1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজআর্জেন্টিনা

বিশ্বকাপ দেখতে ছয় মাস আগে কাতারে আর্জেন্টিনার ফ্যান

৩০ অক্টোবর ২০২২

আর্জেন্টিনার ৫৪ বছর বয়সি আইনজীবী মার্সেলো মার্টিনেজ আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপ দেখতে গত ৩ মে কাতারে যান৷ তার আশা এবার মেসির হাতে বিশ্বকাপ উঠবে৷

আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা শুরু
আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা শুরুছবি: Reuters/M. Childs

রয়টার্সকে মার্টিনেজ বলেন,‘‘এখানে দারুণ অনেক কিছু ঘটছে৷এখানে সবাই মেসি ও আর্জেন্টিনাকে পছন্দ করে৷''

এ বছরের শুরুতে ফ্রান্সের পিএসজি ক্লাবের সদস্য হয়ে দুই আর্জেন্টাইন তারকা ডি মারিয়া ও পারাদেস দোহা গিয়েছিলেন৷ তাদের দেখতে হোটেলের সামনে হাজির হয়েছিলেন মার্টিনেজ৷ সেই সময় এক ব্যক্তি তার সম্পর্কে জেনে তাকে তার বাড়িতে দুই মাস থাকতে দিয়েছিল বলে জানান মার্টিনেজ৷ তার কথায়, ‘‘পরে অবশ্য সময়টা তিন মাস হয়ে গিয়েছে৷আমাকে কিছু করতে হয়নি৷ শুধু তিনি (বাড়ির মালিক) আর্জেন্টিনায় গিয়েছিলেন তখন তার পোষা প্রাণীদের দেখে রাখতে হয়েছে৷''

এছাড়া কাতারের কিছু স্থানীয় ক্লাব তাদের খেলা দেখতে তাকে আমন্ত্রণ জানিয়েছে বলে জানান মার্টিনেজ৷ একটি খেলা শেষে সেই দলে খেলা আর্জেন্টিনার ফুটবলার সার্জিও খাবিয়ার ভিটর তাকে তার জার্সিটি উপহার দেন বলেও জানান মার্টিনেজ৷

মার্টিনেজের মতো আর্জেন্টিনার আরও দুই সমর্থক কাতার বিশ্বকাপ দেখতে এপ্রিলের শেষদিকে আর্জেন্টিনা থেকে রওনা হন৷ তবে এখনও কাতার পৌঁছতে পারেননি ৩২ বছর বয়সি প্রকৌশলী ফেডেরিকো গুয়েভারা ও জাস্টিনা আগুইরে সারাভিয়ান্দি৷ তারা প্রথমে বার্সেলোনায় উড়ে যান৷ সেখানে একটি মোটরহোম কিনে কাতারের উদ্দেশ্যে রওয়ানা হন তারা৷

কিন্তু এখন তারা একটি সমস্যায় পড়েছেন৷ ১ নভেম্বরের পর যারা কাতারে নিজস্ব গাড়িনিয়ে যেতে চান তাদের বিশেষ অনুমতি নিতে বলা হয়েছে৷ এজন্য এক লাখ ৩৮ হাজার টাকা দিতে হবে৷

তাদের দাবি, তারা যখন যাত্রা শুরু করেছিলেন তখন এই নিয়ম ছিল না৷ সমস্যার সমাধান পেতে আর্জেন্টিনার দূতাবাস ওফুটবল অ্যাসোসিয়েশনেরসহায়তা চেয়েছেন তারা৷

জেডএইচ/আরকেসি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ