1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তৈরি মার্কিন দল

২ জুন ২০১২

মার্কিন ফুটবলারদের আবারও হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার স্বপ্ন দেখাচ্ছেন জার্মান তারকা ফুটবলার ও কোচ ইয়ুরগেন ক্লিন্সমান৷ ফুটবল জগতে দাপটের সাথে বিচরণকারী বিশ্বের অন্যান্য দেশের পাশে অ্যামেরিকাকেও টেনে তোলার চেষ্টা তাঁর৷

ছবি: AP

সেই যে ১৯৫০ সালের ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছিল অ্যামেরিকা, তার পর থেকে এমন সুখের খবর আর জোটেনি মার্কিন ফুটবল প্রেমীদের জন্য৷ এমনকি সেই জয়ের পর থেকে ১৯৯০ সালে পর্যন্ত সময়ের মধ্যে আর ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত আসরে খেলারও যোগ্যতা অর্জন করতে পারেনি অ্যামেরিকা৷ তবে শেষ পর্যন্ত গত ছয়টি ফুটবল বিশ্বকাপ আসরে আবারও খেলার যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে তারা৷

এক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন বব গ্যান্সল্যার, বোরা মিলুতিনোভিচ, স্টিভ স্যাম্পসন, ব্রুস অ্যারেনা এবং বব ব্র্যাডলির মতো তারকারা৷ ফলে ২০০২ সালে কোয়ার্টার ফাইনালে এবং ১৯৯৪ ও ২০১০ সালে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত ওঠে মার্কিন ফুটবল দল৷ তবুও গত বছরের কনকাকাফ গোল্ড কাপ আসরের ফাইনালে গিয়ে মেক্সিকোর কাছে ৪-২ গোলে হেরে যায় যুক্তরাষ্ট্র৷ এমনকি দুই গোলের লিড থাকা সত্ত্বেও তা কাজে লাগাতে পারেনি অ্যামেরিকা৷ ফলে তারা যে নিজেদের অঞ্চলেও এখন সেরা হওয়ার যোগ্যতা রাখে না তা আবারও প্রমাণিত হয়৷

ইয়ুরগেন ক্লিন্সমানছবি: AP

এ অবস্থায় ফুটবল মাঠের লড়াইয়ে অ্যামেরিকাকে আবারও শক্তিশালী করে তুলতে বিশ্বকাপ ও ইউরোপীয় আসরে সেরা তারকা ক্লিন্সমানকে নিয়ে আসা হয়৷ ৪৭ বছর বয়সি ক্লিন্সম্যানও বেশ চেষ্টা করে যাচ্ছেন মার্কিন ফুটবলারদের মনোবল চাঙ্গা করতে৷ মার্কিন ফুটবলারদের জন্য তাঁর মন্ত্র হলো, বেশি করে অনুশীলণ করো, ছুটি কাটাও কম৷ দেহে পুষ্টি বাড়াও আর প্রতিপক্ষ দলের প্রতি শ্রদ্ধা কমাও৷

ক্লিন্সমান দায়িত্ব গ্রহণের পর প্রথম পর্যায়ে একটি জয় এবং চারটি ড্র পেয়েছে মার্কিনিরা৷ হেরেছে মাত্র একটি খেলায়৷ তবে এরপরই টানা পাঁচটি খেলায় জয় ছিনিয়ে আনে ক্লিন্সমানের ছেলেরা৷ এমনকি চারবারের বিশ্বসেরা ইটালির নিজের মাঠে প্রথমবারের মতো ইটালিকে হারায় অ্যামেরিকা৷ তাই মার্কিন ফুটবলারদের নিয়ে আবারও স্বপ্ন দেখতে শুরু করেছেন ভক্তরা৷

আগামী সপ্তাহান্তেই রয়েছে ক্যানাডার বিরুদ্ধে প্রীতি ম্যাচ৷ আর এরপর ফ্লোরিডার ট্যাম্প্যায় ৮ই জুন ফুটবল বিশ্বকাপ ২০১৪ আসরের জন্য বাছাই পর্বের খেলায় তাদের লড়তে হবে অ্যান্টিগুয়া এবং বারবুদার বিরুদ্ধে৷ ফলে এখন ফুটবল বিশ্বের চোখ আসন্ন লড়াইগুলোতে ক্লিন্সমানের হাতে গড়া ছেলেদের সাফল্যের দিকেই৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই (এপি)

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ