1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপে ভালো খেলে পাকিস্তান তার হারানো সুনাম ফিরে পেতে পারে-ওয়াকার

৯ ফেব্রুয়ারি ২০১১

পাকিস্তান ক্রিকেট দলের কোচ ওয়াকার ইউনিস, দলের ক্রিকেটারদেরকে বিশ্বকাপে ভালো খেলার আহ্বান জানিয়ে বলেছেন, পাতানো খেলা কেলেঙ্কারির পরে এর মধ্যে দিয়েই জাতির হারানো সুনাম ফিরে আসতে পারে৷

ওয়াকার ইউনিসছবি: AP

নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে ১৯-শে ফেব্রুয়ারি এবং ২-রা এপ্রিলের খেলার আগে ওয়াকার সাংবাদিকদের বলেন, ‘‘টুর্নামেন্টে ভালো খেললে মানুষ আবারো ক্রিকেটের দিকে নজর দেবে৷'' তিনি বলেন, ‘‘ঐ ঘটনার সমাপ্তি ঘটেছে, সেজন্যে আমি খুশি৷ কেননা ঐধরনের বিতর্ক সব খেলোয়াড়ের ওপরই প্রভাব ফেলে৷''

সাবেক ক্যাপ্টেন মঈন খান গত শনিবারকে ‘‘পাকিস্তান ক্রিকেটের জন্যে এক লজ্জাজনক দিন'' হিসেবে অভিহিত করেছেন৷ ঐদিন ব্যাটসম্যান সালমান বাট এবং পেস বোলার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির আইসিসি-র ট্রাইবুনালে দোষী সাব্যস্ত হবার পরে প্রত্যেকেই পাঁচ বছরের জন্যে ক্রিকেট থেকে নিষিদ্ধ হন৷

পাতানো খেলা সম্পর্কিত আলোচনা তাঁর দলের খেলোয়াড়রা এড়িয়ে যাবে বললেও, ওয়াকার স্বীকার করেন যে, এই ব্যাপারটি নিয়ে পাকিস্তান দল অনেকদিন ধরেই বিতর্কিত৷ এবং খেলার মাঠে মনোযোগ দিতে তাদের কষ্ট হচ্ছে৷ তিনি বলেন, ‘‘ইতিবাচক দিকটি হচ্ছে, নিউজিল্যান্ডে তারা খেলায় মনোযোগ দিতে পেরেছে এবং টেস্টে এবং একদিনের সিরিজে ভালো করেছে, যা বিশ্বকাপের আগে তাদের আস্থা তৈরিতে বড় ধরনের সহায়তা করবে৷'' ওয়াকার বলেন, ‘‘নতুন করে শুরু করার জন্যে বিশ্বকাপ আমাদের জন্যে একটি ভালো প্লাটফর্ম৷''

ওয়াকার ইউনিস বলেন, ‘‘নিউজিল্যান্ডে ভালো খেলার পরে দল আস্থা ফিরে পেয়েছে৷ কিন্তু আমরা আমাদের শক্তি এবং দূর্বলতা সম্পর্কে জানি এবং আমরা সেজন্যে ক্রমাগতভাবে কাজ করে যাচ্ছি৷ তবে ভবিষ্যতের ব্যাপারে আমি খুবই আস্থাশীল৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা:আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ