতি করুক না কেন, ''ফিফার নতুন একটি সাপ্তাহিক নিউজ ম্যাগাজিনে লিখেছেন ব্লাটার৷

এই ‘‘ভ্রমযুক্ত পরিস্থিতির'' সংশোধন করতে হবে, দাবি করেছেন ফিফার ৭৭ বছর বয়সি প্রেসিডেন্ট৷ তবে ব্লাটারের এই মনোভাব নতুন নয়৷ ইতিপূর্বে তিনি এশীয় ফুটবলের নেতাদের উৎসাহ দিয়েছিলেন বিশ্বকাপে এশিয়ার চারটি গ্যারান্টি-যুক্ত আসনের দাবিতে আন্দোলন করার জন্য৷

ব্লাটার যে বিশ্বকাপে এশিয়া-আফ্রিকার দলগুলির জন্য আরো বেশি আসনের সপক্ষে ওকালতি করছেন, তার একটা কারণ অবশ্য এও হতে পারে যে, তিনি ২০১৫ সালে ফিফার প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হবার পরিকল্পনা করছেন৷ সে ক্ষেত্রে সেটা হবে তাঁর পঞ্চম কর্মকাল৷

তবে ফুটবলকে ‘বিশ্বায়িত' করার প্রচেষ্টায় ব্লাটার যে সব যুক্তি দিয়েছেন, তার সত্যতা অস্বীকার করার উপায় নেই৷ বিশ্বকাপে ইউরোপ আর দক্ষিণ অ্যামেরিকার ফুটবল কনফেডারেশনগুলি মিলিয়ে মোট ১৮টি বা ১৯টি আসন পায় – যদিও তাদের সদস্য সমিতিগুলির সংখ্যা ৬৩৷ সে তুলনায় এশিয়া আর আফ্রিকার কনফেডারেশনগুলির মোট সদস্যসংখ্যা ১০০৷

ও হ্যাঁ, আগামী বছর ব্রাজিলে বিশ্বকাপ অনুষ্ঠান এবং ফিফা-র ১১০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি কাহিনিচিত্র তৈরি হচ্ছে, যাতে জুলে রিমে কাপ খ্যাত ফিফার সাবেক প্রেসিডেন্ট জুলে রিমে-র ভূমিকায় অভিনয় করবেন ফরাসি অভিনেতা জেরার দেপার্দিউ এবং ব্লাটারের ভূমিকায় অভিনয় করবেন ব্রিটিশ অভিনেতা টিম রথ৷

এসি/এসবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ