1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ২০১০: নিশ্চিত নিরাপত্তায় নানা আয়োজন

সাগর সরওয়ার২৪ নভেম্বর ২০০৮

দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের আসর বসছে, তা তো সকলেরই জানা৷ বিশ্বকাপ আয়োজনের সব বিষয় খুঁটিয়ে দেখতেই জোহানেসবার্গে শুরু হয়েছে গ্লোবাল ফুটবল কনভেনশন৷

বিশ্বকাপ ২০১০ এর জন্য প্রস্তুত হচ্ছে দক্ষিণ আফ্রিকাছবি: AP

সেখানে কেবল যে বিশ্বকাপ ফুটবল আয়োজনের বিষয়গুলো নিয়েই আলোচনা হচ্ছে তাই নয়, আলোচনায় স্থান পেয়েছে কি করে ফুটবল খেলার মান বৃদ্ধি করা যায়, উন্নত করা যায় ক্রীড়া শৈলী ইত্যাদি বিষয়৷ চলছে চুলচেরা বিশ্লেষণ৷ সোমবার শুরু হওয়া এই কনভেনশন চলবে বুধবার৷

আগামী বিশ্বকাপ ফুটবল আসরের নিরাপত্তার বিষয়টি কিভাবে নিশ্চিত করা যাবে এটাই সকলের মূল আলোচ্য বিষয়৷ এই আলোচনার সূত্র ধরেই দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ ফুটবলের এই আয়োজনের সময় তাদের পুলিশ অফিসারের সংখ্যা বেড়ে যাবে৷ বর্তমানে সেখানে পুলিশ অফিসারের সংখ্যা ৫৫ হাজার৷ আর ঐ সময়ে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে ১ লাখ ৯০ হাজারে৷ নতুন নিয়োগের সকল কার্যক্রম শুরুও হয়ে গেছে৷ ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন ৪৪ হাজার পুলিশ, এদের মধ্যে মহিলা পুলিশও রয়েছেন৷ নতুন পুরানো সকল পুলিশ সদস্যকে দেয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ৷ এর পাশাপাশি চলছে নিরাপত্তা বলয় তৈরির নানা আয়োজন৷ বসানো হচ্ছে বিশেষ ধরনের ক্যামেরা৷ থাকবে হেলিকপ্টার এবং বিমান থেকে নজরদারির ব্যবস্থা৷ নিরাপত্তা কার্যক্রমে খরচ হচ্ছে ১০০ মিলিয়ন ইউরো৷

বিশ্বকাপের আয়োজনে দক্ষিণ আফ্রিকা সরকার স্টেডিয়ামগুলোর সংস্কার এবং নতুন স্টেডিয়াম তৈরির জন্য অতিরিক্ত প্রায় ১০৫ মিলিয়ন ইউরো অর্থ দেয়ার ঘোষণা দিয়েছে৷ সব কিছুর দাম বেড়ে যাবার কারণেই এই অতিরিক্ত বরাদ্দ!

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ