1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বনেতাদের চিঠি লিখলেন গাদ্দাফি, লন্ডনে চলছে সম্মেলন

২৯ মার্চ ২০১১

লিবীয় নেতা মোয়াম্মার গাদ্দাফি তার ভাষায় লিবিয়ার ওপরে ‘বর্বরোচিত হামলা' বন্ধের জন্যে এক চিঠিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন৷

লিবিয়ার ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করছেন ক্লিনটন ও ক্যামেরনছবি: AP

এদিকে দেশটির বিদ্রোহীরা অবাধ ও মুক্ত নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছে৷ লিবিয়ার ভবিষ্যৎ নিয়ে লন্ডনে আয়োজিত একদিন ব্যাপী সম্মেলনে যোগ দিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন৷

লিবিয়ার ভবিষ্যৎ নিয়ে মঙ্গলবার লন্ডনে যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, সেখানে উপস্থিত বিশ্ব নেতাদের উদ্দেশ্যে গাদ্দাফি চিঠিটি লেখেন৷ সেখানে তিনি তাঁর ভাষায় লিবিয়ার ওপরে ‘বর্বরোচিত হামলা' বন্ধ করতে বলেন৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আডল্ফ হিটলারের বিরুদ্ধে চালিত সামরিক অভিযানের সাথে ন্যাটোর বিমান হামলাকে তুলনা করেন গাদ্দাফি ঐ চিঠিতে৷ এদিকে গাদ্দাফির নিজ শহর সির্ট-এর পূর্ব দিকে বিদ্রোহীদের ওপরে গাদ্দাফি বাহিনী প্রচণ্ড হামলা চালানো শুরু করে সোমবার মধ্যরাত থেকেই৷ হামলার মুখে বিদ্রোহীরা বিন জাওয়াদ শহরের দিকে পিছু হটতে বাধ্য হয়৷ বিদ্রোহী যোদ্ধারা মঙ্গলবার এই খবর দিয়েছে৷ লিবিয়ায় পশ্চিমা অভিযানের পরে উপকূলবর্তী কয়েকটি তেল সমৃদ্ধ শহরের দখল নিয়ে নেয় বিদ্রোহীরা৷

লিবিয়ার উপর হামলাকে ‘বর্বরোচিত’ বলছেন গাদ্দাফিছবি: AP

এদিকে লিবিয়ার ভবিষ্যৎ নিয়ে লন্ডনে সম্মেলন শুরুর আগে ক্লিনটন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে আলোচনা করেন৷ লিবিয়া সংকটের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্যেই ঐ সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ৩৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করছেন৷ সম্মেলনে আরো রয়েছেন জাতিসংঘ, ন্যাটো এবং আরব লিগের প্রতিনিধি৷ এদিকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম হেগ আলোচনা করেছেন লিবিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত বেনগাজি ভিত্তিক অন্তর্বর্তীকালিন বিশেষ দূত মাহমুদ জিবরিল-এর সঙ্গে৷ সম্মেলনের আয়োজকরা বলেছেন, লিবিয়ার সাবেক ঐ পররাষ্ট্র বিষয়ক দূত সরকারিভাবে ঐ সম্মেলনে যোগ দিচ্ছেন না৷ লন্ডন কনফারেন্সের পরে জাতিসংঘ দূতের সরাসরি লিবিয়ার উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে৷ মাহমুদ জিবরিল লিবিয়ায় অবাধ ও মুক্ত নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন৷

এদিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর মিসরাটাতে গাদ্দাফির সমর্থিত বাহিনীর হামলায় গত ১৮ই মার্চ থেকে এই পর্যন্ত অন্তত ১৪২ জন নিহত হয়েছেন বলে ঐ শহরের একজন চিকিৎসক জানিয়েছেন৷ ওদিকে ন্যাটো তার সদস্য দেশ সুইডেনকে বলেছে লিবিয়ার ওপরে নো ফ্লাই জোন কার্যকর করতে অভিযানে যোগ দেওয়ার জন্যে৷ ন্যাটোতে নিয়োজিত রাশিয়ার দূত লিবিয়ায় বিমান হামলা বন্ধের জন্যে আহ্বান জানিয়েছেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ