1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের পর স্পেনের ভবিষ্যত

২৩ জুন ২০১৪

বিশ্বখ্যাত ব্যান্ড ‘দ্য বিটলস’-এর প্রতিষ্ঠাতা জন লেননের যাঁরা ভক্ত, তাঁদের নিশ্চয় ‘গড’ গানটার কথা মনে আছে৷ প্রায় ৪০ বছর আগের সেই গানের কথাগুলোই এখন নিশ্চয় কানে বাজছে স্পেনের কোচ ও খেলোয়াড়দের৷

UEFA EURO 2012 Viertelfinale Spanien vs Frankreich
ফাইল ফটোছবি: Getty Images

বিশ্বের সংগীত ইতিহাসের অন্যতম সেরা সেই ব্যান্ড ভেঙে যাওয়ার পর লেনন গেয়েছিলেন তাঁর অমর সেই গান – গড৷ গানের একটা কথা ছিল এরকম – ‘‘দ্য ড্রিম ইজ ওভার, হোয়াট আই ক্যান সে? দ্য ড্রিম ইজ ওভার, ইয়েসটারডে৷''

২০১০ সালের বিশ্বকাপ আর ২০০৮ এবং ২০১২ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছে স্পেনের যে ফুটবলাররা তাঁরা এবার প্রথম পর্ব থেকেই বিদায়৷ সুতরাং বিটলস ভেঙে যাওয়ার সঙ্গে সংগীতপ্রেমীদের স্বপ্ন ভাঙার যে সম্পর্ক, তার সঙ্গে, স্পেনের বিদায় ও ফুটবলপ্রেমীদের স্বপ্ন ভাঙাকে তো এক করাই যায়৷ তাই না?

তবে ফুটবল ভক্তরা বোধ হয় একটু আশান্বিত হতে পারেন এটা জেনে যে, স্পেনে বেড়ে উঠছে একদল তরুণ ফুটবলার যাঁরা আবারও স্পেনকে হয়ত অনেক উঁচুতে নিয়ে যেতে পারবেন৷ যেমন গোলরক্ষক হিসাবে ইকার কাসিয়াসের স্থান নিতে তৈরি ডাভিড ডে খেয়া৷ এছাড়া সাবির মতো খেলা সামর্থ্য আছে কোকে কিংবা টিয়াগো আলকানতারার৷

এদিকে, স্ট্রাইকার হিসেবে ২৫ বছর বয়সি দিয়েগো কস্তা বিশ্বকাপে কিছু করে দেখাতে না পারলেও ভবিষ্যতে যে তাঁর জ্বলে ওঠার সামর্থ্য আছে সেটা মনে করছেন অনেকেই৷ এছাড়া কস্তার মতো মানেরই আরও দু'জন হলেন ফার্নান্ডো লোরেন্তো এবং আলভারো নেগ্রেডো৷ রয়েছেন আলভারো মোরাতা ও খেসের মতো ফুটবলারও৷ মিডফিল্ডে প্রয়োজনে ফুঁসে ওঠার ক্ষমতা রাখেন সার্জিও বুস্কেটস, আর ফরোয়ার্ডে হুয়ান মাতা ও পেদ্রো৷

এতসব তরুণ খেলোয়াড়দের সঙ্গে ভবিষ্যতে কোচ ভিসেন্তে দেল বস্কে থাকবেন কিনা, সেটা এখনো পরিষ্কার নয়৷ বস্কে নিজেও এখনো সেটা ভেবে দেখেননি৷ তবে স্পেনের শীর্ষ ক্রীড়া দৈনিক ‘মার্কা' মনে করছে বস্কে হয়ত থেকেই যাবেন৷ সেক্ষেত্রে তাঁর পরবর্তী লক্ষ্য হবে ২০১৬ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ, যার বাছাই পর্ব শুরু হবে সেপ্টেম্বরে৷ সেখানে স্পেনের প্রথম প্রতিপক্ষ মেসিডোনিয়া৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ