বিশ্বকাপে বাংলাদেশে তৈরি জার্সি
২৮ মে ২০১৪ ১২ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ৷ এবার কার হাতে ট্রফি উঠবে তাই নিয়ে চলছে যুক্তি, পালটা যুক্তির খেলা৷ ফেসবুকে কেউ যদি ব্রাজিল বা আর্জেন্টিনাকে খোঁটা দিয়ে কিছু লিখছেন সঙ্গে সঙ্গে চলে আসছে নানান মন্তব্য৷ যেমন আশরাফুল আলম খোকন ফেসবুকে তাঁর স্ট্যাটাসে একটি পেপার কাটিং সংযুক্ত করে লিখেছেন, ‘‘আরজেইনটাইন ভাই-বোনদের দৃষ্টি আকর্ষণ: গতবার যোগাযোগ না কইরা ধরা খাইছেন... এইবার আর ভুল কইরেন না৷’’ ঐ পেপার কাটিং এ লেখা আছে, ‘‘বিশ্বকাপ ’১০: আল্লাহর নামে আগামী ১১/৭/২০১০ সনের বিশ্বকাপ জিততে হলে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন যেন যোগাযোগ করেন৷ ১০০% গ্যারান্টি ইনশাআল্লাহ...’’ এরপরই একটি মোবাইল ফোন নম্বর দেয়া৷
এই স্ট্যাটাসের নীচ নাজমুল হোসেন এর মন্তব্য, ‘‘আমরা সমর্থকরা এত দুর্বল না৷ কোয়ার্টার ফাইনালে বারবার বিদায় নেয়ার পরও ভালোবাসি ফুটবল, ভালোবাসি আর্জেন্টিনা৷ এর নাম পাগলা সমর্থক৷ কাপ কতবার পেল বা না পেল এটা মুখ্য নয়৷’’ মাহমুদুন্নবী সোহেল লিখেছেন, ‘‘ভাই যাই বলেননা কেন, বিশ্বকাপ কিন্তু আর্জেন্টিনাই নেবে৷’’
এদিকে আশিকুর রহমান শোভনের মন্তব্য, ‘‘যে দেশের জাতীয় ফুটবল দলকে নিজেদের দেশের নাগরিকরাই সাপোর্ট দেয় না ঐ দেশের জন্য আমরা বাঙালিরা কত কিছু করি! ব্রাজিল গত পরশু যখন মাঠে প্র্যাক্টিসের জন্য যাচ্ছিলো তখনও ২০০ বিক্ষোভকারীর বাঁধার মুখে পড়ছে গোটা দল!’’
তবে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এই ধরনের তর্ক-বিতর্কের মধ্যে একটি সংবাদ বাংলাদেশি হিসেবে অনেককেই গর্বিত করেছে৷ বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত এই খবরে বলা হয়েছে, ব্রাজিলের বিশ্বকাপ জার্সিতে নাকি এবার ‘মেড ইন বাংলাদেশ’ লেখা থাকবে৷ এই তথ্যের ব্যাপারে কোনো সূত্রের উল্লেখ না করে প্রকাশিত ঐ সংবাদে বলা হয় ব্রাজিল বিশ্বকাপে স্বাগতিক দলটির জার্সি তৈরির দায়িত্ব পেয়েছিল বাংলাদেশ৷ এরপর রানা প্লাজা ও তাজরিন গার্মেন্টসের ট্রাজেডিতে সহস্রাধিক পোশাক শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে তাদের প্রতি সম্মান জানিয়ে জার্সির নিচে ‘মেড ইন বাংলাদেশ’ লিখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল সংস্থা ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) ৷ এরকম একটি সংবাদ গত বছরের অক্টোবরে প্রকাশ করেছিল ইংরেজি দৈনিক সান৷ সেখানে বিজিএমইএ’র সূত্র উল্লেখ করে জানানো হয়, জার্সির পাশাপাশি সমর্থকদের জন্য টি-শার্ট, ট্রাউজার, ক্যাপ ইত্যাদিরও অর্ডার এসেছে ব্রাজিল থেকে৷
এদিকে, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম তাদের সংবাদটি ফেসবুক পাতায় প্রকাশ করলে ২১ ঘণ্টায় সেটা শেয়ার হয় ১,৫১৮ বার৷ আর এই পোস্টটি লাইক করেছেন ১৫,১৭৭ জন৷ এছাড়া মন্তব্য এসেছে ৩৫৯টি৷ এর মধ্যে আশরাফুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘‘তার মানে বাংলাদেশও আছে বিশ্বকাপে, ইনশাল্লাহ চ্যাম্পিয়নও হবে বাংলাদেশ লেখা এ জার্সি পরিহিতরা৷’’ জহুরুল ইসলামের মন্তব্য, ‘‘এটা আমাদের জন্য অবশ্যই গর্বের৷’’
হিমু বিশ্বাস লিখেছেন, ‘‘খাটি দেশপ্রেমিক এখন থেকে ব্রাজিল সমর্থন করবে, যদিও সে আর্জেন্টিনার সমর্থক হয়৷ কিন্তু যদি আর্জেন্টিনার সমর্থক দেশপ্রেমিক বলে দাবি করে তবে তাদের ব্রাজিল সমর্থন করা একান্ত উচিত৷ আর না করলে তার বা তাদের দেশপ্রেম প্রশ্নবিদ্ধ হবে৷’’
এদিকে সামহয়্যার ইন ব্লগে বীরেনদ্র তাঁর ‘বিশ্বকাপ ফুটবলের টুকিটাকি’ শীর্ষক ব্লগে বিশ্বকাপ সংক্রান্ত কয়েকটি মজার তথ্য উল্লেখ করেছেন৷ এর মধ্যে একটি এরকম: ১৯৫০ সালের বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল ভারত৷ কিন্তু খালি পায়ে খেলতে না দেওয়ার কারণে নাম প্রত্যাহার করে নেয় তারা৷ এরপর ভারত আর বিশ্বকাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেনি৷
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন