1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিশ্বকাপ সমালোচনায় দ্বিমুখী নীতি নিয়েছে জার্মানি’

৭ নভেম্বর ২০২২

বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের মানবাধিকার রেকর্ডের জার্মান সমালোচনার মধ্যে ‘দ্বিমুখী নীতি’ দেখছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি৷ সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকার একথা বলেন তিনি৷

কাতারের সমালোচনা করায় জার্মানিকে একহাত নিলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী৷
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি (ফাইল ফটো)ছবি: Imago Images/photothek/F. Gaertner

অভিবাসী কর্মীদের প্রতি কাতারের আচরণের তীব্র সমালোচনা দীর্ঘদিন ধরেই করছে মানবাধিকার সংগঠনগুলো৷ দেশটির জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশই অভিবাসী কর্মী ও বিদেশি৷

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় গতমাসে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসারের এক বক্তব্যকে কেন্দ্র করে দেশটিতে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূতকে তলব করে৷ ফেসার বলেছিলেন যে, একটি দেশ বিশ্বকাপ আয়োজনের উপযুক্ত কিনা তা যাচাইয়ের ক্ষেত্রে দেশটির মানবাধিকার রেকর্ডও বিবেচনায় রাখা উচিত৷ 

জার্মানির ফ্রাঙ্কফুর্ট আলগেমাইনে সাইটুং পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি বলেন, ‘‘একদিকে জার্মানির জনগণকে সরকারি রাজনীতিবিদরা ভুল তথ্য দিচ্ছেন, অন্যদিকে জ্বালানি সহযোগিতা বা বিনিয়োগের বিষয়ে আমাদের সঙ্গে জার্মান সরকারের কোনো সমস্যা নেই৷''

‘‘আমরা এই দ্বিমুখী নীতি দেখে বিরক্ত,'' যোগ করেন তিনি৷ আল-থানি মনে করেন, কাতার বিশ্বকাপ আয়োজনের জন্য মনোনীত হওয়ার পর থেকে ১২ বছর ধরে এর বিরুদ্ধে সুসংবদ্ধ প্রচারণার শিকার হচ্ছে৷

কাতারের এই মন্ত্রী বলেন, ‘‘আইরনি হচ্ছে ইউরোপের যেসব দেশ নিজেদের মুক্ত গণতন্ত্রী মনে করে তারা এই ইস্যুতে বেশি সোচ্চার৷ এটা অত্যন্ত অহংকারী, স্পষ্ট এবং খুব বর্ণবাদী শোনায়৷''

সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতের শর্তে ফেসারের বিশ্বকাপে অংশ নেয়ার বিষয়টিকে ‘বাহুল্যপূর্ণ' আখ্যা দিয়ে আল-থানি বলেন, ‘‘জার্মান রাজনীতিবিদদের উচিত নিজের দেশের সীমান্তের মধ্যে সংগঠিত ‘হেট ক্রাইমের' দিকে আরো মনোযোগী হওয়া৷''

এআই/জেডএইচ (রয়টার্স)

কাতারের দোহার সুক ওয়াকিফ বাজার

01:22

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ