1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপে পয়েন্টের দেখা পেল অস্ট্রেলিয়া

২৬ নভেম্বর ২০২২

কাতার ফুটবল বিশ্বকাপের ডি গ্রুপের ম্যাচে টিউনিশিয়াকে ১-০ গোলে হারিয়েছে সকারুরা। এতে করে তারা নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো।

Fußball WM Katar | Tunesien vs. Australien
ছবি: Hannah Mckay/REUTERS

আগের ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ গোলে হেরেছিল অস্ট্রেলিয়া। তাই দ্বিতীয় পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে টিউনিশিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না কোচ গ্রাহাম আর্নল্ডের দলের সামনে।  সে লক্ষে খেলতে নেমে প্রথমার্ধেই প্রতিপক্ষের জালের সন্ধান পেয়ে যান অজি ফরওয়ার্ড মিচেল ডিউক । ২৩ মিনিটের মাথায় বাঁ প্রান্ত থেকে ক্রেইগ গুডউইনের ক্রস থেকে ব্যাকহেডে গোল করে  দলকে এগিয়ে নেন তিনি। 

আগের ম্যাচে এক পয়েন্ট পাওয়া টিউনিশিয়া প্রথমার্ধে গোল পরিশোধের অন্তত দুটি পরিষ্কার সুযোগ পায়।  ৪১ ও অতিরিক্ত সময়ের দুটো সুযোগই কাজে লাগাতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে সকারুরা গোল ব্যাবধান বাড়ানোর সুযোগ পেলেও শেষ মুহূর্তে তা করতে পারেনি। অস্ট্রেলিয়া ম্যাচ জেতে ১-০ ব্যাবধানেই। 

২ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া এখন পরের রাউন্ডে যাবার পথ দেখছে। তবে তার আগে তাদের খেলতে হবে ডেনমার্কের সঙ্গে।

জেডএ/আরকেসি (ফিফা টিভি)

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ