১৭ বছর আগে মাথা নীচু করে বলের দিকে তাকাতে পারতো না৷ এখন পারে ও মানুষের মতো বিশ্বকাপেও খেলে রোবট৷ ব্রাজিলে শুরু হচ্ছে রোবটদের বিশ্বকাপ ‘রোবোকাপ’৷
বিজ্ঞাপন
সেখানে তারা নামবে একদিন আসল বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর পণ নিয়ে৷ হ্যাঁ, ফিফা বিশ্বকাপের মতো এবারের ‘রোবোকাপ'-ও হবে ব্রাজিলে৷ আগামী ১৯শে জুলাই থেকে শুরু হবে এ আসর৷ চলবে ২৫ জুলাই পর্যন্ত৷ ইনডোরে নানা ধরণ আর আকৃতির কিছু রোবট গুটি গুটি পায়ে ফুটবলে লাথি মেরে ট্রফি জেতার চেষ্টা করবে – এর সঙ্গে ফিফা বিশ্বকাপ বা ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নদের আসলে কোনো তুলনাই চলে না৷ তবুও তুলনাটা আসছে, কারণ, রোবট খুব দ্রুত এগিয়ে চলেছে!
১৯৯৭ সালে আয়োজিত হয়েছিল প্রথম রোবোকাপ৷ আসরের অন্যতম উদ্যোক্তা মানুয়েলা ভেলোসো জানালেন, তখন রোবট মাথা সোজা রেখে বলতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়েই ফুটবল খেলত৷ মাথা নীচু করে বলের দিকে তাকিয়ে গোলে শট নেয়ার সাধ্য তাদের ছিল না৷ দিন অনেক বদলেছে৷ রোবট এখন মানুষের মতোই ফুটবলের দিকে তাকায়, লাথি মারে আগের চেয়ে জোরে – এ সব উন্নতিকে আপনি অগ্রাহ্য করবেন কী করে!
জীবন বাঁচাবে বাংলাদেশের রোবট
গত কয়েক বছর ধরে বাংলাদেশে রোবট নিয়ে কাজ হচ্ছে৷ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও বাংলাদেশের প্রতিযোগীরা এক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখছেন৷
ছবি: RoboticsBD
আগুন নেভাবে রোবট
তৈরি পোশাক কারখানা সহ বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা প্রায় ঘটে৷ এতে প্রাণহানির ঘটনাও ঘটে৷ আগুন নেভাতে ছুটে যান দমকল বাহিনীর কর্মীরা৷ ভবিষ্যতে হয়ত তাদের সঙ্গে যোগ দেবে রোবট৷ বাংলাদেশেই এ ধরনের রোবট তৈরির কাজ চলছে বলে জানান শিবলী ইশতিয়াক৷ রোবট তৈরির উপকরণ পাওয়া যায় এমন একটি ওয়েবসাইট রোবটিক্সবিডি ডটকমের অ্যাডমিন তিনি৷
ছবি: STR/AFP/Getty Images
স্বয়ংক্রিয় বা রিমোট কন্ট্রোল
ইশতিয়াক বলেন, ‘‘বাংলাদেশে অনেক ফ্যাক্টরি আছে যেগুলো অগ্নি নির্বাপক ব্যবস্থা ততটা ভালো না৷ তাই কিছু কিছু রোবট ডেভেলপ করার চেষ্টা চলছে যেগুলো স্বয়ংক্রিয়ভাবে আগুন নেভানোর কাজ করবে৷ অথবা সেগুলো রিমোট কন্ট্রোল দিয়ে চালানো যেতে পারে৷'' এ ধরনের রোবটকে কোথায়, কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে বিভিন্ন কোম্পানির সঙ্গে কথাবার্তা চলছে বলে জানান তিনি৷
ছবি: RoboticsBD
কোয়াডকপ্টার
ইশতিয়াক বলেন, বর্তমানে কয়েকটি টেলিভিশন চ্যানেল তাদের অনুষ্ঠান নির্মাণকাজে কিংবা সরাসরি কোনো অনুষ্ঠান সম্প্রচার করতে বাংলাদেশে তৈরি কোয়াডকপ্টার ব্যবহার করছে৷
ছবি: Getty Images
সাগরে ডুবে যাওয়া থেকে রক্ষা
কোয়াডকপ্টারের আরেকটি সম্ভাব্য ব্যবহারের কথাও জানান ইশতিয়াক৷ সাগরে ডুবে যাচ্ছে এমন কোনো ব্যক্তির কাছে কোয়াডকপ্টারের মাধ্যমে লাইফ জ্যাকেট ও ভেস্ট পাঠিয়ে তাঁর প্রাণ বাঁচানো যেতে পারে৷
ছবি: RoboticsBD
ঘরের কাজে রোবট
ভ্যাকুয়াম ক্লিনার সহ ঘরের কাজে ব্যবহার করা যেতে পারে এমন সব রোবট ডেভেলপ করতে গবেষণা করছেন বাংলাদেশের শিক্ষার্থীরা৷
ছবি: AP
অনলাইনে রোবট তৈরির যন্ত্রপাতি
রোবটিক্সবিডি ডটকমে (http://store.roboticsbd.com/) গেলে রোবট তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো পাওয়া যাবে৷ আগে এসব বিদেশ থেকে আমদানি করতে হতো৷
ছবি: store.roboticsbd.com
শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে
ইশতিয়াক জানান, সাইট চালুর শুরুর দিকে অর্থাৎ ২০১২ সালে তেমন একটা ব্যবসা করতে না পারলেও পরের দুই বছরে বিক্রি বেড়েছে প্রায় দুইশো শতাংশ৷ এর কারণ হিসেবে তিনি বলেন, ‘‘আজকাল শিক্ষার্থীরা ইউটিউব সহ অন্যান্য মাধ্যমে বিদেশে রোবট নিয়ে যেসব কাজ হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারছে৷ ফলে তারাও এ বিষয়টির প্রতি আগ্রহী হয়ে উঠছে৷’’
ছবি: RoboticsBD
প্রশিক্ষণ
যারা রোবট বানানোর চেষ্টা করছেন তাদের আরেকটু সহায়তা করতে রোবটিক্সবিডি বেশ কিছু কোর্সও পরিচালনা করে থাকে৷
ছবি: RoboticsBD
8 ছবি1 | 8
ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার অধ্যাপক ড্যান লি রোবোকাপে অংশ নিচ্ছেন ২০০২ সাল থেকে৷ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হলে কী হবে, রোবোকাপে তিনি পেনসিলভানিয়ার রোবট দলের কোচ৷ প্রকৌশল শাস্ত্রের অধ্যাপক বলে গত কয়েক বছরে রোবটে যে পরিবর্তন এসেছে, তা খুব ভালোভাবেই লক্ষ্য করেছেন৷ রোবোকাপে রোবটদের ফুটবল নৈপুণ্যে উন্নতি সম্পর্কে তিনি বললেন, ‘‘আগে রোবটদের খেলা দেখে মনে হতো যেন পাঁচ বছরের মানবশিশুরা খেলছে৷ ওরা তখন বলকে ঘিরে সবাই মিলে জটলা পাকাতো৷ যে বল পেতো, সে-ই ঠিক কোনদিকে বলটা মারবে এ নিয়ে ভেবে ভেবে হয়রান হয়ে যেত৷ এখন ওরা দশ বছরের শিশুদের মতো খেলে৷ অ্যাথলেটদের মতো নড়াচড়া করে, এমনকি খেলায় এক ধরণের কৌশলও অবলম্বন করে৷''