1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ক্রিকেট বানচাল করতে হরতাল ডেকেছে বিএনপি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

৩ ফেব্রুয়ারি ২০১১

বিশ্বকাপ ক্রিকেট বানচাল করতেই সোমবার হরতাল ডেকেছে বিএনপি – এমন দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু৷ জবাবে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, দাবি মেনে নিলে হরতালের প্রয়োজন হবেনা৷

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন হচ্ছে ১৮-ই ফেব্রুয়ারি

শ্রীলংকা ও ভারত ঘুরে ঢাকায় আসা বিশ্বকাপের ট্রফি নিয়ে আজ সকালে মোটর বাইকে রোডশো শুরু হয় টঙ্গি থেকে৷ সেখান থেকে বিসিবি কার্যালয় হয়ে রামপুরা বাংলাদেশ টেলিভিশন ভবনে গিয়ে শেষ হয়৷ সন্ধ্যায় ট্রফি নি যাওয়া হয় আগারগাঁও কম্পিউটার সিটিতে প্রদর্শনীর জন্য৷ রোডশো'র সময় সড়কের দু'ধারে ছিল সব বয়সের মানুষের উচ্ছ্বাস৷

দুপুরে ক্রিকেট বিশ্বকাপের আন্তঃমন্ত্রনালয় সমন্বয় বৈঠকে প্রস্তুতির সবদিক পর্যালোচনা করা হয়৷ সিদ্ধান্ত হয়, বিশ্বকাপের আগে আগামী ১০ই ফেব্রুয়ারির মধ্যে রাজধানীর ত্রুটিপূর্ণ যানবাহন ঠিক করতে হবে৷ নতুন রং করে বানাতে হবে চকচকে৷ যারা এই আদেশ মানবেন না, তাদের যানবাহনের রুট পারমিট বাতিল করা হবে৷ নজরদারি করবে মোবাইল কোর্ট৷ রাস্তার দুধারের বাড়ি-ঘরেও রং করতে হবে৷ করতে হবে হোয়াইট ওয়াশ – যা সাংবাদিকদের জানান যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন৷

সমন্বয় সভা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, বিশ্বকাপ বানচাল করতেই বিরোধী দল সোমবারের হরতাল ডেকেছে৷ তিনি হরতাল প্রত্যাহারের আহ্বান জানান৷

জবাবে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, তাদের দাবি মেনে নেয়া হলে হরতালের প্রয়োজন হবেনা৷ দাবি আদায়ের জন্যই হরতাল ৷ এই হরতালে বাধা দিলে যেকোন পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে৷

বিশ্বকাপের উদ্বোধনী দিন ১৭ই ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে৷ আর খেলার দিন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ