1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাতার বিশ্বকাপ

২৩ সেপ্টেম্বর ২০১৩

খোদ ফিফা প্রেসিডেন্ট মনে করেন, কাতারকে ২০২২ বিশ্বকাপের আয়োজক করাটা ছিল ভুল৷ প্রচণ্ড গরমে বিদেশি খেলোয়াড়-দর্শকদের কী অবস্থা হবে – এ চিন্তায় সবাই যখন ব্যস্ত, তখন কাতার জানিয়েছে, আয়োজনকে সফল করতে তারা প্রস্তুত৷

ছবি: picture alliance/abaca

২০২২ সালের বিশ্বকাপ যখন হবে, কাতারে তখন প্রচণ্ড গরম৷ মরুর দেশ৷ গ্রীষ্মে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠা কোনো ব্যাপারই নয়৷ সেই গরমে বিদেশি, বিশেষ করে শীতের দেশের খেলোয়াড়রা খেলবেন কী করে আর দর্শকরা স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখবেনই বা কী করে! এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই৷ আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষণার পর থেকে এ সিদ্ধান্তের সমালোচনা হয়েছে বিস্তর৷ কয়েক দিন আগে ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারও বলেছেন, মরুর দেশে গ্রীষ্মকালে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তটা আসলেই ভুল ছিল৷

ভুল সংশোধনের পথও খুঁজতে শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা৷ এখন গ্রীষ্মের বদলে শীতে আসর শুরু করার কথাও ভাবা হচ্ছে৷ এ প্রসঙ্গেই একটি বিবৃতি দিয়েছে ‘কাতার ২০২২ সুপ্রিম কমিটি'৷ মরুর দাবদাহ যাতে কারো গায়েই না লাগে সে ব্যবস্থা করতে পরিবেশবান্ধব প্রযুক্তির সহায়তায় ভেনুগুলোতে তো বটেই, এমনকি ট্রেনিং গ্রাউন্ড এবং ফ্যান জোনেও শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র রাখা হবে৷

সেভাবে আন্তর্জাতিক মানের আয়োজন যে সম্ভব তা ক'দিন আগে প্রমাণও করেছে কাতার৷ গত জুন মাসে জসিম বিন হামাদ আল-সাদ স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচ হয়েছে নির্বিঘ্নে৷ এই দৃষ্টান্ত দেখিয়ে কাতার দাবি করেছে ২০২২ বিশ্বকাপ নির্ধারিত সময়ে আয়োজন করাও তাদের পক্ষে সম্ভব৷ তবে একটু পিছিয়ে শীতকালে আসর শুরুর পরিকল্পনা মেনে নিতেও আপত্তি নেই তাদের, বিবৃতিতে কাতার ২০২২ সুপ্রিম কমিটি লিখেছে, ‘‘২০২২ বিশ্বকাপের সময়সূচিতে পরিবর্তন আনতে চাইলে আমরা সে অনুযায়ীও কাজ করতে প্রস্তুত৷''

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ