বিশ্বকাপ ক্রিকেট আর কোপা অ্যামেরিকার বছর ২০১১
২৭ ডিসেম্বর ২০১০পরিসংখ্যান বলছে, ২০১১ সালে বেশ কয়েকটি খেলার বিশ্বকাপ হবে এশিয়ায়৷ এর মধ্যে ক্রিকেট বিশ্বকাপের খবর না হয় নাই বললাম৷ এছাড়া অ্যাথলেটিক্স, সাঁতার আর ফিগার স্কেটিং এর বিশ্বকাপ হবে এশিয়ায়৷
আগস্টের শেষে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে উসাইন বোল্টকে দেখতে পারবেন এশিয়ার মানুষ৷ এর আগে জুলাইতে সাংহাইয়ের সুইমিংপুলে জাদু দেখাবেন ২১ বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া মাইকেল ফেল্পস৷ ফিগার স্কেটিং এর বিশ্ব প্রতিযোগিতাটি হবে জাপানে৷
ভারতীয়দের জন্য আসছে বছরটি বেশ আনন্দের হতে যাচ্ছে৷ কারণ নিজেদের দেশে বিশ্বকাপ ক্রিকেট দেখার সঙ্গে বোনাস হিসেবে থাকছে ফরমুলা ওয়ান৷ অক্টোবরের দ্বিতীয়ার্ধে প্রথমবারের মত উদ্বোধন হবে ভারতীয় গ্র্যাঁ প্রি'র৷
এদিকে বছরের প্রথম মাসে কাতারে বসতে যাচ্ছে ১৬ জাতির এশিয়ান গেমস ফুটবল৷ এই প্রতিযোগিতার দিকে শুধু এশিয়ার লোকজনই নয়, তাকিয়ে থাকবেন সারা বিশ্বের মানুষ৷ কারণ আয়োজক দেশ কাতার পেয়েছে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের সুযোগ৷ এধরণের আরেকটি সুযোগের অপেক্ষায় থাকবে এশিয়ানরা, যখন জুলাই মাসে ঘোষিত হবে ২০১৮ শীতকালীন অলিম্পিকের স্বাগতিক দেশের নাম৷ তৃতীয়বারের মত দক্ষিণ কোরিয়ার সেই সুযোগটি পাওয়ার সম্ভাবনা রয়েছে৷
অলিম্পিকহীন বছর ২০১১-র অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার মধ্যে রয়েছে দক্ষিণ অ্যামেরিকার ফুটবলের আসর কোপা অ্যামেরিকা কাপ৷ যেটা জিতে বিশ্বকাপের দু:খ ভুলতে চান লিওনেল মেসি৷ এবারের টুর্নামেন্টটি হবে আর্জেন্টিনায়৷ আর রাগবি যাদের পছন্দ তাদের জন্য এই সালে একটা বিশ্বকাপ থাকছে৷ যেটা হবে নিউজিল্যান্ডে৷
জার্মানিতেও আয়োজিত হবে দুটি খেলার বিশ্বকাপ৷ এর মধ্যে একটি হলো মহিলা ফুটবল, আরেকটি আলপাইন স্কিয়িং৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক