1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নতুন ব্রাজিল'

৬ ডিসেম্বর ২০১৩

স্টেডিয়াম নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকের মৃত্যু, ‘ড্র' অনুষ্ঠানের উপস্থাপক নির্বাচনে বর্ণবাদের অভিযোগ, সময়মতো স্টেডিয়াম তৈরি হবে না বলে সরকারের স্বীকারোক্তি, অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ার পরও এত বড় বাজেটের আয়োজন৷

ছবি: Evaristo Sa/AFP/Getty Images

এমন সব খবর আর অভিযোগের মধ্যেই শুক্রবার অনুষ্ঠিত হবে ২০১৪ সালের বিশ্বকাপের ‘ড্র'৷ বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাজিলের উপকূলীয় শহর কস্টা ডু সাউইপি-তে বিশ্বকাপের বাছাইপর্ব পেরিয়ে আসা দলগুলোর ভাগ্য নির্ধারণের অনুষ্ঠান শুরু হবে৷ প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে এক ‘নতুন ব্রাজিল'-কে তুলে ধরার প্রস্তুতি নেয়া হয়েছে৷ নতুন বলা হচ্ছে এ কারণে যে, কয়েকমাস আগে কনফেডারেশন্স কাপের সময় টেলিভিশনের কারণে বিশ্ববাসী ব্রাজিলের অন্য রূপ দেখতে পেয়েছে৷ সেসময় ফুটবলের খবর প্রচারের পাশাপাশি চলমানরত দুর্নীতিবিরোধী বিক্ষোভ ও তা দমনে নিরাপত্তা বাহিনীর নেয়া পদক্ষেপের ছবিও স্থান পায় বিশ্ব মিডিয়ায়৷

ফলে ব্রাজিল মানেই যে সাম্বার ছবি এতদিন ভেসে উঠতো সবার মনে, তাতে হয়ত কিছুটা প্রলেপ পড়ে থাকতে পারে৷ এবার সেটা মুছে ফেলে আবারও ব্রাজিলের ইতিবাচক ছবি ফুটিয়ে তুলতে চাইছেন ড্র অনুষ্ঠানের আয়োজকরা৷

তবে...

আয়োজকরা ভালো কাজের প্রস্তুতি নিলেও উপস্থাপক নির্বাচন নিয়ে অভিযোগ উঠেছে৷ ব্রাজিলের গণমাধ্যমে খবর বেরিয়েছে, ফিফা নাকি রং এর কথা বিবেচনা করে দুই আফ্রো-ব্রাজিলিয়ানকে বাদ দিয়ে অন্য দু'জনকে উপস্থাপনার সুযোগ দিয়েছে৷ সাও পাওলোতে এ নিয়ে মামলার পর এখন তদন্ত চলছে৷ ফিফা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে৷

শুক্রবার অনুষ্ঠিত হবে ২০১৪ সালের বিশ্বকাপের ‘ড্র'ছবি: Reuters

বিক্ষোভের ডাক

ড্র অনুষ্ঠানের সময় বিক্ষোভ দেখাতে সবার প্রতি আহ্বান জানিয়েছে ‘অ্যানোনিমাসব্রাজিল' নামের একটি গোষ্ঠী৷ ১১ বিলিয়ন ডলার খরচ করে বিশ্বকাপ আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে তারা৷

জটিল প্রক্রিয়া

ড্র-এর মাধ্যমে ৩২টি দেশকে আটটি গ্রুপে ফেলা হবে৷ একই গ্রুপে যেন এক মহাদেশ থেকে দুটো দল না থাকে সে চেষ্টা করা হবে৷ তবে ইউরোপ থেকে ১৩টি দেশ থাকায় কয়েকটি গ্রুপে দুটো ইউরোপীয় দেশ থেকেই যাবে৷

তারকার মেলা

ড্র অনুষ্ঠানের মঞ্চে সাবেক আট তারকা ফুটবলারকে দেখা যাবে৷ এর মধ্যে থাকছেন বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করা একমাত্র ফুটবলার জিওফ হুর্স্ট৷ থাকবেন ১৯৫০ সালের ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া উরুগুয়ে দলের বেঁচে থাকা একমাত্র ফুটবলার আলসিদেস ঘিগিয়া৷ তাঁর বয়স এখন ৮৬৷

জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ