1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা শনিবার

৮ জানুয়ারি ২০১০

২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ঢাকা থেকে৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে বিশ্বকাপ যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে৷

২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের যাত্রা শুরু ঢাকায়ছবি: AP

ঐ দিনই বিশ্বকাপ কেন্দ্রীয় আয়োজক কমিটির সভা হবে ঢাকার শেরাটন হোটেলে৷ উন্মোচন হবে ট্রফি৷ আর সেই সভায় যোগ দিতে শুক্রবার ঢাকায় আসছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি-র প্রধান নির্বাহী হারুন লরগাত৷ উপস্থিত থাকার কথা বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান ও আইসিসি-র সহ-সভাপতি শারদ পাওয়ার-এরও৷

২০১১-এর শুরুতেই যেহেতু বিশ্বকাপ, তাই এ বছর বাংলাদেশ যেভাবেই খেলুক না কেন - সেটাই হবে বিশ্বকাপের প্রস্তুতি৷ হালের তিন জাতি সিরিজের পর আছে নিউজিল্যান্ড সফর আর তারপর ইংল্যান্ডের সঙ্গে খেলা৷ তবে হ্যাঁ, ক্রিকেটের বিশ্বকাপ কিন্তু এ বছরও একটা আছে৷ সেটা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ এরপর জুলাই-অগাস্ট মাসে, বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া আর পাকিস্তানের সঙ্গে৷ এখানেই শেষ নয়৷ অক্টোবরে নিউজিল্যান্ডের আসার কথা বাংলাদেশে, ডিসেম্বরে জিম্বাবোয়ের৷ এছাড়া, ‘এশিয়া কাপ'-ও হওয়ার কথা এ বছর৷

বলাই বাহুল্য, বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা ফেলে আসা বছরটা৷ সাফল্য ভরা একটা স্বপ্নের বছর ছিল ২০০৯৷ তাই এবার, সেটাকেই ধরে রাখতে হবে বাংলাদেশের৷ তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে শুক্রবারের হারের কাছে মাথা নীচু করলে হবে না৷ মনে রাখতে হবে, ভারত সহ যে কোন দলের বিরুদ্ধেই কিন্তু এখন বাংলাদেশ একটা বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে সক্ষম !

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ