1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ স্টেডিয়ামের সামনে আবারো বিক্ষোভ

১৯ অক্টোবর ২০০৯

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় দুই হাজার দশ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সময় যেসব স্টেডিয়ামে বিভিন্ন খেলা অনুষ্ঠিত হবে সেগুলোর একটির বাইরে সোমবার আবারো বিক্ষোভ অনুষ্ঠিত হলে আট ব্যক্তিকে গ্রেফতার করা হয়৷

ছবি: picture-alliance/dpa

পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে রাবার বুলেট ব্যবহার করে৷

পুলিশের একজন মুখপাত্র দক্ষিণ আফ্রিকান প্রেস এ্যাসোসিয়াশন-সাপাকে বলেন, আনুমানিক দুশ প্রতিবাদকারী রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং সকালে স্টেডিয়ামে প্রবেশে শ্রমিকদের বাধা প্রদান করে৷ এমম্বেলা স্টেডিয়ামের বাইরে গত চার দিনের মধ্যে দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটলো৷

একটি নতুন স্কুল নির্মাণে সরকারের প্রতিশ্রুতি রক্ষার দাবিতে তাঁরা বিক্ষোভ দেখায়৷ কারণ স্টেডিয়ামে প্রবেশের জন্য তাদের কমিউনিটির জায়গা দখল করা হয়৷

গত সপ্তাহে বিক্ষোভ ও দাঙ্গার পর ৩০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয় এবং বেশ কিছু পুলিশ কর্মকর্তা ও প্রতিবাদকারী আহত হয় বলে জানা গেছে৷

বিক্ষোভকারীরা বলেছে, তারা স্টেডিয়ামের নির্মাণ কাজে বাধা সৃষ্টি করতে চায় না৷ কারণ বিশ্বকাপের জন্য ৩০ হাজার আসন-বিশিষ্ট স্টেডিয়ামের নির্মাণ কাজ প্রায় শেষ হওয়ার পথে৷

প্রতিবেদক: আবদুস সাত্তার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ