1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ জয়ের মিছিলে কুমিল্লায় শিশুর প্রাণহানি

১৯ ডিসেম্বর ২০২২

কুমিল্লায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জয়ের পর আনন্দ মিছিল করতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় ১১ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে৷ একজন আহত৷

ফাইল ছবিছবি: MOHAMMAD PONIR HOSSAIN/REUTERS

মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের পূর্ব বাতাড়িয়া এলাকার কুমিল্লা-নোয়াখালী সড়কে রোববার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন৷

নিহত শিশু মোহাম্মদ শাওন ওই গ্রামের বড় বাড়ির বাসিন্দা পত্রিকা বিক্রেতা মিলন মিয়ার ছেলে এবং খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলো৷

এ দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক অন্তরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷

প্রত্যক্ষদর্শীদের বরাতে খিলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, এলাকার একদল তরুণদের সঙ্গে বাজারে আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফুটবল খেলা দেখেছিলো শাওন৷ আর্জেন্টিনার জয়ের পর দলটির ভক্ত-সমর্থকরা আনন্দ মিছিল বের করে৷ ওই বিজয় মিছিলে শাওনও ছিলো৷

মিছিলটি কুমিল্লা-নোয়াখালী সড়ক ঘুরে খিলা বাজারের দিকে আসার পথে একটি মোটরসাইকেল শাওনকে ধাক্কা দিলে সে সময় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এসআই ফারুক৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ