ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় আধাসামরিক বাহিনীর উপর হামলার প্রতিবাদে ভারতের ক্রিকেট সংগঠনসহ অসংখ্য ক্রীড়ামোদী আগামী ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ বয়কট করার আহ্বান জানিয়েছেন৷
বিজ্ঞাপন
‘ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া' সিসিআই-এর সচিব সুরেশ বাফনা বলেছেন, হতে পারে সিসিআই একটি ক্রীড়া প্রতিষ্ঠান৷ কিন্তু খেলাধুলার চেয়ে দেশের স্বার্থ সর্বোচ্চ৷ এই নৃশংস ঘটনার পর ভারতীয় ক্রিকেট টিম পাকিস্তান টিমের বিরুদ্ধে ম্যাচ বয়কট করতে চায়৷ পাকিস্তান যদি মনে করে এই হামলার পেছনে তাদের কোনো হাত নেই, তাহলে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তথা দেশের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের প্রকাশ্যে বলা উচিত, এই জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের কোনো যোগ নেই৷ কিন্তু তিনি নীরব রয়েছেন৷
উল্লেখ্য, এই বছরের ১৬ জুন ইংল্যান্ডের ম্যানচেস্টারে ভারত ও পাকিস্তানের মধ্যে বিশ্বকাপের ম্যাচটি হবার কথা রয়েছে৷
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল-এর চেয়ারম্যান রাজীব শুক্লা মনে করেন, ক্রীড়া ক্ষেত্রেও পাকিস্তান বিরোধী ক্ষোভ পুঞ্জীভূত এবং সেটা সংগত৷ সরকারি অনুমতি না পেলে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের সম্ভাবনা নেই৷ রাজীব শুক্লা স্বীকার করেন, খেলোয়াড়সুলভ মনোভাবে তাঁর আস্থা থাকলেও বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলা সম্ভব নয়৷ খেলাধুলা সব কিছুর ঊর্ধ্বে৷ কিন্তু তাঁর কথায়, যে-দেশ সন্ত্রাসে মদত দেয় তার অভিঘাত খেলাধুলাতেও এসে পড়ে৷
বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক থাকবে না, থাকা উচিতও নয়: নন্দিনী চ্যাটার্জী
তাহলে চলতি বছরে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে না, এটাই কি ধরে নেওয়া হবে? এই মুহূর্তে তা বলা মুশকিল, এখনও সময় আছে, দেখা যাক কী হয়, বলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের শীর্ষকর্তা রাজীব শুক্লা৷
২০১৩ সাল থেকে ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজে কোনো ম্যাচ খেলেনি৷ তবে অন্য দেশে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১৮তে এশিয়া কাপে দুই দেশ মুখোমুখি হয়েছিল৷
ক্রীড়া সাংবাদিক নন্দিনী চ্যাটার্জী তাঁর অভিমত ব্যক্ত করে ডয়চে ভেলেকে বলেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে ভারতের কোনোরকম সম্পর্ক থাকবে না, থাকা উচিতও নয়, এই বার্তাটা তো সরকারকে দিতেই হবে জনসাধারণকে৷ এতগুলো প্রাণ চলে গেল৷ তাতে মানুষের মধ্যে ভীষণ অসন্তোষ আছে, উষ্মা আছে, সেজন্য পাকিস্তানকে টোটাল বয়কট করা হচ্ছে৷ খেলাধুলা তো তার বাইরে থাকতে পারে না, জীবনের এক অনুষঙ্গ৷ ভারতীয়রা খেলাধুলা ভালোবাসে, বিশেষ করে ক্রিকেটকে তো বটেই৷''
তবে নন্দিনী চ্যাটার্জী মনে করেন, ‘‘টাইম হলো বেস্ট হিলার৷ সময় সব কিছু বদলে দিতে পারে৷ ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি বলে একটা কথা আছে৷ আপাততঃ সেটা বন্ধ৷ কিন্তু ভবিষ্যতে খুলবে না, সেটা বলা যায় না৷ কিন্তু সাধারণ মানুষ তো অতশত বোঝে না৷ তাদের ভাবাবেগ এবং ক্ষোভকে অস্বীকার করা সম্ভব নয়৷ এতগুলো প্রাণ বলে কথা৷ পরবর্তীকালে হয়ত দেখা যাবে বিশ্বকাপে উভয় দল খেলতে রাজি হয়েছে৷''
কাশ্মীর ইস্যুতে বিস্ফোরক সব মন্তব্য
কাশ্মীর বরাবরই ভারত-পাকিস্তানের মধ্যে বিরোধের কারণ৷ পুলওয়ামায় জঙ্গি হানায় ৪২ সিআরপিএফ জওয়ানের মৃত্যু এ বিতর্কে এনেছে নতুন মোড়৷ খোদ ভারতের মধ্যেই এ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা৷ দেখুন কিছু মন্তব্য৷
ছবি: Getty Images/R. Bakshi
আলোচনার সময় শেষ: মোদী
পাকিস্তানের সঙ্গে আলোচনার সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কাশ্মীরে আক্রমণের পেছনে পাকিস্তানের মদদের ইঙ্গিত করে তিনি বলেন, জঙ্গি ও তাদের সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া মানে তাদের উসাহিত করা৷
ছবি: Reuters/India's Press Information Bureau
ভারতকে প্রতিহত করা হবে: ইমরান খান
কোনো প্রমাণ ছাড়াই পুলওয়ামার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করা হচ্ছে বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ ঘটনার তদন্তে পাকিস্তান সহায়তা ও আলোচনা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি৷ কিন্তু ভারত কোনোভাবে আক্রমণ করে বসলে, সাথে সাথে তার কড়া জবাব দেয়া হবে বলেও জানান ইমরান খান৷
ছবি: picture-alliance/AP Photo/B.K. Bangash
নির্বাচনের আগেই কেন: মমতা
লোকসভা নির্বাচনের ঠিক আগে আগে কেন এতো বড় হামলার ঘটনা ঘটলো, এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ এর আগে ‘তদন্ত না করে’ পাকিস্তানের ওপর ‘দোষ চাপানো’ উচিত নয় মন্তব্য করেও বিতর্কের জন্ম দেন মমতা৷
ছবি: DW/S. Bandopadhyay
পাকিস্তানের ধ্বংস জরুরি: কঙ্গনা রানাউত
বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমিকে ‘রাষ্ট্রদ্রোহী’ বলে আখ্যা দিয়েছেন বলিউডের বর্তমান জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত৷ পাশাপাশি আহ্বান জানিয়েছেন চূড়ান্ত ব্যবস্থা নেয়ার৷ বলছেন, শুধু পাকিস্তানের শিল্পীদের ভারতে নিষিদ্ধ করলেই হবে না, পাকিস্তানকেই ধ্বংস করতে হবে৷
ছবি: AP
বন্দুক হাতে থাকলেই হত্যা: লে. জে. ঢিলন
কাশ্মীরে কেউ বন্দুক হাতে নিলেই তাকে হত্যা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের চিনার কর্পসের কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল কে জে এস ঢিলন৷ বন্দুক হাতে নিলে তা কেবল আত্মসমর্পণের উদ্দেশ্যে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি৷
ছবি: Imago/Zuma Press
কাশ্মীরকে বর্জন করুন: তথাগত রায়
‘কাশ্মীরে যাবেন না, কাশ্মীরী পণ্য কিনবেন না’, সামাজিক যোগোযোগ মাধ্যমে চলা এমন বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন মেঘালয় রাজ্যের গভর্নর তথাগত রায়৷ কিন্তু অনেকেই অবশ্য এর প্রতিবাদ জানাচ্ছেন, বলছেন, কাশ্মীর ভারতের অংশ, কাশ্মীরীরা ভারতের নাগরিক৷ ফলে নিজের দেশের একটা অঞ্চলের সব মানুষকে শত্রু বানিয়ে দেয়া উচিত নয়৷
ছবি: Reuters
পুরো দেশকে দোষ দেয়া যায় না: নভজ্যোত সিং সিধু
‘কিছু হাতে গোণা মানুষের জন্য পুরো দেশকে দায় দেয়া উচিত নয়’ বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন সাবেক ক্রিকেট খেলোয়াড় খেলোয়াড় ও পাঞ্জাবের পর্যটনমন্ত্রী নভজ্যোত সিং সিধু৷ এমন মন্তব্যের কারণে তাঁকে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’ থেকে বরখাস্ত করা হয়েছে৷
ছবি: Getty Images/AFP/A. Ali
বিশ্বকাপে পাকিস্তানকে বর্জন করুন: হরভজন সিং
আসন্ন ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলতে ভারতের ক্রিকেট দলকে আহ্বান জানিয়েছেন সাবেক ভারতীয় অফস্পিনার হরভজন সিং৷ প্রয়োজনে ম্যাচটি ওয়াকওভার দিয়ে দেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি৷ হরভজন মনে করেন, ভারতের যে শক্তি, তাতে একটি ম্যাচ না খেললেও তারা চ্যাম্পিয়ন হওয়ার শক্তি রাখে৷
ছবি: AP
8 ছবি1 | 8
সম্প্রচার বন্ধ
ভারতীয় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ‘আইএমজি-রিলায়েন্স' দুবাইয়ে চলা টি-টোয়েন্টি প্রতিযোগিতা ‘পাকিস্তান সুপার লিগ' বা পিএসএল-এর বাকি ম্যাচগুলো ‘ডি-স্পোর্টস' টিভি চ্যানেলে সম্প্রচার বন্ধ রাখার, অর্থাৎ স্পনসরশিপ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে৷
পাকিস্তান ক্রিকেট বোর্ড এতে তীব্র অসন্তোষ ব্যক্ত করে বলেছে, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের এভাবে বঞ্চিত করা অন্যায়৷
ক্রিকেটারদের ছবি সরিয়ে নেয়া হয়েছে
শুধু তাই নয়, ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া, সিসিআই-এর অন্তর্গত বিসিসিআই তার মুম্বাই অফিসে সাবেক পাকিস্তান ক্রিকেট অধিনায়ক ইমরান খানের ছবি ঢেকে দিয়েছে৷ সিসিআই-এর সচিব বাফনা বলেছেন, ভবিষ্যতে এই ছবি সরিয়ে নেওয়া হবে কিনা, তা নিয়ে দ্রুত আরেকটি বৈঠক ডাকা হবে৷
পাশাপাশি পাঞ্জাব ক্রিকেট সংস্থা (পিসিএ) পাঞ্জাবের মোহালি স্টেডিয়ামের রিসেপশন, লং রুম এবং হল অফ ফেম এরিয়া মিলিয়ে যে ১৫ জন পাক ক্রিকেটারের ছবি লাগানো ছিল, সেগুলো সব সরিয়ে ফেলেছে৷ সরিয়ে ফেলা ছবিগুলির মধ্যে ইমরান খান ছাড়াও শহিদ আফ্রিদি, জাভেদ মিঁয়াদাদ, ওয়াসিম আকরামের ছবি রয়েছে৷ পিসিএ বলেছে, পুলওয়ামা জঙ্গিকাণ্ডে নিহত জওয়ানদের পরিবারের পাশে থাকার বার্তা দিতেই এই সিদ্ধান্ত৷ পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ছবি সরানোকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেছে৷ এই মাসে দুবাই-এ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং বিসিসিআই-এর যে বৈঠক হবার কথা তাতে বিষয়টি তুলবে পাকিস্তান৷
ভারত ও পাকিস্তানের ‘রাজনীতি’র দাম দিচ্ছেন কাশ্মীরিরা
ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে সংঘাত কোনোকালেই বন্ধ হয়নি; অপরদিকে কাশ্মীরে গত তিন দশক ধরে একটি সশস্ত্র গণ-অভ্যুত্থান চলেছে৷ ইসলামাবাদ এবং নতুন দিল্লির আচরণে বহু কাশ্মীরি বিরূপ৷
ছবি: Getty Images/AFP/T. Mustafa
ব্যাপক সামরিক অভিযান
ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে একটি নতুন অভিযান শুরু করেছে৷ অভিযান চলেছে শোপিয়ান জেলার ২০টি গ্রামকে ঘিরে৷ নতুন দিল্লির অভিযোগ, ইসলামাবাদের মদতে জঙ্গিরা পাকিস্তানি-ভারতীয় ‘নিয়ন্ত্রণরেখা’ পার হয়ে ভারতীয় আধাসামরিক বাহিনীর উপর হামলা চালাচ্ছে৷
ছবি: picture alliance/AP Photo/C. Anand
সৈন্যদের ‘হত্যা করে অঙ্গচ্ছেদ করা হয়েছে’
পাকিস্তানের সামরিক বাহিনীর হাতে ভারতীয় সৈন্যদের হত্যার বদলা নেবার হুমকি দিয়েছে ভারত৷ পাকিস্তান ঐ হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট সৈন্য ও অধিনায়কদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নিক – এই দাবি করেছেন ভারতের বিদেশ সচিব সুব্রহ্মণিয়ম জয়শঙ্কর৷
ছবি: H. Naqash/AFP/Getty Images
সুদীর্ঘ সংঘাত
১৯৮৯ সাল থেকে মুসলিম বিদ্রোহীরা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে৷ এই এলাকায় যে এক কোটি বিশ লাখ মানুষের বাস, তাদের ৭০ শতাংশ মুসলিম৷ ১৯৪৭ সালে স্বাধীনতা পাওয়া যাবৎ ভারত ও পাকিস্তান কাশ্মীরকে নিয়ে তিনবার যুদ্ধে লিপ্ত হয়েছে৷ উভয় দেশই সম্পূর্ণ কাশ্মীর তাদের বলে দাবি করে৷
হিংসার আগুন
কাশ্মীরের ভারতীয় অংশে নিরাপত্তা পরিস্থিতি গত বছরের জুলাই মাস থেকেই সঙ্গীণ, যখন বুরহান ওয়ানি নামের এক তরুণ বিচ্ছিন্নতাবাদী নেতা নিহত হন৷ তখন থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিচ্ছিন্নতাবাদী ও সৈন্যদের মধ্যে সঙ্ঘর্ষে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন৷
ছবি: Reuters/D. Ismail
উরি আক্রমণ
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে ইসলামি জঙ্গিদের আক্রমণে অন্তত ১৭ জন ভারতীয় সৈন্য নিহত ও আরো ৩০ জন আহত হন৷ ভারতীয় সেনাবাহিনীর দাবি, এই বিদ্রোহীরা পাকিস্তান থেকে কাশ্মীরের ভারতীয় অংশে ঢোকে এবং প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, অনুপ্রবেশকারী জঙ্গিরা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ-এর সদস্য৷
ছবি: UNI
সামরিক সমাধান সম্ভব নয়
ভারতের সুশীল সমাজের একাংশ মনে করে, নতুন দিল্লি কাশ্মীরে উত্তেজনার জন্য শুধু ইসলামাবাদের বিরুদ্ধে অভিযোগ করে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না৷ বিভিন্ন মানবাধিকার সংগঠন মোদী সরকারের কাছে কাশ্মীরে নিয়োজিত সেনা কমিয়ে জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ করে দেয়ার দাবি জানিয়েছে৷
ছবি: Getty Images/AFP/T. Mustafa
মানবাধিকার লঙ্ঘণ
কাশ্মীরে ভারতীয় সৈন্যদের গুরুতরভাবে মানবাধিকার লঙ্ঘণ করার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার পর, ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মীরের একাধিক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট নিষিদ্ধ করেছে৷ একটি ভিডিওতে এক কাশ্মীরি বিক্ষোভকারীকে ভারতীয় সেনাবাহিনীর একটি জিপে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে – দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় বিপুল আলোড়ন সৃষ্টি করেছে৷
ছবি: Getty Images/AFP/
তুরস্কের মধ্যস্থতার প্রস্তাব
তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান তাঁর নতুন দিল্লি সফরের আগে কাশ্মীর সংঘাতে একটি ‘বহুপাক্ষিক সমাধানের’ প্রস্তাব দেন৷ ভারত তাঁর এই মন্তব্য প্রত্যাখ্যান করে এবং বলে যে, কাশ্মীর সংক্রান্ত বিরোধ একমাত্র নতুন দিল্লি ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিকভাবে সমাধান করা সম্ভব৷
ছবি: Reuters/A. Abidi
সেনামুক্ত কাশ্মীর
স্বাধীন কাশ্মীরের প্রবক্তারা চান যে, ভারত ও পাকিস্তান সরে দাঁড়াক ও কাশ্মীরের জনগণকে তাদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ দিক৷ ‘ভারত ও পাকিস্তানের তাদের অংশ থেকে সৈন্যাপসারণের সময়সূচি ঘোষণা করার এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে গণভোট অনুষ্ঠানের সময় এসেছে,’ পাকিস্তানি কাশ্মীরে এ কথা বলেছেন জম্মু-কাশ্মীর মুক্তিফ্রন্টের প্রধান তৌকির গিলানি৷
ছবি: picture-alliance/dpa/J. Singh
বিচ্ছিন্ন হবার সম্ভাবনা কম
অধিকাংশ পর্যবেক্ষকের মতে, কাশ্মীরের বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা কম৷ কাশ্মীরে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে শক্ত হাতে মোকাবিলা করার ভারতীয় নীতি অংশত সফল হলেও, একদিন-না-একদিন নতুন দিল্লিকে কাশ্মীর সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বার করতে হবে বলে তারা মনে করেন৷