তিন মিনিটের মাথায় এ বারের বিশ্বকাপের প্রথম গোলটি হয়েছিল এমনটাই ভেবেছিলেন দর্শকরা৷ মাঝমাঠ থেকে সোজাসুজি ফ্রি কিক৷ এনের ভালেন্সিয়ার হেডে তিন মিনিটেই বল কাতারের জালে গড়ায়৷ এবারের বিশ্বকাপের প্রথম গোল ভেবে উদযাপনে মেতে ওঠেন ইকুয়েডরের খেলোয়াড়েরা৷ উল্লাসে মাতেন তাদের সমর্থকেরা৷ কিন্তু মিনিট খানেকের মধ্যেই অধিনায়কের গোলটি অফসাইড জানিয়ে দেয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি৷
বিশ্বকাপ জেতার সম্ভাবনা কার, কতখানি?
খেলাধুলার তথ্য বিশ্লেষণকারী সংস্থা স্ট্যাটস পারফর্ম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিশ্বকাপে কোন দলের জেতার সম্ভাবনা কতখানি তা জানিয়েছে৷ ভবিষ্যদ্বাণী করতে বাজির দর ও দলগুলোর অতীত ও বর্তমান পারফরম্যান্স বিবেচনায় নিয়েছে৷
এটি খেলাধুলার তথ্য বিশ্লেষণকারী একটি সংস্থা৷ স্প্যানিশ ফুটবল লিগ লা লিগা, প্রচারমাধ্যম ইএসপিএন, সংবাদ সংস্থা রয়টার্সসহ শীর্ষস্থানীয় কয়েকটি গণমাধ্যম খেলার পরিসংখ্যান ও বিশ্লেষণ তুলে ধরতে স্ট্যাটস পারফর্মের তথ্য ব্যবহার করে৷
বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কয়েকটি বেটিং কোম্পানির বাজির দর ও স্ট্যাটস পারফর্মের নিজস্ব টিম ব়্যাংকিংয়ের তথ্য বিশ্লেষণ করে কাতার বিশ্বকাপ জেতার সম্ভাবনা কার কতখানি, তা জানার চেষ্টা করা হয়েছে৷ এছাড়া প্রতি ম্যাচের সম্ভাব্য ফলাফল বিবেচনা করে কে, কোন স্থান অর্জন করে নকআউট পর্যায়ে যেতে পারে এবং সেখানে কে, কার বিরুদ্ধে খেলতে পারে সেই সব বিবেচনা নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়েছে৷
পাঁচবারের (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২) বিশ্ব সেরা ব্রাজিল এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিততে যাচ্ছে বলে স্ট্যাটস পারফর্মের ভবিষ্যদ্বাণী বলছে৷ ফিফা ব়্যাংকিংয়েও এক নম্বরে আছে নেইমাররা৷ স্ট্যাটস পারফর্ম বলছে, সেলেসাওদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ১৫.৮ শতাংশ৷
ছবি: Isabella Bonotto/AFP
এরপরেই আছে আর্জেন্টিনা
আর্জেন্টিনার সমর্থক ছাড়াও এবার আরও অনেকে ফুটবলের বিস্ময় মেসির হাতে শিরোপা দেখতে চাইছেন৷ ভবিষ্যদ্বাণী বলছে তাদের সেই সম্ভাবনা ১২.৬ শতাংশ, সে হিসেবে বিশ্বকাপ জেতার সম্ভাবনার তালিকায় ব্রাজিলের পরেই আছে দুবারের (১৯৭৮ ও ১৯৮৬) জয়ী আর্জেন্টিনা৷ ফিফা ব়্যাংকিংয়ে দলটি আছে তিন নম্বরে৷ এছাড়া টানা ৩৬ ম্যাচ অপরাজিত আছে আলবিসেলেস্তেরা৷
ছবি: Odd Andersen/AFP
তিনে ফ্রান্স
বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সে এবারও তারকার অভাব নেই৷ এমবাপ্পে ছাড়াও আছেন সদ্য ব্যালন ডি আর জয়ী বেনজেমা৷ লিওনেল মেসিও ফ্রান্সকে বিশ্বকাপের ফেভারিট বলেছেন৷ তবে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্লেষণ জানাচ্ছে, ফিফা ব়্যাংকিংয়ে চার নম্বরে থাকা ফ্রান্সের বিশ্বকাপ জেতার সম্ভাবনা ১২.২ শতাংশ৷ ১৯৯৮ সালেও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স৷
ছবি: Bertrand Guay/AFP
স্পেন চারে
২০১০ সালে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন৷ স্ট্যাটস পারফর্ম বলছে, এবার তাদের সেরা হওয়ার সম্ভাবনা ৯.১ শতাংশ৷ কারণ কোচ লুইস এনরিকে ও অধিনায়ক সার্জিও বুসকেটসের দলে আছে গাভি, তোরেস, মোরাতা, কারভাহালের মতো ফুটবলার৷
ছবি: Paul White/AP Photo/picture alliance
পাঁচে ইংল্যান্ড
১৯৬৬ সালের পর থেকে ‘ফুটবলের ঘরে ফেরার’ অপেক্ষায় আছেন ইংলিশ সমর্থকরা৷ গত ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল থ্রি লায়নসরা৷ এবার দলে আছেন হ্যারি কেন, রহিম স্টারলিং, ফিল ফোডেনের মতো ইংলিশ প্রিমিয়ার লিগে বড় দলে খেলা সব ফুটবলার৷ তাই আবারও আশায় বুক বাঁধছেন সমর্থকরা৷
ছবি: Martin Rickett/PA Wire/picture alliance
জার্মানি ছয়ে
ব্রাজিলের পর দ্বিতীয় সর্বোচ্চ চারবার (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪) বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি৷ তবে এবার ফেভারিটের তালিকায় নেই হানসি ফ্লিকের দল৷ গত বিশ্বকাপে প্রথম রাউন্ড পেরোতে পারেনি জার্মানি৷ ইউরো ২০২০-এ শেষ ষোলোতে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ‘ডি মানশাফট’৷ ফিফা ব়্যাংকিংয়েও দশের মধ্যে নেই জার্মানি৷
ছবি: Markus Ulmer/ULMER/IMAGO
সাতে নেদারল্যান্ডস
১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালে ফাইনালে উঠেছিল নেদারল্যান্ডস৷ তবে একবারও কাপ হাতে নিতে পারেনি৷ এবার কি সেই স্বপ্ন পূরণ হবে লুই ফান খালের দলের?
ছবি: Olaf Kraak/AFP
পর্তুগাল, বেলজিয়াম, ডেনমার্ক
স্ট্যাটস পারফর্মের ভবিষ্যদ্বাণীর তালিকায় আট, নয় ও দশ নম্বরে আছে পর্তুগাল, বেলজিয়াম ও ডেনমার্ক৷ তারা একবারও বিশ্বকাপ জিততে পারেনি৷ রাশিয়া বিশ্বকাপে ‘গোল্ডেন জেনারেশন’ নিয়ে সেমিফাইনাল পর্যন্ত উঠতে পেরেছিল বেলজিয়াম৷ তবে তাদের সামর্থ্য ক্রমশ কমে যাওয়ায় ফিফা ব়্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকলেও প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার স্বপ্ন এবারও অধরা থেকে যেতে পারে ক্যাভিন ডি ব্রোইনেদের৷
ছবি: PhotoNews/Panoramic/IMAGO
10 ছবি1 | 10
মাঠের রেফারিও ফের দেখে সিদ্ধান্ত বদলান৷ গোল বাতিল হয় ইকুয়েডরের৷ প্রথমেই বড় অস্বস্তিতে থেকে রক্ষা পায় কাতার৷ কিন্তু লাতিন অ্যামেরিকার দেশটি হাল ছাড়েনি।
ম্যাচের ১৬ মিনিটের মাথায় গোলকিপার বক্সে ফাউল করেন৷ ভালেন্সিয়া পেনাল্টি থেকে এগিয়ে দেন দলকে৷ অধিনায়কের গোলে ১-০-তে এগিয়ে যায় ইকুয়েডর৷
অধিনায়কোচিতভাবে দলকে আবারও এগিয়ে দেন ভালেন্সিয়া৷ ৩২ মিনিটের মাথায় ফের তার গোলে ব্যবধান বাড়িয়ে নেয় ইকুয়েডর৷
পাঁচ ডিফেন্ডার নামিয়েও রীতিমতো নাকানিচোবানি খাচ্ছিল কাতার৷ এনার ভালেন্সিয়াকে তারা কঠোরভাবে ট্যাকল করার চেষ্টা করে৷ প্রথমার্ধের আগে ইকুয়েডর অধিনায়ক হাঁটুতে চোট পেয়ে কিছুক্ষণের জন্য মাঠও ছাড়েন৷ বিরতির মিনিট আগে গোলের ভালো একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি কাতার৷
দ্বিতীয়ার্ধে কাতারের গোলকিপার আল সিব রোমারিও ইবারার একটি দুর্দান্ত শট বাঁচিয়ে দেন৷ ইবারার পরিবর্তে মাঠে নামেন জেরেমি।
ম্যাচ বাঁচাতে অধিনায়ককে তুলে নেয় কাতার৷ জোড়া পরিবর্তন করে তারা৷ আল হেদোস এবং আলমোজ আলির পরিবর্তে মাঠে নামেন মোহাম্মদ ওয়াদ ও মোহাম্মদ মুন্তারিকে৷ কিন্তু তারাও তেমন কোন পরিবর্তন আনতে পারেনি ফলাফলে৷
জোড়া গোলে ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচে দুরন্ত জয় পেল ইকুয়েডর৷
এর আগে একই স্টেডিয়ামে আল বাইতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন হয়৷ সোমবার গ্রুপ বি এর ম্যাচে ইংল্যান্ড মুখোমুখি হবে ইরানের৷ আর গ্রুপ এ থেকে সেনেগাল খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে৷
কাতারের স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটা, বাংলাদেশ সময়ে রাত সাড়ে আটটা নাগাদ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। প্রায় ৮৫ কোটি ডলারের নির্মিত আল বাইৎ স্টেডিয়ামে৷
ছবি: AMR ABDALLAH DALSH/REUTERS
মাসকট
এটি এবারের বিশ্বকাপের অফিশিয়াল মাসকট৷ নাম লাইব৷ উদ্বোধনে আগের বিশ্বকাপের মাসকটগুলোও তুলে ধরা হয় স্টেডিয়ামে৷
ছবি: KAI PFAFFENBACH/REUTERS
দর্শকের অপেক্ষা
উদ্বোধন দেখতে ৬০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়৷ ছবিতে স্টেডিয়ামে প্রবেশের অপেক্ষায় দর্শকরা৷
ছবি: CARL RECINE/REUTERS
নাচে মঞ্চ মাতালেন শিল্পীরা
শুরুর দিকেই ছিল এমন দলীয় নৃত্যের পরিবেশনা৷ এমন সংযত, চমৎকার নৃত্যশৈলী দেখে অভিভূত হয়েছেন দর্শকরাও।
ছবি: KAI PFAFFENBACH/REUTERS
কাতারের জীবনযাত্রা
মরুভূমির উট আর কাতারের জীবনযাত্রার মঞ্চায়ন ছিল মাঠে৷
ছবি: DYLAN MARTINEZ/REUTERS
ঐতিহ্যবাহী সংস্কৃতি
এক পর্যায়ে তলোয়ার হাতে পুরুষদের ঐতিহ্যবাহী নাচও দেখা যায়৷
ছবি: FABRIZIO BENSCH/REUTERS
মর্গান ফ্রিম্যানের উপস্থাপনা
উদ্বোধন জুড়ে উপস্থাপনায় ছিলেন হলিউড তারকা মর্গান ফ্রিম্যান৷ তার সঙ্গে ছিলেন ফিফা বিশ্বকাপের অ্যাম্বাসেডর সোশ্যাল মিডিয়া তারকা ঘানিম আল মুফতাহ৷
ছবি: MOLLY DARLINGTON/REUTERS
থিম সং
দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্যান্ড বিটিএস-এর গায়ক জুংকুক ও কাতারের শিল্পী ফাহাদ আল-কুবাইসি পরিবেশন করেন টুর্নামেন্টের অফিশিয়াল সংগীত ড্রিমার্স৷
ছবি: PAWEL KOPCZYNSKI/REUTERS
কাতারের আমির
কাতারের সাবেক আমির শেইখ হামাদ বিন খালিফা আল থানি কাতারের জার্সিতে স্বাক্ষর করেন৷ এসময় তার পাশে হাততালি দিচ্ছেন বর্তমান আমির তামিম বিন হামাদ আল থানি৷ ছিলেন জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাও৷
ছবি: MANAN VATSYAYANA/AFP
খেলার অপেক্ষা
আর কিছুক্ষণের মধ্যেই শুরু উদ্বোধনী ম্যাচ৷ খেলোয়াড়াদের উৎসাহ যোগাতে কাতারের দুই দর্শক৷