1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ক্রিকেট আর কোপা অ্যামেরিকার বছর ২০১১

২৭ ডিসেম্বর ২০১০

আসছে নতুন বছর৷ এবছরের শুরু থেকেই বিশ্ববাসী যেমন উন্মুখ হয়ে ছিল বিশ্বকাপ ফুটবল দেখার জন্য, আসছে বছরে কোন্ কোন্ প্রতিযোগিতার দিকে তাকিয়ে থাকবে বিশ্ব?

Indian cricket players run-in to congratulate bowler Ishant Sharma, fourth left, after he took the wicket of Australian captain Ricky Ponting, unseen, on the second day of the second cricket test match between India and Australia in Mohali, India, Saturday, Oct. 18, 2008. (AP Photo/Gautam Singh)
বিশ্বকাপ ক্রিকেটে শীঘ্রই আবারো মাতবে বিশ্বছবি: AP

পরিসংখ্যান বলছে, ২০১১ সালে বেশ কয়েকটি খেলার বিশ্বকাপ হবে এশিয়ায়৷ এর মধ্যে ক্রিকেট বিশ্বকাপের খবর না হয় নাই বললাম৷ এছাড়া অ্যাথলেটিক্স, সাঁতার আর ফিগার স্কেটিং এর বিশ্বকাপ হবে এশিয়ায়৷

আগস্টের শেষে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে উসাইন বোল্টকে দেখতে পারবেন এশিয়ার মানুষ৷ এর আগে জুলাইতে সাংহাইয়ের সুইমিংপুলে জাদু দেখাবেন ২১ বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া মাইকেল ফেল্পস৷ ফিগার স্কেটিং এর বিশ্ব প্রতিযোগিতাটি হবে জাপানে৷

ভারতীয়দের জন্য আসছে বছরটি বেশ আনন্দের হতে যাচ্ছে৷ কারণ নিজেদের দেশে বিশ্বকাপ ক্রিকেট দেখার সঙ্গে বোনাস হিসেবে থাকছে ফরমুলা ওয়ান৷ অক্টোবরের দ্বিতীয়ার্ধে প্রথমবারের মত উদ্বোধন হবে ভারতীয় গ্র্যাঁ প্রি'র৷

এদিকে বছরের প্রথম মাসে কাতারে বসতে যাচ্ছে ১৬ জাতির এশিয়ান গেমস ফুটবল৷ এই প্রতিযোগিতার দিকে শুধু এশিয়ার লোকজনই নয়, তাকিয়ে থাকবেন সারা বিশ্বের মানুষ৷ কারণ আয়োজক দেশ কাতার পেয়েছে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের সুযোগ৷ এধরণের আরেকটি সুযোগের অপেক্ষায় থাকবে এশিয়ানরা, যখন জুলাই মাসে ঘোষিত হবে ২০১৮ শীতকালীন অলিম্পিকের স্বাগতিক দেশের নাম৷ তৃতীয়বারের মত দক্ষিণ কোরিয়ার সেই সুযোগটি পাওয়ার সম্ভাবনা রয়েছে৷

অলিম্পিকহীন বছর ২০১১-র অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার মধ্যে রয়েছে দক্ষিণ অ্যামেরিকার ফুটবলের আসর কোপা অ্যামেরিকা কাপ৷ যেটা জিতে বিশ্বকাপের দু:খ ভুলতে চান লিওনেল মেসি৷ এবারের টুর্নামেন্টটি হবে আর্জেন্টিনায়৷ আর রাগবি যাদের পছন্দ তাদের জন্য এই সালে একটা বিশ্বকাপ থাকছে৷ যেটা হবে নিউজিল্যান্ডে৷

জার্মানিতেও আয়োজিত হবে দুটি খেলার বিশ্বকাপ৷ এর মধ্যে একটি হলো মহিলা ফুটবল, আরেকটি আলপাইন স্কিয়িং৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ