1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ উন্মাদনার নানা রঙ

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১৪ জুন ২০১৮

বাংলাদেশ বিশ্বকাপে নেই৷ তারপরও ফুটবল বিশ্বকাপের জ্বরে কাঁপছে৷ সারাদেশ ব্রাজিল, আর্জেন্টিনা আর জার্মানির পতাকায় ছেয়ে গেছে৷ বাড়িও হয়েছে প্রিয় দলের পতাকার রঙে৷ সংঘর্ষও হয়েছে ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের মাঝে৷

Häuser eines brasilianischen Fans
ছবি: DW/H. Ur R. Swapan

গত ২৮ মে নারায়ণগঞ্জের বন্দর এলকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে পতাকা টানানো নিয়ে সংঘর্ষ হয়৷ আর সেই সংঘর্ষে আর্জেন্টিনা সমর্থক বাবা-ছেলেকে কুপিয়ে জখম করা হয়৷ জানা গেছে, বন্দরের মিনারবাড়ি এলাকায় আর্জেন্টিনা সমর্থক ও ব্রাজিল সমর্থকদের মধ্যে পতাকা উড়ানো দ্বন্দ্বের জের ধরে  রাতে তারাবি নামাজের পর বন্দরের মিনারবাড়ি এলাকার ছেলে সেলিম (৫০) ও তাঁর ছেলে সজীবের ওপর চাপাতি নিয়ে হামলা চালায় ব্রাজিল সমর্থকরা৷ হামলাকারীরা চাপাতি দিয়ে দু'জনকে কুপিয়ে জখম করে৷ এরকম আরো অনেক সংঘর্ষের খবর পাওয়া গেছে দেশের বিভিন্ন এলাকা থেকে৷ আর কথা কাটাকাটি ও  খেলায় দেখে নেয়ার হুমকি তো প্রতিদিনের সাধারণ ঘটনা এখন৷

বাংলাদেশে  বিশ্বকাপ উন্মাদনার এই পরিণতি নিয়ে অবাক হওয়ার কিছু নেই, কারণ, এবার এখন পর্যন্ত ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উন্মাদনা সংঘর্ষেই সীমাবদ্ধ আছে৷ ২০১৪ সালে বিশ্বকাপে লালমনিরহাটে ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষে মিলন হোসেন নামে এক তরুন দুঃখজনকভাবে নিহত হয়েছিলেন৷

এরই মধ্যে বাংলাদেশে ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে খেলাও হয়ে গেছে৷ গত ৮ জুন  বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়৷ খেলায় ৩-২ গোলে ব্রাজিল সমর্থকদের পরাজিত করেন আর্জেন্টিনার সমর্থকরা৷ আর্জেন্টিনার সমর্থকরা পরে আনন্দ মিছিলও করেন৷

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বড় বড় শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ব্রাজিল আর্জেন্টিনা আর জার্মানির পতাকায় ছেয়ে গেছে৷ পতাকা বিক্রেতা মো. সোহেল আহমেদ ডয়চে ভেলেকে জানান, ‘‘এবার বিশ্বকাপ উপলক্ষ্যে তিনি প্রথম পতাকা বিক্রি করেন৷ আর পতাকা বিক্রি করে ঈদের খরচ তুলে ফেলেছেন৷'' তিনি জানান, ‘‘সবচেয়ে বেশি পতাকা বিক্রি হয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা আর জার্মানির৷ এছাড়া বিশ্বকাপ খেলুড়ে  অন্যান্য কয়েকটি দেশের পতাকারও চাহিদা আছে৷''

Mohammad Sohel - MP3-Stereo

This browser does not support the audio element.

সোহেল আরো জানান, ‘‘পতাকার মতো জার্সিও বিক্রি হয়েছে প্রচুর৷ এবার ঈদের কেনাকাটার চেয়ে  বিশ্বকাপে বিভিন্ন দেশের পতাকা আর জার্সি কেনায়ই তরুনরা বেশি ব্য ব্যস্ত সময় কাটিয়েছেন৷ গুলিস্তান, সদরঘাট ও কেরানিগঞ্জে ছোট ছোট কারখানা রাতদিন ব্যস্ত জার্সি আর পতাকা বানাতে৷ তারা খাওয়া দাওয়া ভুলে গিয়ে জার্সি আর পতাকা বানিয়েছে৷''

এদিকে কেউ কেউ তাঁদের বাড়িটিই পছন্দের দলের পতাকার রংয়ে রাঙিয়েছেন৷ ঢাকার অদূরে নারায়ণগঞ্জের ‘ব্রাজিল বাড়ি' বিশ্ব মিডিয়ায় স্থান করে নিয়েছে৷ নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন ওরফে টুটুল তাঁর প্রিয় দলের প্রতি ভালোবাসার নজির সৃষ্টি করতে নিজের ছয়তলা বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন৷ শুধু বাড়িকে ব্রাজিলের পাতাকায় সাজানোই নয়, বাড়ির নাম ফলকেও এই বাড়ির পরিচিতি এখন ‘ব্রাজিল বাড়ি'৷ তিনি রাশিয়া গেছেন ব্রাজিলের খেলা দেখতে৷

আর্জেন্টিনার সমর্থকরাও কম যান না৷ নারায়ণগঞ্জেরই গলাচিপা এলাকায় মো: আউয়াল মিয়া তাঁর নিজের বাড়ির রং করেছেন আজেন্টিনার পতাকার আদলে৷ এমনকি বাড়ির গাছেও আর্জেন্টিনার পতাকার রঙ মেখেছেন৷ বাড়িটি দেখতে প্রতিদিন আজেন্টিনা ভক্ত সমর্থকরা বাড়ির সামনে  ভিড় জামাচ্ছেন৷

দীর্ঘ পতাকা বানানোরও প্রতিযোগিতা চলছে৷ তবে সবচেয়ে বড় পতাকা বানানো হয়েছে জার্মানির৷ মাগুরার কৃষক আমজাদ হোসেন এবার সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ  জার্মানির পতাকা বানিয়েছেন৷ ২০০৬ সাল থেকে তিনি এই পতাকা বানিয়ে আসছেন জার্মনিকে ভালোবেসে৷

বাংলাদেশে বিশ্বকাপের সময় প্রিয় বিদেশি ফুটবল দলের পতাকা টানানোর  বিরুদ্ধে হাইকোর্টে রিটও হয়েছে৷

ছবি: DW/H. Ur R. Swapan

রিটকারী মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল আমিন আবেদনে বলেন, ‘‘ফুটবল বিশ্বকাপ চলাকালে অংশগ্রহণকারী বিভিন্ন দলের বাংলাদেশি সমর্থকরা দেশের বিভিন্ন স্থানে বিদেশি পতাকা উত্তোলন করেন৷ বিশেষত আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ইত্যাদি দেশের বড় বড় পতাকায় সারা বাংলাদেশ ছেয়ে যায়৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২-এর বিধান অনুযায়ী, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনৈতিক মিশনগুলো ছাড়া অন্য কোনো স্থানে অন্য রাষ্ট্রের পতাকা উত্তোলন করতে হলে বাংলাদেশ সরকারের বিশেষ অনুমোদন গ্রহণ করতে হবে৷ সেই বিধান লঙ্ঘন করে ফুটবল বিশ্বকাপ চলাকালে নির্বিচারে দেশব্যাপী বিদেশি পতাকা উত্তোলন করা হয়৷ কিন্তু আদালত ওই রিট শেষ পর্যন্ত গ্রহণ না করে ফেরত দেন৷

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আশি-নব্বইয়ের দশকে স্কুলের পাঠ্যবইয়ে ছিলেন ব্রাজিলের  পেলে৷ ব্রাজিলের ‘কালো মানিক' তখন থেকেই এ দেশে পরিচিত নাম৷ এতে ব্রাজিলের প্রতি সমর্থনও বেড়ে যায়৷ আর আর্জেন্টিনা বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নেয় ১৯৮৬ বিশ্বকাপে৷ সেটা দিয়েগো মারাদোনার জাদুতে ভুলে৷ ঠিক তখন থেকেই এ দেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতার শুরু বলে এএফপিকে জানিয়েছে বাংলাদেশের ফুটবল অভিজ্ঞরা৷

Rafsanjani - MP3-Stereo

This browser does not support the audio element.

বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না৷ তারপরও কেন এই উন্মাদনা? র‌্যাকিংয়ে বিশ্বের ২১১টি দেশের মধ্যে ফুটবলে বাংলাদেশের অবস্থান ১৯৪৷ ব্রাজিলের সমর্থক রাফসানজানি ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা বাংলাদেশের মানুষ ফুটবল ভালোবাসি৷ আমরা ফুটবল-পাগল৷ তাই বিশ্বের যেখানেই ফুটবল খেলা হোক, তা নিয়ে আমাদের আগ্রহ থাকে৷ আমরা স্বপ্ন দেখি, একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে৷''

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘ছোটবেলা থেকেই দেখছি, আমাদের পরিবারের সবাই ব্রাজিলের সমর্থক৷ ব্রাজিলের খেলা আমাদের ভালো লাগে৷ তবে এই সমর্থন নিয়ে সংঘর্ষ, সংঘাত কাম্য নয়৷''

আর আর্জেন্টিনার সমর্থক আমানুর রহমমান রনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘আর্জেন্টিনার শৈল্পিক খেলা আমার পছন্দ৷ মারাদোনার খেলা দেখে আর্জেন্টিনার ভক্ত হয়েছি৷ এখনো আর্জেন্টিনার সাথে আছি৷''

Amanur Rahman Rani - MP3-Stereo

This browser does not support the audio element.

তিনিও মনে করেন, ‘‘খেলা নিয়ে সংঘাত, সংঘর্ষ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়৷ খেলা মহান৷ আমাদের সহনশীল হতে হবে৷''

বিশ্বকাপ চলাকালে বাংলাদেশে ফুটবল উন্মাদনার আরো অনেক কিছু দেখা যাবে৷ প্রিয় দল জিতলে ভুড়িভোজের আয়োজন করবেন অনেকেকই৷ রাস্তায় ব্যান্ড বাজিয়ে পতাকা নিয়ে মিছিলও হবে৷

এই ফুটবল পাগল জাতি নিজেরাই বিশ্বকাপে খেলতে চায়৷ সেই স্বপ্ন পুরণ  হবে কবে!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ