1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ: বুধবারের তিনটি প্লে-অফই হবে রূদ্ধশ্বাস

১৬ নভেম্বর ২০০৯

সুদানে আলজিরিয়া আর মিশরের খেলা হবে ইতিহাস, ভুগোল এবং ফুটবলের সংমিশ্রণ৷ প্যারিসে খেলবে আয়ারল্যান্ড৷ পোর্তুগালকে যেতে হবে বসনিয়া-হেরৎসেগোভিনার জেনিকায়৷ পুরষ্কারটা কিন্তু বিশ্বকাপের টিকিট৷

টিভিতে রবিবারের খেলা দেখে মিশরীয় শ্রমিকদের উল্লাস - জর্ডানে!ছবি: AP

রবিবার আলজিরিয়া এবং মিশরের ফুটবল দল যখন খার্তুমে পৌঁছল, তখন ভিড় দেখলে বোঝা শক্ত যে এটা সুদান - আলজিরিয়া কিংবা মিশর নয়৷ সুদানে হাজার হাজার মিশরীয় কাজ করে৷ ওদিকে সুদান যখন মিশরে চাড’কে খেলতে যায়, তখন মিশরীয়রা চাডকেই সমর্থন করেছিল৷ তাই সুদানিরা এবার প্রতিশোধ নিচ্ছে আলজিরিয়ার পতাকা উড়িয়ে৷ বুধবার যে দল জিতবে, তারা পাবে আফ্রিকা থেকে বিশ্বকাপে যাবার শেষ বার্থটি৷ কম কথা নয়৷

আয়ারল্যান্ড শনিবার ডাবলিনে ফ্রান্সের কাছে হারে ১-০ গোলে৷ প্রথমার্ধে ভালোই খেলছিল, দ্বিতীয়ার্ধে দম ফুরিয়ে যায়৷ আয়ারল্যান্ডকে চুনোপুঁটি ভাবা যেতে পারে, কিন্তু তারা তিনবার বিশ্বকাপে গেছে৷ এবারকার গ্রুপের খেলাগুলোয় তারা একবারও হারেনি, কিন্তু ড্র করেছে ছ’বার৷ দলের ইটালিয় কোচ জোভান্নি ট্রাপাটোনি আবার সেলটিক গ্লাসগো’র এইডেন ম্যাকগিডি’কে এবারেও বসিয়ে রাখছেন, আর সান্ডারল্যান্ডের এ্যান্ডি রীডকে তো দলেই নেননি৷ কাজেই বুধবার প্যারিসে হারলে তাঁকে জবাবদিহি করতে হবে৷

বসনিয়া শনিবার রোনাল্ডো বিহীন পোর্তুগালের কাছে হারে ১-০ গোলে৷ তবুও কোচ মিরোস্লাভ ব্লাজেভিচ বুধবার জেনিকায় জেতার আশা রাখেন৷ বলছেন যে, বসনিয়া এবার পোর্তুগালের বিরুদ্ধে নতুন স্ট্র্যাটেজি ব্যবহার করবে, আরো ঝুঁকি নিয়ে খেলবে৷ ওদিকে দলের তিন তিনটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাসপেন্ডেড: এমির স্পাহিচ, এলভির রাহিমিচ এবং সামির মুরাটোভিচ৷ কোচ এবং টপ ফরোয়ার্ড এডিন জেকো দু’জনেই বলছেন, ভাগ্য প্রসন্ন হওয়া চাই৷ তাহলেই বসনিয়া স্বাধীন দেশ হিসেবে এই প্রথম একটি বড় প্রতিযোগিতায় যেতে পারবে৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী, সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ