1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্টেডিয়ামে দর্শকদের কাণ্ড!

২২ জুন ২০১৪

স্টেডিয়ামে প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত এলাকায় হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর মতো ‘অলৌকিক’ কাণ্ড দেখা যাচ্ছে৷ বিনা টিকিটে স্টেডিয়ামে ঢুকে পড়ছে দর্শক৷ ফিফা ও বিশ্বকাপ উদ্যোক্তারা এই সব অঘটন সামলাতে ব্যস্ত৷

Bildergalerie WM-Fans
মেক্সিকোর এক ফুটবল ভক্তের কাণ্ড (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa

ফুটবল স্টেডিয়ামে কত কী যে ঘটে! সে সব সামলানো মোটেই সহজ কাজ নয়৷ এবারের বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়৷ এই যেমন টিকিট৷ সবার কপালে তো স্টেডিয়ামে বসে ম্যাচ দেখার সুযোগ লেখা নেই৷ তবে কিছু বিশেষ ধরনের মানুষের জন্য রয়েছে ছাড়৷ যেমন রয়েছে শারীরিক প্রতিবন্ধীদের জন্য আলাদা জাগয়া৷ ব্রাজিল ও মেক্সিকোর মধ্যে ম্যাচের সময় এমন জায়গায় দেখা গেছে এক মহিলা দর্শককে৷ তাঁর ঠিক পিছনেই হুইলচেয়ার৷ ‘ও গ্লোবো' সংবাদপত্রে তাঁর ছবি প্রকাশিত হয়েছে৷ তাতে দেখা যাচ্ছে, তিনি দিব্যি দাঁড়িয়ে রয়েছেন৷ এখন বোঝা যাচ্ছে না যে, তিনি নিজের হুইলচেয়ার ছেড়ে আচমকা উঠে দাঁড়িয়েছিলেন, নাকি হুইলচেয়ারের প্রয়োজন হলেও তিনি মাঝে মধ্যে ওঠার ক্ষমতা রাখেন৷

তবে এক্ষেত্রে প্রতরাণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ মানে সন্দেহ করা হচ্ছে যে, সেই নারী প্রতিবন্ধী সেজে হুইলচেয়ারে বসে স্টেডিয়ামে ঢুকেছিলেন বটে, তবে খেলার উত্তেজনাপূর্ণ মুহূর্তে অভিনয়ের কথা ভুলে উঠে দাঁড়িয়েছিলেন৷

ফিফা বিষয়টি নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করেছে ও স্টেডিয়ামের বিশেষ জায়গার অপব্যবহার সম্পর্কে ফুটবল ফ্যানদের সতর্কও করে দিয়েছে৷ ফিফার মার্কেটিং প্রধান টিয়েরি ভাইল বলেন, কেউ হুইলচেয়ারে করে স্টেডিয়ামে এসে উঠে দাঁড়িয়ে উল্লাস করতে শুরু করলে সেটা ‘মিরাকল' বা অলৌকিক ঘটনা কিনা, তা বলা কঠিন৷ তিনি আরও মনে করিয়ে দেন, প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট টিকিট কিনতে হলে প্রয়োজনীয় সার্টিফিকেট পেশ করতে হয়৷ প্রমাণ দিতে না পারলে টিকিট বাতিল করা হবে৷

ফ্যানদের সামলাতে ফিফাকে আরও ঝক্কি পোয়াতে হচ্ছে৷ যেমন বুধবার স্পেনের বিরুদ্ধে ম্যাচে চিলির প্রায় ৮০ জন সমর্থক যেভাবে বিনা-টিকিটে রিও-র মারাকানা স্টেডিয়ামে ঢুকে পড়েছিলেন, তা নিয়ে অস্বস্তি রয়েছে৷ যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের ৭২ ঘণ্টার মধ্যে ব্রাজিল ছেড়ে চলে যাবার নির্দেশ দেওয়া হয়েছে৷ এবার স্টেডিয়ামে নিরাপত্তা বাড়ানো হচ্ছে, যদিও তার খুঁটিনাটি নিয়ে মুখ খুলছেন না কর্মকর্তারা৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ