ফুটবলপ্রেমীদের প্রেম না প্রেমিক-প্রেমিকার প্রেম, নাকি দেহব্যবসায়িনীর প্রেম: তাতে কিবা এসে যায়৷ বিশ্বকাপ শুরু হচ্ছে ১২ই জুন: সেটা নাকি আবার এক হিসেবে ব্রাজিলের ভ্যালেন্টাইনস ডে, বা প্রেম দিবস৷
বিজ্ঞাপন
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার খেলা দিয়ে বিশ্বকাপের সূচনা, লাভার্স ডে-তে৷ ওদিকে সেই শুভদিনের নাম ইতিমধ্যেই জনমানসে হয়ে দাঁড়িয়েছে ‘‘সবুজ-হলুদ যৌন দিবস'': ওগুলো আবার ব্রাজিলের জাতীয় পতাকার রং কিনা! ব্রাজিলের অ্যাসোসিয়েশন অফ এরোটিক মার্কেট ফার্মস বা যৌন বাজার সমিতির তরফ থেকে বলা হয়েছে, টিভি-তে ফুটবল দেখতে দেখতে মানুষজন যেন ‘ভালোবাসার' কথাটা ভুলে না যান৷
সারা বিশ্বে ভ্যালেন্টাইনস ডে হলো ১৪ই ফেব্রুয়ারি৷ কিন্তু ব্রাজিলের যৌন শিল্প ১২ জুন তারিখটিকেই এ বছর স্মরণীয় করে তুলতে চাইছে৷ তাদের যে আশা, সরকারি তরফে ঠিক তাই আশঙ্কা৷ ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্বকাপ উপলক্ষ্যে লক্ষ লক্ষ কন্ডোম বিলি করে এইডস রোগ প্রতিরোধের ব্যবস্থা করছে৷
ভালোবাসার রং বিশ্বময়
ভালোবাসার জন্য আবার দিনক্ষণ লাগে? কিন্তু ১৪ই ফেব্রুয়ারি দিনটিই সেই ভালোবাসা দিবস বা ‘ভ্যালেন্টাইনস ডে’ নাম ধরে একটি বার্ষিক উৎসবে পরিণত হয়েছে৷ এ দিন বিশ্বের কোটি কোটি মানুষ তাঁদের ভালোবাসার মানুষটিকে মনের কথা জানান৷
ছবি: dapd
যেদিন থেকে শুরু
২৬৯ সালে ইটালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিষ্টান পাদ্রী ছিলেন৷ ধর্ম প্রচারের অভিযোগে তৎকালীন রোমান সম্রাট তাঁকে বন্দি করেন৷ বন্দি অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন৷ এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাঁকে মৃত্যুদণ্ড দেন৷ দিনটি ছিল ১৪ই ফেব্রুয়ারি৷
ছবি: Getty Images/Afp/Ali Al-Saad
আনন্দ ও বিষাদের অনুভূতি
৪৯৬ সালে সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে ঐ দিনটিকেই ‘ভালোবাসা দিবস’ ঘোষণা করা হয়৷ প্রেমে থাকে আনন্দ, থাকে বিষাদ৷ ‘ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানি৷’ অথবা ‘আমি ভালোবাসি যারে, সে কি কভু আমা হতে দূরে যেতে পারে৷’ রবীন্দ্রনাথের ভাষায়, ‘তোমরা যে বল দিবস-রজনী, ভালোবাসা, ভালোবাসা৷ সখি ভালোবাসা কারে কয়? ’
ছবি: Getty Images/Afp/Ali Al-Saad
দিবসটি ঘিরে বাণিজ্য
ভ্যালেন্টাইনস ডে-কে ঘিরে যুক্তরাষ্ট্রের বিপণিবিতানগুলোতে ভালোবাসার সাজ৷ লাল রঙের সমাহার সর্বত্র৷ থরে থরে সাজানো লাল টকটকে গোলাপ৷ অনেকে একটি মাত্র দিনকে ভালোবাসা দিবস হিসেবে উৎসর্গ করতে আপত্তি জানালেও, বাংলাদেশও আর ব্যতিক্রম নয়৷ সেখানেও একই ধরনের বাণিজ্য দেখা যায় পোশাক ও উপহারে৷
ছবি: DW/M. Al-Saidy
সামাজিক যোগাযোগের মাধ্যমে...
অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম, যেমন ফেসবুক আর প্রযুক্তিপণ্যের এ যুগে ভ্যালেন্টাইনস ডে-র কার্ড বিক্রিতে কিছুটা মন্দা দেখা দিয়েছে আজকাল৷ তারপরও অবশ্য ভালোবাসার নানা বাণী লেখা কার্ডের সমাহার দোকানে দোকানে৷ ভালোবাসার মানুষটির জন্য উপযুক্ত একটি কার্ড বেছে নিলেই হলো...
ছবি: Getty Images/Afp/Armend Nimani
সব বয়সের প্রেম
বাংলাদেশে ভ্যালেনটাইনস ডে-র প্রচলন খুব বেশি দিনের না হলেও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতে এ দিনটি পালন এখন যেন সামাজিক রীতির অংশ হয়ে গেছে৷ আমাদের দেশে কেবল শহুরে তরুণ-তরুণীরা এদিন পালনে উত্সাহী হলেও, মার্কিন মুলুকে কিন্তু প্রায় সব বয়সিরাই এ দিনটিকে বিশেষভাবে পালন করেন৷
ছবি: picture-alliance/dpa
ভালোবাসার দৃষ্টান্ত
২০০৭ সালের ২০শে এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেছিলেন বলিউডের অন্যতম সুখী তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন৷ তাঁদের প্রেমের শুরুটা হয়েছিল ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘উমরাও জান’ ছবির সেটে৷ বলিউডের অন্যতম সুখী তারকা দম্পতি হিসেবে নিজেদের প্রমাণ করেছেন অভিষেক ও ঐশ্বরিয়া৷
ছবি: AP
সময় একটা বড় ব্যাপার
অনেক ব্যস্ততার মধ্য থেকেই বের করে নিতে হবে ভালোবাসার সময়৷ একটু সময় একসঙ্গে থাকা, কাছাকাছি আসার জন্য মুহূর্তগুলো নিজেদের মতো করে বের করে নিতে হবে৷ ভালোবাসা হচ্ছে বাগানের মতো – যত যত্ন নেয়া হবে, ততই তো বাড়বে তার সৌন্দর্য, ফুটবে ফুল, ফলবে ফল৷
ছবি: Reuters
ভালোবাসা দিবসে বিয়ে
বিয়ে নিয়ে দেশে দেশে বিশেষ দিনক্ষণ খোঁজার রীতি রয়েছে৷ নতুন জীবনে ধাবিত হওয়ার প্রক্রিয়াটি বেশিরভাগ মানুষই শুভদিনে সম্পন্ন করতে চান৷ ইদানীং অন্যান্য দিনগুলোর পাশাপাশি ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে বিয়ে করারও একটা ফ্যাশন শুরু হয়েছে৷
ছবি: dapd
8 ছবি1 | 8
অপরদিকে ব্রাজিল হলো দক্ষিণ অ্যামেরিকায় ‘সেক্স এইডস' বা যৌন খেলনার বৃহত্তম বাজার, বছরে বিক্রি প্রায় ৮৫ লাখ ডলার৷ বিশ্বকাপের কল্যাণে তাদের বিক্রিবাটা আরো এক কোটি ডলার বাড়বে বলে বিক্রেতাদের ধারণা৷ তবে বিশ্বকাপ যেমন একদিকে সারা বিশ্ব থেকে ফুটবলমোদীদের ব্রাজিলে নিয়ে আসবে, অন্যদিকে সেই অতিথি-অভ্যাগতরা তাদের শরীর কিংবা মনকে আনন্দদানের জন্য ফুটবল ছাড়া নড়তে চাইবেন না৷ তাই প্রেমিক-প্রেমিকাদের উষ্ণ সপ্তাহান্ত কাটানোর জন্য সৃষ্ট অনেক মোটেলের প্রতিটি কামরায় স্পোর্টস টিভি চ্যানেল রাখার ব্যবস্থা করা হয়েছে৷ ব্রাজিলের খেলা থাকলেই অফিস-কাছারি খালি এবং মোটেলগুলি ভর্তি, এই নাকি ব্রাজিলের ধারা৷ চার বছর আগে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের সময় ঠিক তা-ই হয়েছিল এবং এবারেও তা-ই হবে বলে ধরে নেওয়া যেতে পারে৷
এক কথায়, খেলার প্রথম ও দ্বিতীয়ার্ধ, এমনকি এক্সট্রা টাইম শেষ হবার পরেও তার ‘তৃতীয়ার্ধ' চলবে মোটেলের ফেননিভ শয্যায়, এই হলো নাকি মোটেল-মালিক থেকে শুরু করে যৌন সহায়ক পণ্যের ব্যাপারীদের প্রত্যাশা৷