1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপে বাংলাদেশে তৈরি জার্সি

২৮ মে ২০১৪

আর তিনদিন পরই শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপের মাস৷ প্রতিবারের মতো এবারো বাংলাদেশের সমর্থকদের মধ্যে বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা দেখা যাচ্ছে৷ ব্লগ আর ফেসবুকেও সেই ছোঁয়া লেগেছে৷

Brasilien Fußball Nationalmannschaft
ছবি: picture-alliance/dpa

১২ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ৷ এবার কার হাতে ট্রফি উঠবে তাই নিয়ে চলছে যুক্তি, পালটা যুক্তির খেলা৷ ফেসবুকে কেউ যদি ব্রাজিল বা আর্জেন্টিনাকে খোঁটা দিয়ে কিছু লিখছেন সঙ্গে সঙ্গে চলে আসছে নানান মন্তব্য৷ যেমন আশরাফুল আলম খোকন ফেসবুকে তাঁর স্ট্যাটাসে একটি পেপার কাটিং সংযুক্ত করে লিখেছেন, ‘‘আরজেইনটাইন ভাই-বোনদের দৃষ্টি আকর্ষণ: গতবার যোগাযোগ না কইরা ধরা খাইছেন... এইবার আর ভুল কইরেন না৷’’ ঐ পেপার কাটিং এ লেখা আছে, ‘‘বিশ্বকাপ ’১০: আল্লাহর নামে আগামী ১১/৭/২০১০ সনের বিশ্বকাপ জিততে হলে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন যেন যোগাযোগ করেন৷ ১০০% গ্যারান্টি ইনশাআল্লাহ...’’ এরপরই একটি মোবাইল ফোন নম্বর দেয়া৷

এই স্ট্যাটাসের নীচ নাজমুল হোসেন এর মন্তব্য, ‘‘আমরা সমর্থকরা এত দুর্বল না৷ কোয়ার্টার ফাইনালে বারবার বিদায় নেয়ার পরও ভালোবাসি ফুটবল, ভালোবাসি আর্জেন্টিনা৷ এর নাম পাগলা সমর্থক৷ কাপ কতবার পেল বা না পেল এটা মুখ্য নয়৷’’ মাহমুদুন্নবী সোহেল লিখেছেন, ‘‘ভাই যাই বলেননা কেন, বিশ্বকাপ কিন্তু আর্জেন্টিনাই নেবে৷’’

এদিকে আশিকুর রহমান শোভনের মন্তব্য, ‘‘যে দেশের জাতীয় ফুটবল দলকে নিজেদের দেশের নাগরিকরাই সাপোর্ট দেয় না ঐ দেশের জন্য আমরা বাঙালিরা কত কিছু করি! ব্রাজিল গত পরশু যখন মাঠে প্র্যাক্টিসের জন্য যাচ্ছিলো তখনও ২০০ বিক্ষোভকারীর বাঁধার মুখে পড়ছে গোটা দল!’’

তবে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এই ধরনের তর্ক-বিতর্কের মধ্যে একটি সংবাদ বাংলাদেশি হিসেবে অনেককেই গর্বিত করেছে৷ বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত এই খবরে বলা হয়েছে, ব্রাজিলের বিশ্বকাপ জার্সিতে নাকি এবার ‘মেড ইন বাংলাদেশ’ লেখা থাকবে৷ এই তথ্যের ব্যাপারে কোনো সূত্রের উল্লেখ না করে প্রকাশিত ঐ সংবাদে বলা হয় ব্রাজিল বিশ্বকাপে স্বাগতিক দলটির জার্সি তৈরির দায়িত্ব পেয়েছিল বাংলাদেশ৷ এরপর রানা প্লাজা ও তাজরিন গার্মেন্টসের ট্রাজেডিতে সহস্রাধিক পোশাক শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে তাদের প্রতি সম্মান জানিয়ে জার্সির নিচে ‘মেড ইন বাংলাদেশ’ লিখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল সংস্থা ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) ৷ এরকম একটি সংবাদ গত বছরের অক্টোবরে প্রকাশ করেছিল ইংরেজি দৈনিক সান৷ সেখানে বিজিএমইএ’র সূত্র উল্লেখ করে জানানো হয়, জার্সির পাশাপাশি সমর্থকদের জন্য টি-শার্ট, ট্রাউজার, ক্যাপ ইত্যাদিরও অর্ডার এসেছে ব্রাজিল থেকে৷

এদিকে, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম তাদের সংবাদটি ফেসবুক পাতায় প্রকাশ করলে ২১ ঘণ্টায় সেটা শেয়ার হয় ১,৫১৮ বার৷ আর এই পোস্টটি লাইক করেছেন ১৫,১৭৭ জন৷ এছাড়া মন্তব্য এসেছে ৩৫৯টি৷ এর মধ্যে আশরাফুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘‘তার মানে বাংলাদেশও আছে বিশ্বকাপে, ইনশাল্লাহ চ্যাম্পিয়নও হবে বাংলাদেশ লেখা এ জার্সি পরিহিতরা৷’’ জহুরুল ইসলামের মন্তব্য, ‘‘এটা আমাদের জন্য অবশ্যই গর্বের৷’’

হিমু বিশ্বাস লিখেছেন, ‘‘খাটি দেশপ্রেমিক এখন থেকে ব্রাজিল সমর্থন করবে, যদিও সে আর্জেন্টিনার সমর্থক হয়৷ কিন্তু যদি আর্জেন্টিনার সমর্থক দেশপ্রেমিক বলে দাবি করে তবে তাদের ব্রাজিল সমর্থন করা একান্ত উচিত৷ আর না করলে তার বা তাদের দেশপ্রেম প্রশ্নবিদ্ধ হবে৷’’

কে নেবে বিশ্বকাপ?ছবি: picture-alliance/dpa

এদিকে সামহয়্যার ইন ব্লগে বীরেনদ্র তাঁর ‘বিশ্বকাপ ফুটবলের টুকিটাকি’ শীর্ষক ব্লগে বিশ্বকাপ সংক্রান্ত কয়েকটি মজার তথ্য উল্লেখ করেছেন৷ এর মধ্যে একটি এরকম: ১৯৫০ সালের বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল ভারত৷ কিন্তু খালি পায়ে খেলতে না দেওয়ার কারণে নাম প্রত্যাহার করে নেয় তারা৷ এরপর ভারত আর বিশ্বকাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেনি৷

সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ