1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিলুপ্তির আশঙ্কায় হাঙ্গর

৭ অক্টোবর ২০১২

না বুঝে, সাময়িক লাভের লোভে নিজেদের কত যে ক্ষতি করে মানুষ! হাঙ্গরের অনেক প্রজাতি আজ বিলুপ্তির আশঙ্কার মুখে৷ হাঙ্গর না থাকলে যে নিজেদেরও ক্ষতি, তা মানুষ যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল৷

ARCHIV - Ein Fischer schneidet einem Hai eine Flosse ab, auf einem Fischmarkt in Banda Aceh, Indonesien, am 04 Juni 2011. In Kalifornien wird der Handel und die Verarbeitung von Haifischflossen verboten. Der Gouverneur des Westküstenstaates unterzeichnete am Freitag (07.10.2011) ein entsprechendes Gesetz, das 2013 in Kraft treten soll, berichtete der «San Francisco Chronicle». «Es ist nicht nur grausam, lebenden Haien die Flossen abzuschneiden und die Tiere dann wieder ins Meer zu werfen, es schadet auch der Gesundheit unserer Meere», sagte Gouverneur Brown. EPA/HOTLI SIMANJUNTAK +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

হাঙ্গর মানেই মূর্তিমান আতঙ্ক৷ ডিপ ব্লু সি, রেজিং শার্ক, জ'জ- হাঙ্গর নিয়ে যত ছবি হয়েছে তার বেশির ভাগেই প্রাণীটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এরা মানুষের চিরশত্রু, সুযোগ দিলে ওরা মেরে ফলবে, তাই আগেভাগে ওদের মেরে ফেলাই নিরাপদ৷ অথচ এক হাজারেরও বেশি প্রজাতির হাঙ্গর রয়েছে বিশ্বে, তাদের মধ্যে খুব কম হাঙ্গরই মানুষের জন্য বিপদজনক৷ বেশির ভাগ হাঙ্গর বরং মানুষের বন্ধু৷ যেসব রাক্ষুসে মাছ ভোজনবিলাসী মানুষের প্রিয় মাছগুলো খেয়ে ফেলে, হাঙ্গরেরা তাদের খায়৷ সুতরাং সহজ কথা হলো, হাঙ্গর না থাকলে রাক্ষুসে মাছ বংশবিস্তার করবে মহাসুখে আর তাতে একদিন হয়তো মাছ খাওয়া কঠিন হয়ে যাবে মানুষের জন্য৷

কিন্তু সহজ এ কথাটাই বোঝে কজন! বিশ্বজুড়ে চলছে হাঙ্গরনিধন৷ সারা ফাওলার ভেবে পান না এ হত্যাযজ্ঞ কীভাবে থামানো যাবে৷ ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের কর্মী সারা ডয়চে ভেলেকে জানান, ‘‘বিশ্বে হাঙ্গরের এক হাজারেরও বেশি প্রজাতি রয়েছে৷ তবে এখন সবগুলোরই অস্তিত্ব হুমকির মুখে৷''

ছবি: picture-alliance/dpa

হাঙ্গর-হত্যা বন্ধ করার চেষ্টা চলছে৷ কিন্তু এশিয়ার কয়েকটি দেশ উল্টো কোনো কঠোর আইন যাতে না হয়, সেই চেষ্টায় লিপ্ত৷ চীন আর জাপানও চায় না কঠোর নিষেধাজ্ঞা আসুক৷ অথচ চীনকে মনে হচ্ছিল হাঙ্গর-হত্যায় খুব সক্রিয়, কেননা, ক'দিন আগে সে দেশে হাঙ্গরেরর ডানার সুপ নিষিদ্ধ হয়েছে৷

হাঙ্গর সবচেয়ে বেশি বিপর্যস্ত ভূমধ্যসাগরীয় অঞ্চলে৷ সে এলাকার কমপক্ষে ৪০ ভাগ হাঙ্গরের অস্তিত্ব এখন বিপন্ন বলে এক সমীক্ষায় দেখা গেছে৷ হাঙ্গরের বিপদের আরেকটা বড় কারণ হলো, এরা সবসময় ঘুরে বেড়ায়৷ আজ এখানে তো কাল আরেক জায়গায়৷ কোথায় গিয়ে বংশ বিস্তার করবে তা বলা মুশকিল৷ তাই সব দেশ হাঙ্গরের অস্তিত্ব রক্ষায় সমান উদ্যোগী না হলে বিলুপ্তির আশঙ্কা দূর হবার নয়৷ এ বিষয়গুলোই বড্ড বেশি ভাবাচ্ছে৷ মানুষের সঙ্গে একটা জায়গায় মিল আছে বলেও হাঙ্গরকুল এখন বিপদে৷ মানুষের মতো তারাও এক সঙ্গে খুব বেশি সন্তানের জন্ম দিতে পারে না, পারলে হয়তো মানুষের ক্ষুধা মিটিয়েও আরো কিছুকাল টিকে থাকতে পারতো!

প্রতিবেদন: নাওমি কনরাড/এসিবি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ