1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ জয় করতে জার্মানি দৃঢ়প্রতিজ্ঞ

২৮ জানুয়ারি ২০১০

জার্মান ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন৷ কোচ ল্যোভ অবশ্য অনেক বেশী বাস্তববাদী৷

জোহানেসবার্গে সকার সিটি স্টেডিয়ামছবি: U. Reimann

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবলে জার্মান জাতীয় ফুটবল দলে কে কে খেলবেন, আগামী মে মাসে তা চূড়ান্ত হতে চলেছে৷ বিশ্বকাপ জয়কেই এবারের একমাত্র লক্ষ্য হিসেবে স্থির করে জার্মান ফুটবলাররা জোরালো প্রস্তুতি শুরু করে দিচ্ছেন৷ বৃহস্পতিবার জার্মান ফুটবল ফেডারেশনের নতুন ওয়েবসাইট চালু করার পর দেখা গেল, তাতে স্পষ্ট লেখা আছে, ‘‘১৯৫৪, ১৯৭৪ ও ১৯৯০ সালের পর আমাদের টিম আবার বিশ্বকাপ জয় করতে চায়৷'' টিমের ম্যানেজার অলিভার বিয়ারহোফ ওয়েবসাইট প্রকাশের সময় এবিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন. ১১ই জুলাই জোহানেসবার্গে সকার সিটি স্টেডিয়ামে ফাইন্যাল ম্যাচে উপস্থিত থাকার লক্ষ্য স্থির করছে জার্মান দল৷

কর্মকর্তাদের কণ্ঠে এমন উৎসাহের সুর শোনা গেলেও টিমের কোচ ইওয়াখিম ল্যোভ অবশ্য অনেক বেশী সতর্ক৷ তিনি শুধু বলেন, ‘‘আমরা এই প্রতিযোগিতায় ভালো ভূমিকা পালন করবো বলেই ধরে নিচ্ছি৷'' সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, যে ২০০৬ সালে জার্মানিতে আয়োজিত বিশ্বকাপের সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ আসরের যথেষ্ট তফাত রয়েছে৷ ‘‘যদি আমাদের লক্ষ্যমাত্রা পূরণ নাও হয়, কিছুটা ধৈর্য্যের সঙ্গে ও খোলা মনে তা মেনে নিতে হবে,'' বলেন, ল্যোভ৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আবদুস সাত্তার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ