1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপে স্মার্টফোনে নজরদারি

৪ জুন ২০১৮

রাশিয়া বিশ্বকাপে যোগ দিতে ইচ্ছুক জার্মান সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন হ্যাক করতে পারে রুশ গোয়েন্দারা৷ সরকারি কর্মকর্তাদের এ বিষয়ে সতর্ক করেছে জার্মানি৷ এদিকে, ফ্যান আইডির মাধ্যমে অনেক তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগও উঠেছে৷

ছবি: picture alliance/dpa/blickwinkel/McPHOTO

জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন ওয়েস্টফালিয়া এ নিয়ে সবচেয়ে সরব৷ রাজ্যটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেব্রুয়ারিতে দেয়া এক নিরাপত্তা বিবৃতিতে ব্যক্তিগত ইলেক্ট্রনিক ডিভাইস রাশিয়ায় না নিয়ে যাওয়ার পরামর্শও দেয়া হয়েছে৷

ম্যুলহাইম আন ডেয়ার রুর শহরের কর্মকর্তা ফ্রাঙ্ক স্টাইনফোর্ট বলছেন, ‘‘ব্যক্তিগত মোবাইল ফোনে জরুরি ফোনবুক না রাখারও অনুরোধ করা হয়েছে৷''

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস অফিস জানিয়েছে, এর আগেও রাশিয়া ও তুরস্ক এমন ঘটনা ঘটিয়েছে৷ অনেক ঘটনাতেই পর্যটকদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে৷ পরবর্তীতে সেগুলো ফেরত দেয়া হলেও দেখা গেছে সেগুলোর অনেককিছুই পড়া হয়েছে৷ ‘‘এমন কিছু ঘটনার কারণে গত বছর অক্টোবরে তুরস্ক ও রাশিয়া ভ্রমণে কিছু সতর্কতা জারি করা হয়েছিল৷''

জার্মানিতে ৩০ টি বিপজ্জনক দেশের তালিকায় আছে রাশিয়ার নাম৷ কূটনীতিক, রাষ্ট্রীয় ও সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই তালিকা৷ এইসব দেশে ভ্রমণ করার সময় জার্মান উচ্চপদস্থ কর্মকর্তাদের নানা বিধিনিষেধের সম্মুখীন হতে হয়৷

বিশ্বকাপে অংশগ্রহণকারীদের ফ্যান আইডি নেয়ার বাধ্যবাধকতার কারণে এ সন্দেহ আরো বেড়ে চলেছে৷ এই আইডি অনেকটা ফ্যান পাসপোর্টের মতো৷ ২০১৭ সালের কনফেডারেশনস কাপে প্রথম এটি পরীক্ষামূলকভবো চালু করা হয়৷ তবে এই আইডি পেতে গ্রাহকদের প্রচুর পরিমাণ তথ্য সরবরাহ করতে হয়৷

ইলিয়া কোভাল/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ