ফুটবল স্টেডিয়ামে কত কী যে ঘটে! সে সব সামলানো মোটেই সহজ কাজ নয়৷ এবারের বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়৷ এই যেমন টিকিট৷ সবার কপালে তো স্টেডিয়ামে বসে ম্যাচ দেখার সুযোগ লেখা নেই৷ তবে কিছু বিশেষ ধরনের মানুষের জন্য রয়েছে ছাড়৷ যেমন রয়েছে শারীরিক প্রতিবন্ধীদের জন্য আলাদা জাগয়া৷ ব্রাজিল ও মেক্সিকোর মধ্যে ম্যাচের সময় এমন জায়গায় দেখা গেছে এক মহিলা দর্শককে৷ তাঁর ঠিক পিছনেই হুইলচেয়ার৷ ‘ও গ্লোবো' সংবাদপত্রে তাঁর ছবি প্রকাশিত হয়েছে৷ তাতে দেখা যাচ্ছে, তিনি দিব্যি দাঁড়িয়ে রয়েছেন৷ এখন বোঝা যাচ্ছে না যে, তিনি নিজের হুইলচেয়ার ছেড়ে আচমকা উঠে দাঁড়িয়েছিলেন, নাকি হুইলচেয়ারের প্রয়োজন হলেও তিনি মাঝে মধ্যে ওঠার ক্ষমতা রাখেন৷
পুরো বিশ্ব এখন বিশ্বকাপে বুঁদ৷ খেলোয়াড়দের মাঠের লড়াই কেবল গ্যালারিকেই রঙিন করছে না, হাজার মাইল দূরে বড় পর্দার সামনেও চলছে সমর্থকদের কান্না হাসির খেলা৷
ছবি: picture-alliance/APদেশের মাটিতে বিশ্বকাপ, গ্যালরিতে ব্রাজিলীয় এই তরুণীর সর্বাঙ্গে তাই জাতীয় পতাকার রঙ৷ প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল৷
ছবি: picture-alliance/dpaনিজের দেশের প্রথম ম্যাচ দেখতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল উড়ে গিয়েছিলেন ব্রাজিলে৷ পর্তুগালের বিপক্ষে মাঠে নেমে জার্মান ছেলেরা তাঁকে উপহার দিয়েছে ৪-০ গোলের জয়৷
ছবি: Fabrice Coffrini/AFP/Getty Imagesআর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন কাঁধে নিয়ে বলের পিছে লিওনেল মেসি৷ আর ভক্তরা তাঁকে রেখেছে মাথায় করে৷ বসনিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে গোল করে ভক্তদের মন রেখেছেন তিনি৷
ছবি: Getty Imagesসেরার মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়ে ব্রাজিলে গেছে স্পেন৷ কিন্তু প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫ গোল খাওয়ার পর মাদ্রিদে জায়ান্ট স্ক্রিনের সামনে খেলা দেখতে বসা এই স্প্যানিশ সমর্থকদের চোখেমুখে কেবলই হতাশা৷
ছবি: Dani Pozo/AFP/Getty Imagesবিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে লজ্জায় ডুবিয়ে বিশ্বকাপ অভিযাত্রা শুরু করেছে নেদারল্যান্ডস৷ কেবল স্টেডিয়াম নয়, রিওর কোপাকাবানা সৈকতও সেই জয়ের আনন্দে হয়ে উঠেছে কমলা৷
ছবি: Reutersশেষ পর্যন্ত ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েই শুরু হয়েছে ইটালির বিশ্বকাপ অভিযাত্রা৷ তবে বিশ্বকাপ বলে কথা! ইটালির এই সমর্থকের মুখে পতাকার রঙের প্রলেপ সেই টেনশন চাপা দিতে পারেনি৷
ছবি: picture-alliance/dpaদক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের দুঃস্বপ্ন পেছনে ফেলে ব্রাজিলের মাটিতে প্রথম ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স৷ খেলোয়াড়দের উৎসাহ যোগাতে এই ফরাসি সমর্থক মাঠে এসেছিলেন ভাইকিং সাজে৷
ছবি: Getty Imagesবড় পর্দায় বিশ্বকাপ চলছে টোকিও ডোমের সামনেও৷ তবে আইভরি কোস্টের বিপক্ষে প্রথম ম্যাচে সমর্থকদের জয় উপহার দিতে পারেনি জাপানি খেলোয়াড়রা৷
ছবি: Getty Imagesক্যামেরুনের বিপক্ষে নিজের দেশের প্রথম ম্যাচ দেখতে পুরো স্বদেশকে যেন সঙ্গে করে নিয়ে এসেছিলেন এই মেক্সিকান সমর্থক৷ শেষ পর্যন্ত জয় নিয়েই গ্যালারি ছেড়েছেন তিনি৷
ছবি: Reutersগত ১২ জুন আরেনা দে সাও পাওলোতে বিশ্বকাপের উদ্বোধনে জাঁকজমকের কমতি ছিল না৷ তবে আমেরিকান ব়্যাপার পিটবুল ও জেনিফার লোপেজের কণ্ঠে বিশ্বকাপের গান ‘ওলে ওলা’ সাম্বার দেশের দর্শকদের মন ভরাতে পারেনি৷
ছবি: Getty Imagesশেষ হাসি কে হাসবে তা দেখতে পার করতে হবে টান টান উত্তেজনার একটি মাস৷ তবে গ্রিসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে জয়ের দিনে গ্যালারিতে দাঁড়িয়ে বিশ্বকাপের রেপ্লিকায় চুমু খেয়ে নিচ্ছেন কলাম্বিয়ার এই সমর্থক৷
ছবি: picture-alliance/AP তবে এক্ষেত্রে প্রতরাণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ মানে সন্দেহ করা হচ্ছে যে, সেই নারী প্রতিবন্ধী সেজে হুইলচেয়ারে বসে স্টেডিয়ামে ঢুকেছিলেন বটে, তবে খেলার উত্তেজনাপূর্ণ মুহূর্তে অভিনয়ের কথা ভুলে উঠে দাঁড়িয়েছিলেন৷
ফিফা বিষয়টি নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করেছে ও স্টেডিয়ামের বিশেষ জায়গার অপব্যবহার সম্পর্কে ফুটবল ফ্যানদের সতর্কও করে দিয়েছে৷ ফিফার মার্কেটিং প্রধান টিয়েরি ভাইল বলেন, কেউ হুইলচেয়ারে করে স্টেডিয়ামে এসে উঠে দাঁড়িয়ে উল্লাস করতে শুরু করলে সেটা ‘মিরাকল' বা অলৌকিক ঘটনা কিনা, তা বলা কঠিন৷ তিনি আরও মনে করিয়ে দেন, প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট টিকিট কিনতে হলে প্রয়োজনীয় সার্টিফিকেট পেশ করতে হয়৷ প্রমাণ দিতে না পারলে টিকিট বাতিল করা হবে৷
ফ্যানদের সামলাতে ফিফাকে আরও ঝক্কি পোয়াতে হচ্ছে৷ যেমন বুধবার স্পেনের বিরুদ্ধে ম্যাচে চিলির প্রায় ৮০ জন সমর্থক যেভাবে বিনা-টিকিটে রিও-র মারাকানা স্টেডিয়ামে ঢুকে পড়েছিলেন, তা নিয়ে অস্বস্তি রয়েছে৷ যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের ৭২ ঘণ্টার মধ্যে ব্রাজিল ছেড়ে চলে যাবার নির্দেশ দেওয়া হয়েছে৷ এবার স্টেডিয়ামে নিরাপত্তা বাড়ানো হচ্ছে, যদিও তার খুঁটিনাটি নিয়ে মুখ খুলছেন না কর্মকর্তারা৷
এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)