1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গলফ বিশ্বকাপ

৩ অক্টোবর ২০১৩

গলফ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান – খবরটা শোনার পর থেকেই তাঁর সঙ্গে কথা বলার সুযোগ খুঁজছিলাম৷ অবশেষে বুধবার কথা হয় সিদ্দিকুরের সঙ্গে৷ তখন তিনি তাইওয়ানে৷

সিদ্দিকুর রহমানছবি: Getty Images

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে অবস্থিত ‘রয়েল মেলবোর্ন গলফ ক্লাব'-এ নভেম্বরের ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত বিশ্বকাপ অনুষ্ঠিত হবে৷ সেটাতে খেলার সুযোগ পেয়ে দারুণ খুশি সিদ্দিকুর৷ বললেন, ‘‘খুবই এক্সাইটেড৷ এটা আসলে কখনও চিন্তাও করি নাই৷''

বল বয় থেকে বিশ্ব মঞ্চে

ছিলেন বল বয়৷ কুর্মিটোলা গলফ ক্লাবে শুরুতে ওটাই ছিল তাঁর পরিচয়৷ এরপর ১৯৯৯ সালে এক প্রতিযোগিতায় প্রথম হওয়া দিয়ে শুরু৷ এরপর একে একে বেশ কিছু সাফল্য ধরা দেয়া তাঁর কাছে৷ ২০১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ‘এশিয়ান ট্যুর'-এর অন্তর্গত প্রতিযোগিতা ‘ব্রুনাই ওপেন' জিতে প্রথম সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সিদ্দিকুর৷

বড় লোকের খেলা?

গলফ বড় লোকের খেলা– অনেকের এমন ধারনার সঙ্গে একমত পোষণ করেন সিদ্দিকুর৷ তিনি বলেন, গলফ খেলার জন্য যে ইকুইপমেন্ট দরকার সেগুলো ব্যয়বহুল৷ তাই গলফকে জনপ্রিয় করতে সরকারি উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তিনি৷ এক্ষেত্রে সরকারি গলফ কোর্স গড়ে তোলার পরামর্শ দেন সিদ্দিকুর৷ এতে করে সাধারণ মানুষের পক্ষে সেখানে যাওয়া ও খেলা সম্ভব হবে বলে তাঁর ধারনা৷ এর বাইরে, দেশের গলফ ক্লাবগুলোর উচিত মেধাবী তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণে এগিয়ে আসা৷ কুর্মিটোলা গলফ ক্লাব যেটা অনেকদিন থেকেই করে আসছে বলে জানান তিনি৷

বিশ্বকাপ খেলব, কখনো চিন্তাও করিনি: সিদ্দিকুর

This browser does not support the audio element.

টাইগার উডসের সঙ্গে দেখা

গলফ খেলতে গিয়ে অনেক বড় বড় খেলোয়াড়ের সঙ্গেই দেখা হয়েছে সিদ্দিকুরের৷ যেমন অ্যামেরিকায় গিয়ে দেখা পান বর্তমানে বিশ্বের এক নম্বর গলফ খেলোয়াড় টাইগার উডসের৷ এছাড়া দু'বছর আগে এক টুর্নামেন্টে তিনি সে সময়কার বিশ্বের এক নম্বর খেলোয়াড় লি ওয়েস্টউডকে প্রথম রাউন্ডে হারিয়ে দিয়েছিলেন৷ ‘‘আমি সৌভাগ্যবান ছিলাম যে তাঁর সঙ্গে খেলার সুযোগ পেয়েছিলাম৷ চার রাউন্ডের মধ্যে প্রথম রাউন্ডে আমি তাঁকে হারিয়েছিলাম৷ ওটা একটা স্মরণীয় ঘটনা ছিল বলতে পারেন৷''

সাক্ষাৎকার: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ