বৃহস্পতিবার ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ, যিনি সৈকত নামে বেশি পরিচিত৷ এছাড়া অন ফিল্ড আম্পায়ার হিসেবে পাঁচটি ম্যাচ পরিচালনা করবেন তিনি৷
বিজ্ঞাপন
শরফুদ্দৌলাই প্রথম বাংলাদেশি আম্পায়ার, যিনি বিশ্বকাপের ম্যাচ পরিচালনার সুযোগ পেলেন৷ ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচে প্রথমবার অন ফ্লিড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি৷
বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ পাওয়ার প্রতিক্রিয়ায় শরফুদ্দৌলা এএফপিকে বলেন, ‘‘আমার মনে হয় দেশের প্রতিনিধিত্ব করা সবসময় সম্মানের৷ প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েও আমার তেমনই অনুভব হচ্ছে৷ আশা করবো, এটাই শেষ হবে না, বরং অনেককিছুর শুরু হবে৷''
বিশ্বকাপে তার সুযোগ পাওয়ায় বাংলাদেশের অন্য আম্পায়ারদের প্রতিও আগ্রহ তৈরি হবে বলে মনে করেন ১৯৯৪ সালে আইসিসি ট্রফিতে বাংলাদেশের হয়ে খেলা শরফুদ্দৌলা৷
২০০১ সালে প্রথম বিভাগ ক্রিকেটে মাত্র এক মৌসুম খেলার পর পিঠে ইনজুরির কারণে সাবেক অফস্পিনার শরফুদ্দৌলাকে খেলা ছেড়ে দিতে হয়েছিল৷ এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে ক্রিকেট অপারেশন্স ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন৷ ২০০৭ সালে আম্পায়ার হতে বিসিবির সেই চাকরি ছেড়ে দেন৷ এরপর থেকে এখন পর্যন্ত নয়টি টেস্ট, ৫৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন ৪৬ বছর বয়সি শরফুদ্দৌলা৷
২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পেলেও বাংলাদেশের কোনো আম্পায়ার এখনও আইসিসির এলিট আম্পায়ার হতে পারেননি৷ ‘‘টেস্ট ক্রিকেট খেলা শুরুর পর একটা ধারণা ছিল যে, আম্পায়াররা বিদেশ থেকে আসবেন, আমরা শুধু খেলবো৷ এই ধারণায় পরিবর্তন এসেছে৷ আমাদের এখন কয়েকজন আন্তর্জাতিক আম্পায়ার আছেন৷ আশা করবো, আরও আম্পায়ার তৈরি হবে৷ তারা শুধু বিশ্বকাপ নয়, আরও অনেক টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করবেন,'' বলেন শরফুদ্দৌলা৷
যেসবম্যাচেঅনফিল্ডআম্পায়ারথাকবেন
৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা
১৫ অক্টোবর ইংল্যান্ড-আফগানিস্তান
২৫ অক্টোবর অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস
২৮ অক্টোবর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
৩ নভেম্বর নেদারল্যান্ডস-আফগানিস্তান
উদ্বোধনী ম্যাচসহ তিনটি ম্যাচে চতুর্থ আম্পায়ার ও আরও তিনটি ম্যাচে টেলিভিশন আম্পায়ার হিসেবেও থাকবেন শরফুদ্দৌলা৷
জেডএইচ/এসিবি (এএফপি)
বাংলাদেশের বিশ্বকাপ দল
তামিমকে বাইরে রেখে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেট বিশ্বকাপের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ৷ অধিনায়ক সাকিব৷ আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন শান্ত৷
ছবি: Bangladesh Cricket Board
সাকিব আল হাসান, অধিনায়ক
জন্ম: ২৪ মার্চ, ১৯৮৭৷ এখন পর্যন্ত খেলা ২৪০টি ওডিআইতে রান করেছেন ৭,৩৮৪৷ এর মধ্যে শতক আছে নয়টি, আর অর্ধশতক ৫৫টি৷ এছাড়া উইকেট পেয়েছেন ৩০৮টি৷ ইকোনমি রেট ৪.৪৪৷ এটি সাকিবের পঞ্চম বিশ্বকাপ হতে যাচ্ছে৷ বিশ্বকাপে এখন পর্যন্ত ২৯টি ম্যাচ খেলে ১,১৪৬ রান করেছেন৷ আছে দুটি শতক ও ১০টি অর্ধশতক৷ আর বল হাতে উইকেট নিয়েছেন ৩৪টি৷
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images
নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক
জন্ম: ২৫ আগস্ট, ১৯৯৮৷ বাহাতি ব্যাটসম্যান৷ এখন পর্যন্ত ৩০টি ওডিআই খেলে রান করেছেন ৯০৮৷ দুটি শতক ও পাঁচটি অর্ধশতকের অধিকারী শান্ত৷ সর্বোচ্চ রান ১১৭৷
ছবি: Ishara S. Kodikara/AFP/Getty Images
মুশফিকুর রহিম
জন্ম: ৯ মে, ১৯৮৭৷ ২৫৬টি ওডিআই খেলে রান করেছেন ৭,৪০৬৷ আছে নয়টি শতক ও ৪৬টি অর্ধশতক৷ উইকেটরক্ষক মুশফিক ফিল্ডার হিসেবে মোট ক্যাচ ধরেছেন ২২২টি৷ স্টাম্পিং করেছেন ৫৫ বার৷ সাকিবের মতো এটি তারও পঞ্চম বিশ্বকাপ হতে যাচ্ছে৷ এর আগে বিশ্বকাপে ২৮ ম্যাচ খেলে রান করেছেন ৮৭৭৷ একবার শতক হাঁকিয়েছেন৷ আছে ছয়টি অর্ধশতকও৷
ছবি: Md Manik/ZUMA Wire/imago images
মাহমুদুল্লাহ রিয়াদ
জন্ম: ৪ ফেব্রুয়ারি, ১৯৮৬৷ ২২১ ওডিআইতে রান তুলেছেন ৫,০২০৷ তিন শতকের পাশাপাশি অর্ধশতক আছে ২৭টি৷ বোলিংয়ে নামের পাশে ৮২টি উইকেট আছে তার৷ এর আগে বিশ্বকাপে ১৫ ম্যাচ খেলে ৬১৬ রান করেছেন৷ আছে দুটি শতক আর দুটি অর্ধশতক৷ বিশ্বকাপে চারটি উইকেটও পেয়েছেন অফব্রেক বোলার রিয়াদ৷
ছবি: Kazi Salahuddin Razu/Imago Images
মেহেদি হাসান মিরাজ
জন্ম: ২৫ অক্টোবর, ১৯৯৭৷ ডানহাতি মিরাজ একজন অলরাউন্ডার৷ অফব্রেক বল করেন তিনি৷ এখন পর্যন্ত ৮২ ওডিআইতে ১০৪৬ রান তুলেছেন৷ দুটি শতকের পাশাপাশি আছে দুটি অর্ধশতকও৷ উইকেট নিয়েছেন ৯১টি৷
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images
লিটন দাস
জন্ম: ১৩ অক্টোবর, ১৯৯৪৷ ৭৭ ওডিআইতে রান করেছেন ২,২৫০৷ পাঁচ শতক হাঁকানো ছাড়াও ১০টি অর্ধশতক আছে তার ঝুলিতে৷ তিনি একজন উইকেটরক্ষকও৷
ছবি: Jekesai Njikizana/AFP/Getty Images
তাসকিন আহমেদ
জন্ম: ৩ এপ্রিল, ১৯৯৫৷ ডানহাতি এই ফাস্ট বোলার ৬৩ ওডিআই খেলে ৯০ উইকেট নিয়েছেন৷ ইকোনমি রেট ৫.৪১৷
ছবি: Christiaan Kotze/Getty Images/AFP
মুস্তাফিজুর রহমান
জন্ম: ৬ সেপ্টেম্বর, ১৯৯৫৷ বাহাতি এই বোলার এখন পর্যন্ত ৯৩ ওডিআইতে ১৫৬টি উইকেট নিয়েছেন৷ ইকোনমি রেট ৫.০৭৷
ছবি: DIBYANGSHU SARKAR/AFP/Getty Images
তওহীদ হৃদয়
জন্ম: ৪ ডিসেম্বর, ২০০০৷ টপঅর্ডার ডানহাতি ব্যাটার৷ ১৭ ওডিআইতে রান করেছেন ৫১৮৷ এখনও শতকের দেখা পাননি৷ তবে পাঁচটি অর্ধশতক আছে তার৷ সর্বোচ্চ সংগ্রহ ৯২ রান৷
ছবি: Adnan Abidi/REUTERS
নাসুম আহমেদ
জন্ম: ৫ ডিসেম্বর, ১৯৯৪৷ বাহাতি স্লো অর্থোডক্স এই বোলার এখন পর্যন্ত ১২ ওডিআইতে ১২টি উইকেট নিয়েছেন৷ ইকোনমি রেট ৩.৯১৷
ছবি: Eranga Jayawardena/AP/picture alliance
মেহেদী হাসান
জন্ম: ১২ ডিসেম্বর, ১৯৯৪৷ আট ওডিআইতে এখন পর্যন্ত তার সংগ্রহ ৮৯ রান৷ এছাড়া এই অফব্রেক বোলার আটটি উইকেটও সংগ্রহ করেছেন৷
ছবি: Tsvangirayi Mukwazhi/AP/picture alliance
হাসান মাহমুদ
জন্ম: ১২ অক্টোবর, ১৯৯৯৷ ডানহাতি এই পেসার ১৮ ওডিআইতে ২৫টি উইকেট নিয়েছেন৷ ইকোনমি রেট ৫.৬৩৷
ছবি: Farooq Naeem/AFP/Getty Images
শরিফুল ইসলাম
জন্ম: ৩ জুন, ২০০১৷ বাহাতি এই বোলার সাত ওডিআইতে ১৫ উইকেট নিয়েছেন৷ ইকোনমি ৩.০৮৷
ছবি: Matt Turner/AAP/IMAGO
তানজিম হাসান সাকিব
জন্ম: ২০ অক্টোবর, ২০০২৷ মিডিয়াম পেসার ও ডানহাতি ব্যাটসম্যান৷ দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে দুটি উইকেট পেয়েছেন৷
ছবি: M. H. Bhuban
তানজিদ হাসান তামিম
জন্ম: ১ ডিসেম্বর, ২০০০৷ বাহাতি ব্যাটসম্যান৷ পাঁচ ওডিআই খেলে রান করেছেন ৩৪৷