1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ফুটবলে যাবার প্রস্তুতি জার্মানিতে

২৬ জানুয়ারি ২০১০

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবলের আসর শুরু হতে আর বেশী দেরি নেই৷ ফলে প্রস্তুতি পর্বও জোর কদমে চলছে৷ কিন্তু খেলোয়াড়দের চোটের কারণে দুশ্চিন্তা বাড়ছে৷

কোচ ল্যোভ-এর মনে দুশ্চিন্তা রয়ে গেছেছবি: picture alliance / dpa

বিশ্বকাপে জার্মান জাতীয় ফুটবল দলের জন্য বিভিন্ন প্রার্থী প্রায় স্থির করে ফেলা হয়েছে৷ কিন্তু শুরুতেই কোচ ইওয়াখিম ল্যোভ ধাক্কা খেলেন৷ সিমন রল্ফেস আবার নতুন করে হাঁটুতে চোট পাওয়ায় তিনি কোনমতেই দক্ষিণ আফ্রিকায় খেলতে পারবেন না৷ তাঁকে ঘিরে অনেক আশা ছিল৷ আসলে রল্ফেসের ভাগ্যটাই ইদানিং খারাপ যাচ্ছে৷ একের পর এক চোটের ফলে তিনি ঠিকমতো খেলার সুযোগ পাচ্ছেন না৷

এদিকে টর্স্টেন ফ্রিংস ও টোমাস হিৎসেলসপ্যার্গার আগেই বাদ পড়েছেন৷ এই অবস্থায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচের ১৩৮ দিন আগে মিডফিল্ডে প্রতিরক্ষা বলয় বেশ দুর্বল হয়ে পড়ল৷ শূ্ণ্যস্থান পূরণ করতে কিছু তরুণ খেলোয়াড় বিশ্বকাপ দলে স্থান পেতে পারেন বলে মনে হচ্ছে – যেমন একুশ অনূর্ধ্ব দলের সামি কেদিরা৷ দলে আবার সামিল হতে পারেন বাস্টিয়ান শোয়াইনস্টাইগার৷ যাই হোক, টিম চূড়ান্ত হওয়ার পর ছবি ও ভিডিওর জন্য স্পনসরদের সঙ্গে তাদের দু'দিন কাটাতে হবে৷ তারপর শুরু হবে অনুশীলন ও শারীরিক পরীক্ষা৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আবদুস সাত্তার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ