1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লামের বিদায়

১৯ জুলাই ২০১৪

বিশ্ব চ্যাম্পিয়ন জার্মান দলের ক্যাপ্টেন ফিলিপ লাম জাতীয় দল থেকে অবসর নিতে যাচ্ছেন৷ মাত্র ৩০ বছর বয়সে তাঁর অবসরের ঘোষণায় বিস্মিত ফুটবল ভক্তরা৷

Philipp Lahm Rücktritt Nationalmannschaft
ফিলিপ লামছবি: picture-alliance/Sven Simon

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে ১১৩ বার মাঠে নেমেছেন৷ চতুর্থ বার জার্মানিকে বিশ্বজয়ের পথে নেতৃত্ব দিয়েছেন তিনি৷ জার্মান সংবাদ সংস্থা ডিপিএ-কে খবরের নিশ্চয়তা জানিয়েছেন লামের এজেন্ট রোমান গ্রিল৷ লামের বরাত দিয়ে বলেন, লাম বলেছেন, ব্রাজিল বিশ্বকাপ চলার সময়ই তিনি ভেবেছিলেন এই বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ এবং চূড়ান্ত টুর্নার্মেন্ট৷'

স্কাই স্পোর্টস ডয়চলান্ডের টুইটার ফিডে লাম লিখেছেন, ‘‘এটা আমার জন্য সঠিক সময়৷ জাতীয় দলের সাথে প্রতিটি মুহূর্ত আমি ভীষণভাবে উপভোগ করেছি৷''

জার্মান ফুটবল ফেডারেশনও তাদের ওয়েবসাইটে এই খবরটি নিশ্চিত করেছে৷ ডিএফবি প্রেসিডেন্ট ভল্ফগাঙ নিয়ার্সবাখ বলেছেন, ‘‘শুক্রবার সকালে ফিলিপ আমাকে ফোন করেছিলেন এবং ব্যক্তিগতভাবে আমাকে অবসরের কথা জানিয়েছেন৷ লামের কথা শুনে আমার মনে হয়েছে, তাঁর মত পরিবর্তনের চেষ্টা করে কোনো লাভ নেই৷'' তিনি আরো বলেন, জাতীয় দলে ১০ বছর ধরে খেলা ফিলিপ অসাধারণ একজন খেলোয়াড়ই নন, খেলোয়াড়দের জন্য আদর্শ৷ ডিএফবি-র জন্য ফিলিপ যা করেছেন, সে জন্য তিনি তাঁকে ধন্যবাদ জানান৷

ক্লাব বায়ার্ন মিউনিখের চেয়ারম্যান কার্ল-হাইনৎস রুমেনিগে ক্লাবের ওয়েবসাইটে বলেন, ‘‘বিশ্ব চ্যাম্পিয়ন দলের নেতৃত্বে থাকা অবস্থায় এবং সাফল্যের শিখরে থেকে বিদায় – এর চেয়ে ভালো সময় আর হতে পারে না৷ তবে এটা ঠিক, লামের স্থলাভিষিক্ত হওয়ার মত কোনো খেলোয়াড় খুঁজে পাওয়া কঠিন৷''

মঙ্গলবার জার্মান দলের বিজয়ী বীররা যখন বার্লিন মাতান, তখনও হয়ত লামের হাসি মুখ দেখে কেউ ভাবতে পারেননি অবসরে যাওয়ার কথা ভাবছেন তিনি৷ তবে লাম এমন এক খেলোয়াড়, যাঁর পায়ে এসে ধরা দিয়েছে সাফল্য৷ চ্যাপিয়ন্স লিগের শিরোপা, ৬টি বুন্ডেসলিগা-র শিরোপা জয় এবং জাতীয় দলের ৬টি বিজয় তাঁর হাত ধরে৷

১৯৮৩ সালের ১১ই নভেম্বর লামের জন্ম মিউনিখে৷ দল এবং দেশের পক্ষে খেলাগুলিতে ফিলিপ লামকে বিভিন্ন অবস্থানে খেলানো হয়েছে৷ তবে জার্মান জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোভের বিবেচনায় ‘রাইট ব্যাক' অবস্থানের জন্যই সবচেয়ে উপযুক্ত ছিলেন তিনি৷ জাতীয় দলের পক্ষে ১১৩ বার মাঠে নামা লাম সবশেষ তাঁর সাফল্যের তালিকায় বিশ্বকাপ ট্রফি যোগ করেন৷

এপিবি/এসবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ