1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ: কৌশল, নিপুণতা, গতি?

অরুণ শঙ্কর চৌধুরী (এএফপি, ডিপিএ, এপি)১৬ জুন ২০১৪

কোনটার উপর নির্ভর করবে জয়-পরাজয়? কোথায় চলেছে বিশ্ব ফুটবল? ১২ তারিখ থেকে ১৫ তারিখ অবধি খেলাগুলো দেখলে অন্তত এ টুকু বোঝা যায় যে, পুরনো কায়দায় ফুটবল খেলে ফুটবলের নতুন দুনিয়ায় সাফল্য পাওয়া সম্ভব নয়৷

ছবি: Getty Images

কথায় বলে, নবীনে-প্রবীণে৷ এই বিশ্বকাপে যত কোচের বয়স ষাট, এমনকি পঁয়ষট্টির ঊর্ধ্বে, এর আগের কোনো বিশ্বকাপে তা ছিল না৷ অথচ প্লেয়াররা যেন ক্রমেই আরো তরুণ হচ্ছে: যেমন ধরা যাক ইংল্যান্ডের ভবিষ্যতের দুই আশা ড্যানিয়েল স্টারিজ এবং রহিম স্টার্লিং৷ অপরদিকে স্পেন বলে যে স্পেন, তারাও নেদারল্যান্ডসের কাছে গো-হারা হারল সাবি-ইনিয়েস্তার মতো মহান, কিন্তু রণক্লান্ত মহারথীদের নামিয়ে: অনেকের নাকি রাজা খুয়ান কার্লোসের সাম্প্রতিক সিংহাসন ত্যাগের কথা মনে পড়ে গেছে! স্পেনের নৃপতিও বলেছিলেন, তিনি নতুন প্রজন্মের হাতে রাজদণ্ড তুলে দিতে চান৷ ফুটবলের ক্ষেত্রে সে রকম কিছু করলেই বোধহয় স্পেনের মঙ্গল হতো৷

বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে শুধু শনি-রবিবারেই সাত-সাতটা খেলা ছিল৷ স্পেন বনাম নেদারল্যান্ডসের খেলা ছিল শুক্রবার, সোমবারের মধ্যেই যা অতীত স্মৃতি হয়ে গিয়েছে৷ তবে সে খেলা একটি শিক্ষা রেখে গেছে: হাল-আমলের ফুটবলে যার গতি নাই, তার গতি নাই; তার গতি স্পেনের যে গতি, সেই গতি, অর্থাৎ চরম হার৷ স্পেনের রথী-মহারথীরা সাধারণত যা করে থাকেন, ম্যাচেও ঠিক তাই করেছেন অথবা করার চেষ্টা করেছেন – কিন্তু নেদারল্যান্ডসের গতির তুলনায় যেন একটু দেরিতে, যেন এক্সটেন্ডেড প্লে-র ৪৫ আরপিএম-এর সঙ্গে লং প্লে-র ৩৩ আরপিএম পাল্লা রাখার চেষ্টা করছে৷ তাতেই নেমন্তন্নো বাড়িতে ডাকাত পড়ার মতো স্পেনের সাজানো বাগান এলোমেলো হয়ে যায়৷

বিশ্বকাপ শুরু হয়েছিল ব্রাজিলের খেলা দিয়ে৷ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নেইমার অ্যান্ড কোম্পানির ঠিক সেই অভিজ্ঞতাই হয়েছে, বলকান দেশগুলোর সাথে খেলতে গিয়ে বাকি বিশ্বের সাধারণত যা হয়ে থাকে: বলকানের প্লেয়াররা ইউরোপের অন্যান্য লিগে খেলে থাকে; তারা অসম্ভব লড়াকু এবং শৃঙ্খলাবদ্ধ৷ ব্রাজিলের পরে আর্জেন্টিনারও ঠিক সেই অভিজ্ঞতা হল রবিবার: জনতা ‘মেসি ম্যাজিক' দেখে মুগ্ধ, ফুটবলের মহাকাব্যে যেমনটা হওয়া প্রয়োজন৷ অন্যদিকে এও প্রমাণ হলো যে, এ বিশ্বকাপে সকলকেই নিজের খেলা খেলতে হবে, কেতাবি স্ট্র্যাটেজি কিংবা অতিমাত্রায় সাবধানতা দেখিয়ে কোনো লাভ নেই৷

বলতে কি, বসনিয়া-হ্যারৎসেগোভিনা যে প্রথমার্ধে আদৌ আর্জেন্টিনার চেয়ে খারাপ খেলেছে, এমন নয়৷ কিন্তু বসনিয়ার আক্রমণ কীরকম যেন বিপক্ষের পেনাল্টি এরিয়া অবধি ক্ষিপ্রগতিতে এগিয়ে তার পর থিতিয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে৷ কেননা তাদের কাঁকড়ার খোলস ছাড়িয়ে, নারকেলের খোল ভেঙে ভেতরের শাঁসটা খাওয়ার পন্থা জানা নেই: অর্থাৎ গোল করার পন্থা জানা নেই৷ অথবা জানা থাকলেও, একটা লিওনেল মেসি নেই৷ পর্যান্তরে ওলন্দাজদের মতো একটা ফান প্যার্সি বা আরিয়েন রবেন থাকলেও কাজ চলে যায়৷ কিন্তু মেসি থাকলে প্রথমার্ধের অতি সাবধানী ৫-৩-২ লাইন-আপ-কে দ্বিতীয়ার্ধে ৪-৩-৩-এ ফিরিয়ে আনলেই চলে; মেসির সহযোগী হিসেবে গনজালো ইগুয়াইনকে দিলে তো আরো ভালো৷ বাকিটা মেসি ম্যাজিকের অপেক্ষা – যা ফুটবলের বিধাতা সব খেলোয়াড় বা সব দলকে দেন না৷ তাই সুযোগ পেলেই নিন্দুকে মেসির সমালোচনা করে৷ আবার মেসি গোল করলে সমালোচকদের এক মিনিটের নীরবতা৷

হন্ডুরাসের বিরুদ্ধে ফ্রান্সের খেলায় প্রথমবার ‘গোলকন্ট্রোল'-এর জার্মান প্রযুক্তির ব্যবহার; ইকুয়েডরের বিরুদ্ধে সুইজারল্যান্ডের খেলায় সুইসদের লাস্ট মিনিট গোল, এ সবই নিষ্প্রভ হয়ে গেছে আলবিসেলেস্তে-র দশ নম্বর জার্সিধারী ছোটখাটো মানুষটি হঠাৎ ঝলসে ওঠায়: কেননা মেসির গোলটিতে ক্ষিপ্রতা, নিপুণতা ও চাতুর্যের যে ত্র্যহস্পর্শ ঘটেছে, তার আরেক নাম হলো ‘জিনিয়াস’৷

বিশ্বাস না হয়, নেইমার কিংবা রোনাল্ডোকে জিজ্ঞাসা করে দেখতে পারেন৷ আর কেউ না জানুক, তাঁরা তো জানবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ