1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বচ্যাম্পিয়নরা সাবধান!

১৪ জুলাই ২০১৪

১৭ বছর আগে মাথা নীচু করে বলের দিকে তাকাতে পারতো না৷ এখন পারে ও মানুষের মতো বিশ্বকাপেও খেলে রোবট৷ ব্রাজিলে শুরু হচ্ছে রোবটদের বিশ্বকাপ ‘রোবোকাপ’৷

ছবি: Getty Images

সেখানে তারা নামবে একদিন আসল বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর পণ নিয়ে৷ হ্যাঁ, ফিফা বিশ্বকাপের মতো এবারের ‘রোবোকাপ'-ও হবে ব্রাজিলে৷ আগামী ১৯শে জুলাই থেকে শুরু হবে এ আসর৷ চলবে ২৫ জুলাই পর্যন্ত৷ ইনডোরে নানা ধরণ আর আকৃতির কিছু রোবট গুটি গুটি পায়ে ফুটবলে লাথি মেরে ট্রফি জেতার চেষ্টা করবে – এর সঙ্গে ফিফা বিশ্বকাপ বা ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নদের আসলে কোনো তুলনাই চলে না৷ তবুও তুলনাটা আসছে, কারণ, রোবট খুব দ্রুত এগিয়ে চলেছে!

১৯৯৭ সালে আয়োজিত হয়েছিল প্রথম রোবোকাপ৷ আসরের অন্যতম উদ্যোক্তা মানুয়েলা ভেলোসো জানালেন, তখন রোবট মাথা সোজা রেখে বলতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়েই ফুটবল খেলত৷ মাথা নীচু করে বলের দিকে তাকিয়ে গোলে শট নেয়ার সাধ্য তাদের ছিল না৷ দিন অনেক বদলেছে৷ রোবট এখন মানুষের মতোই ফুটবলের দিকে তাকায়, লাথি মারে আগের চেয়ে জোরে – এ সব উন্নতিকে আপনি অগ্রাহ্য করবেন কী করে!

ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার অধ্যাপক ড্যান লি রোবোকাপে অংশ নিচ্ছেন ২০০২ সাল থেকে৷ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হলে কী হবে, রোবোকাপে তিনি পেনসিলভানিয়ার রোবট দলের কোচ৷ প্রকৌশল শাস্ত্রের অধ্যাপক বলে গত কয়েক বছরে রোবটে যে পরিবর্তন এসেছে, তা খুব ভালোভাবেই লক্ষ্য করেছেন৷ রোবোকাপে রোবটদের ফুটবল নৈপুণ্যে উন্নতি সম্পর্কে তিনি বললেন, ‘‘আগে রোবটদের খেলা দেখে মনে হতো যেন পাঁচ বছরের মানবশিশুরা খেলছে৷ ওরা তখন বলকে ঘিরে সবাই মিলে জটলা পাকাতো৷ যে বল পেতো, সে-ই ঠিক কোনদিকে বলটা মারবে এ নিয়ে ভেবে ভেবে হয়রান হয়ে যেত৷ এখন ওরা দশ বছরের শিশুদের মতো খেলে৷ অ্যাথলেটদের মতো নড়াচড়া করে, এমনকি খেলায় এক ধরণের কৌশলও অবলম্বন করে৷''

ড্যান লি-র মতো অনেকেরই ধারণা, রোবট যেভাবে এগোচ্ছে, তাতে ফুটবলে মানুষের দক্ষতার কাছাকাছি একদিন হয়ত চলেই যাবে তারা৷ তখন দাবার মতো ফুটবলেও যে রোবট মানুষকে চ্যালেঞ্জ জানাবে তাতে অবাক হওয়ার কী আছে!

এসিবি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ