1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাঙালির বিশ্বকাপ উন্মাদনা

আরাফাতুল ইসলাম১৯ জুন ২০১৪

বিশ্বকাপ যে চলছে, সেটা জানতে এখন আর খবরের কাগজ পড়তে হয় না, ঢাকার রাস্তায় হাঁটলেই হয়৷ বাড়ির ছাদে, মানুষের গালে, টি-শার্টে – সর্বত্র শোভা পাচ্ছে বিশ্বকাপের পতাকা৷ চায়ের টেবিলে আলোচনায় থাকছেন নানা দেশের খেলোয়াড়৷

Bangladesch - Fußballfans
ছবি: DW/M. Mamun

লিওনেল মেসি আর্জেন্টিনার খেলোয়াড়৷ তবে তাঁর নিজের দেশের চেয়ে তিনি বেশি জনপ্রিয় বাংলাদেশে! আপনি বিশ্বাস না করলেও ফেসবুক কিন্তু তাই বলছে৷ মেসির পাঁচ কোটি ফেসবুক ভক্তের দশ শতাংশের অবস্থান বাংলাদেশে৷ আর্জেন্টিনাতেও তাঁর এত ফেসবুক ভক্ত নেই৷

শুধু মেসি নয়, রোনাল্ডো কিংবা নেইমারের বাংলাদেশি ভক্তের সংখ্যা অনেক৷ পিছিয়ে নেই জার্মানিও৷ জার্মান ফুটবল দলের এক বাংলাদেশি ভক্ত নিজের জমি বিক্রি করে গড়েছেন তিন কিলোমিটার লম্বা জার্মানির ভক্ত৷ এখন সে পতাকা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ান তিনি৷ উদ্দেশ্য, জার্মান ফুটবল দলের জন্য সমর্থক সংগ্রহ!

বাংলাদেশিদের এরকম ফুটবল পাগলামি নিয়ে আমাদের বিশেষ আয়োজন পাচ্ছেন এখানে৷ ‘স্টোরিফাই' নামক এক অপেক্ষাকৃত নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তৈরি করা হয়েছে এই বিশেষ পাতা৷ বিশ্বকাপ নিয়ে আপনার মতো পাঠকের ভাবনাও জায়গা পাচ্ছে এখানে৷ তাই পড়ুন, দেখুন এবং জানান আপনার মতামত৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ