1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপে বাংলাদেশের ফলাফল নিয়ে পাঠক প্রতিক্রিয়া

১৫ এপ্রিল ২০১৬

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের প্রতিটি খেলায় হেরেছে বাংলাদেশ৷ এই ফলাফল নিয়ে ডয়চে ভেলে বাংলার পাঠকরা ফেসবুক পাতায় তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন৷

ICC World Twenty20 Bangladesch vs Pakistan
ছবি: Getty Images

অর্জুন বৈদ্য লিখেছেন, বাংলাদেশ হারলেও তিনি হতাশ নন৷ বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে এই অপেক্ষায় থাকবেন তিনি৷ নাঈম মনে করছেন, ‘‘বিশ্বকাপ ঘরে আসতে আর বেশি দেরি নেই৷'' এম জামাল আহমেদ সুবর্ণ-র আশা, বাংলাদেশ একসময় জিতবেই৷ একই কথা জানিয়েছেন আলমগীর মির্জা সাকিবও৷ তাঁর দৃঢ় বিশ্বাস, ‘‘ওয়ার্ল্ড কাপ একদিন বাংলার মাটিতে আসবেই৷''

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের পারফরমেন্স দেখে হতাশ আলী৷ এরই মধ্যে তিনি নাকি ধৈর্য্যও হারিয়ে ফেলেছেন৷ আর দেবা বোস এতটাই হতাশ যে, তাঁর ধারণা, ‘‘বাংলাদেশ জীবনেও বিশ্বকাপ জিততে পারবেনা, ‘স্বপ্ন' স্বপ্নই থেকে যাবে৷'' আহমেদ হালদারেরও প্রায় একই মত৷ তিনি লিখেছেন, বাংলাদেশ কখনোই ‘ওয়ার্ল্ড কাপ' ঘরে আনতে পারবেনা৷

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হারগুলোকে ‘অপ্রত্যাশিত' বলছেন সানি লাবনিয়া৷ এজন্য তিনি ‘খুবই দুঃখ' পেয়েছেন বলে জানিয়েছেন৷

পাঠকবন্ধু সোমনাথ ব্যানার্জি টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরে যাওয়ায় বাংলাদেশের বন্ধুদের রসিকতা করতে ছাড়েননি৷ তিনি লিখেছেন, ‘‘আপনারা আর কান্নাকাটি করবেন না, একটা ওয়ার্ল্ড কাপ কিনে বাংলাদেশে পাঠিয়ে দেবো৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ