1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ

২৪ ডিসেম্বর ২০১২

ইউরো ২০১২ আসরের ভুলগুলো থেকে এবং অন্যান্য আন্তর্জাতিক আসরে খেলার অভিজ্ঞতা থেকে নিজেদের শুধরে নিয়ে আগামী বিশ্বকাপের শিরোপা জয় করতে পারবে জার্মানি - মন্তব্য দলের ব্যবস্থাপক অলিভার বিয়ারহফের৷

1153323 Ukraine, Kharkov. 06/12/2012 German national team players train before before the group stage match of the 2012 European Football Championship against the Netherlands. Chekachkov Igor/RIA Novosti
ছবি: picture alliance/dpa

জার্মান সাপ্তাহিক ‘ফোকাস'কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমন আশাব্যঞ্জক ভবিষ্যদ্বাণী করলেন বিয়ারহফ৷ চ্যাম্পিয়নস লিগে জার্মান ফুটবল লিগের তিনটি দলের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমরা চাই এবং আমরা শিরোপা জয় করতেও পারবো৷ আমাদের দলে এখন অনেকগুলো সম্ভাবনাময় তরুণ খেলোয়াড় রয়েছে৷ আমরা ইউরো ২০১২ আসরের ভুলগুলো থেকে শিখেছি এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অভিজ্ঞতা আমাদের উচ্চাকাঙ্খী দলের মনোবল আরো বাড়িয়ে দিয়েছে৷ বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ড, শালকে এবং বায়ার্ন মিউনিখের সাফল্য আমাদের দলের প্রত্যাশা আরো বাড়িয়ে দিয়েছে৷'' তবে জার্মান দলের সম্ভাব্য বড় মাপের এই সাফল্যের জন্য স্পেন এবং বার্সেলোনার সফল দলের আদলে একটি নতুন ব্যবস্থা দাঁড় করানোর সুপারিশ করেন বিয়ারহফ৷

জার্মান দলের ব্যবস্থাপক অলিভার বিয়ারহফছবি: Getty Images

এদিকে, জার্মান ফুটবল লিগের চলতি মৌসুমের শীতকালীন বিরতিতে ঘটছে কিছু জায়গা বদলের ঘটনা৷ ভোল্ফসবুর্গের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ন্যুরেমব্যার্গ ছেড়ে যাচ্ছেন ডিটার হেকিং৷ দলের ওয়েবসাইটে ভোল্ফসবুর্গ প্রকাশ করেছে যে, ২০১৬ সাল পর্যন্ত সময়ের জন্য প্রশিক্ষকের দায়িত্ব গ্রহণে সম্মত হয়েছেন হেকিং৷ গত ২৫শে অক্টোবর ফেলিক্স মাগাথ ভোল্ফসবুর্গ ছেড়ে গেলে অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্বে ছিলেন ৬০ বছর বয়সি লোরেন্স গ্যুন্থ্যার ক্যোস্টনার৷ এবার ক্যোস্টনারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ৪৮ বছর বয়সি হেকিং৷

অন্যদিকে, বুন্ডেসলিগার অপর দল শালকে'র সাথে ২০১৫ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন ডাচ স্ট্রাইকার ক্লাস-ইয়ান হুন্টেলার৷ দলের ওয়েবসাইটে ২৯ বছর বয়সি হুন্টেলার লিখেছেন, ‘‘আমি বেশ দীর্ঘ সময় ধরে এই সিদ্ধান্তের ব্যাপারে চিন্তা করেছি৷ আমি দলের কর্তৃপক্ষে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে, তারা আমাকে ভাবনার জন্য এই সময়টা দিয়েছিলেন৷ তবে আমি এখন সেটাই বেছে নিয়েছি যা আমার জন্য স্বস্তিকর বলে মনে হয়েছে৷ আসলে আমি শালকে'তে খেলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি৷ আমি বিশ্বাস করি যে, বুন্ডেসলিগা মৌসুমের দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো কিছু অর্জন করতে পারবো৷''

এএইচ / জেডএইচ (রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ