1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ক্রিকেট আসরের সূচনা সংগীত করল দূরবীন

২০ ডিসেম্বর ২০১০

বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেট ২০১১ আসর৷ তবে উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রথম খেলা হবে ঢাকায়৷ এজন্য ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ৷ ধারণ করা হলো বিশ্বকাপ আসরের সূচনা সংগীত৷

বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর লোগো

১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান৷ এই জমকালো আসরের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ ঠিক দুই মাস আগে আসরের সূচনা সংগীত রেকর্ড করা হয়েছে৷ আর ক'দিন পরেই ‘জেগে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ' কথার গানে মেতে উঠবে বিশ্ববাসী৷

গানটি গেয়েছে ব্যান্ড দল দূরবীন৷ সুর করেছেন আরেফিন রুমী৷ জানা গেছে, দূরবীন ব্যান্ড দলের সদস্যরা শুধু সংগীতকারই নন, তাঁদের অনেকে ক্রিকেটারও বটে৷ ফলে সংগীতের সাথে ক্রিকেটের প্রতি যাদের এতোটা উন্মাদনা তাঁদের হাতেই তৈরি হলো বিশ্বকাপ ক্রিকেটের আগামী আসরের সূচনা সংগীত৷ এ প্রসঙ্গে দূরবীন ব্যান্ডের প্রধান সৈয়দ শহীদুল ইসলাম শহীদ একান্ত সাক্ষাৎকারে ডয়চে ভেলেকে বলেন, ২০০৭ সাল থেকে দূরবীনের পথচলা শুরু৷ তবে ইতিমধ্যে তাঁরা উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান ও সুর৷

শহীদের ভাষায়, ‘‘২০০৮ সালে আমরা আসি দূরবীণ ২.০১ নিয়ে৷ ওখানে ‘স্বপ্ন ডানা' গানটি বাংলাদেশের সবাই মোটামুটি গ্রহণ করে৷ ‘উড়ায়ে চলো স্বপ্ন ডানা, আকাশ ছুঁতে নেই যে মানা, আকাশ হবে মনের বাড়ি, একমুঠো নীল করবো চুরি' এই গানের টাইটেল দিয়ে গানটা খুবই জনপ্রিয় হয়ে ওঠে৷ বিশ্বকাপ ক্রিকেটের মূল গানটি তৈরি করে বেশ উচ্ছ্বসিত দূরবীন ব্যান্ডের সদস্যরা৷

শহীদ বলেন, এবারই প্রথম আমাদের দেশে বিশ্বকাপ ক্রিকেটের আসর হতে যাচ্ছে৷ আর আমরা এর মূল সংগীত গাইতে পেরেছি৷ এটা আমাদের ব্যান্ড দলের জন্য একটি বড় পাওয়া৷ গানটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবার কাছে খুবই ভালো লেগেছে৷ তবে এখন আমরা অপেক্ষায় আছি অনুষ্ঠানের দিনের জন্য৷ সেদিন সবার কাছে কেমন লাগে গানটি সেটা জানার জন্য৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ