1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বজুড়ে রোগীদের সেবা

গ্যুন্টার বিয়র্কেনস্টক / এসি১৯ আগস্ট ২০১৩

সংগঠনটির নাম ‘ইন্টারপ্লাস্ট’৷ জার্মান সংগঠন৷ এই সংগঠনের হয়ে জার্মান ডাক্তার ও নার্সরা বিশ্বের বহু দরিদ্র দেশে বিনামূল্যে অস্ত্রোপচার করেন৷ বিশেষ ধরনের অস্ত্রোপচার, যার নাম প্লাস্টিক সার্জারি৷

Gruppenfoto mit Ärzten und Krankenschwestern von Interplast in Sambawunga, Tansania. Copyright: Dr. Wolf Schmücking, Mitglied Interplast
ছবি: Dr. Wolf Schmücking

জন্ম থেকেই হেয়ারলিপ, মানে ঠোঁট চরা; কিংবা পোড়ার দাগ; কিংবা হাত-পা ভেঙে বিকলাঙ্গ৷ এ সব মানুষদের পুনরায় খানিকটা স্বাভাবিক আকৃতি দেবার প্রক্রিয়া হালের চিকিৎসাশাস্ত্রে আছে৷ কিন্তু গরীব দেশের মানুষদের সে ধরনের শল্যচিকিৎসা করানোর সামর্থ্য নেই; নেই তা বিনামূল্যে করানোর জন্য দাতব্য প্রতিষ্ঠান৷

গরীব দেশের মানুষদের সে ধরনের শল্যচিকিৎসা করানোর সামর্থ্য নেই; নেই তা বিনামূল্যে করানোর জন্য দাতব্য প্রতিষ্ঠানছবি: Dr. Wolf Schmücking

সেই কারণেই ভুল্ফ স্মুকিং সাতবার আফ্রিকা ও ভারতে গেছেন, ঠিক ঐ ধরনের মানুষদের সাহায্য করার জন্য৷ ৭২-বছর-বয়সি শল্যচিকিৎসক গত বছরের অক্টোবর মাসে গেছিলেন পূর্ব তানজানিয়া৷ ব্যার্গিশ-গ্লাডবাখে প্র্যাকটিস ছিল, ২০০৫ সালে রিটায়ার করেন৷ দু'বছর পরেই তাঁকে প্রথমবার বিমানে চড়ে আফ্রিকা যেতে দেখা যায়: উদ্দেশ্য বেড়ানো নয়, মানুষের সাহায্য করা, শল্যচিকিৎসক হিসেবে নিজের সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে৷

প্রথম সেই যাত্রা ছিল তানজানিয়ার পুমা শহরে একটি খ্রিষ্টান মিশনের হাসপাতালে৷ সকাল থেকে সন্ধ্যা অবধি অপারেশন করেছেন ভুল্ফ স্মুকিং, দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা ধরে৷ মানবিকতার ডাকে যারা এ ভাবে কাজ করতে যান, তাদের কাছে সেটাই নাকি স্বাভাবিক৷ ভুল্ফ পুমায় যা দেখেন, তা অবর্ণনীয়: রোগীদের ক্ষত ভালোভাবে পরিষ্কার করা হয়নি, ঢাকা হয়নি, বিষাক্ত হয়ে উঠেছে৷ অপারেশন করার যন্ত্রপাতি বলতে যৎসামান্য৷ হাইড্রোজেন পেরক্সাইড আর পেনিসিলিন ছাড়া অন্য কোনো ওষুধ নেই৷ স্মুকিং একটি পুরনো জার্মান প্রথার কথা স্মরণ করে ক্ষতের উপর মধু লেপে সেগুলিকে ডিস-ইনফেক্ট করেন৷

ইন্টারপ্লাস্টের ডাক্তাররা অকুস্থলে পৌঁছনোর আগেই গাছ থেকে শুরু করে সরকারি অফিস, সর্বত্র নোটিস টাঙিয়ে দেওয়া হয়, এমনকি বেতারেও খবরটা প্রচার করা হয়৷ আর মানুষের মুখে মুখেও কথাটা ছড়ায়৷ জার্মানি থেকে ডাক্তার আসছে, তারা বিনা পয়সায় চিকিৎসা করবে, এ সুযোগ কি কেউ ছাড়ে? রোগীরা দূর দূর থেকে পায়ে হেঁটে আসে৷

সকাল থেকে সন্ধ্যা অবধি অপারেশন করেছেন ভুল্ফ স্মুকিং, দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা ধরেছবি: Dr. Wolf Schmücking

ইন্টারপ্লাস্ট একটি দাতব্য সংগঠন; সদস্যসংখ্যা প্রায় দু'হাজার৷ সংগঠনটি প্রতি বছর বিশ্বের ২০টি দেশে ডাক্তারদের দল পাঠায়৷ সেই ডাক্তারদের মধ্যে সবাই যে ভুল্ফ স্মুকিং-এর মতো অবসরপ্রাপ্ত, এমন নয়, বরং অধিকাংশই এখনও জার্মানিতে কর্মরত৷ ডাক্তারদের সঙ্গে রয়েছেন আবার নার্স ও পরিচারকরা৷ নিজের পেশা ছেড়ে বিদেশে গিয়ে অন্যদের সাহায্য করার জন্য এরা বছরের পাওনা ছুটির দিনগুলো উৎসর্গ করেন৷

নেদারল্যান্ডস, ফ্রান্স কিংবা সুইজারল্যান্ডেও ইন্টারপ্লাস্ট আছে, তবে সেগুলিও স্বতন্ত্র প্রতিষ্ঠান৷ পরস্পরের সঙ্গে যোগাযোগ আছে বটে, কিন্তু কোনো সমিতি গোত্রীয় কিছু নেই৷ বিদেশে যে দলগুলো পাঠানো হয়, তাতে একক ডাক্তার থেকে শুরু করে ১২ থেকে ১৫ জন ডাক্তার, নার্স ইত্যাদি থাকতে পারে৷ ইন্টারপ্লাস্ট মূলত স্থানীয় হাসপাতালের সহযোগী হিসেবে এবং সেই হাসপাতাল কর্তৃপক্ষের আমন্ত্রণেই অকুস্থলে যায়৷

ভুল্ফ স্মুকিং জানেন, এই ধরনের মানবিক সাহায্য যে দেয়, সে যে পাচ্ছে, তার চেয়ে কিছু কম পায় না৷ তাই তাঁর বক্তব্য: ‘‘যতোদিন হাত কাঁপবে না, ত'তোদিন আমি এই কাজ করে যাব৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ