1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ‘ডিজিটাল জালিয়াতি’

৩০ অক্টোবর ২০১০

কাজে ফিরছেন বৈমানিকরা, চলতে শুরু করেছে বিমান৷ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিনে ছাত্রলীগের দু’পক্ষের মারামারির খবর৷ এদিকে, রূপগঞ্জে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ নিয়ে মামলা করেছে সেনাবাহিনী৷

ফাইল ফটোছবি: AP

কর্মবিরতি প্রত্যাহার

‘বৈমানিকদের কর্মবিরতি প্রত্যাহার' - জানাচ্ছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ তিনদিন পর কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিতে রাজি হয়েছেন বৈমানিকরা৷ ফলে চলতে শুরু করেছে বিমান৷ একই বিষয়ে দৈনিক সমকালের শিরোনাম, ‘প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বিমান আবার আকাশে'৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর বৈমানিকরা ধর্মঘট ছেড়ে কাজে ফিরতে সম্মত হয়েছেন৷ তাই ১২০ ঘন্টা পর আবারো চালু হচ্ছে বিমানের সব উড়াল৷ ফলে হাসি ফুটেছে বিভিন্ন দেশে যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রীদের মুখে৷ বৈমানিকদের ধর্মঘটের কারণে বিশ্বের ১৮টি বিমান বন্দরেও অনেক যাত্রী আটকা পড়ে রয়েছেন৷

ছাত্রলীগের সংঘর্ষ

দৈনিক ইত্তেফাকসহ কয়েক দৈনিক দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘ভর্তিচ্ছুরা প্রথম দিনেই দেখলেন ছাত্রলীগের মারামারি'৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রথম দিনে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের দু'পক্ষ৷ তবে, পরিস্থিতি খুব খারাপের দিকে যাওয়ার আগেই নিয়ন্ত্রণ করা গেছে৷ একই বিষয়ে দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ'৷ সংঘর্ষে ছাত্রলীগের পাঁচ কর্মী আহত হয়েছে৷ এদিকে, দৈনিক প্রথম আলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে দিয়েছে আরেক খবর৷ শিরোনাম, ‘ভর্তি পরীক্ষায় ‘ডিজিটাল জালিয়াতি': গ্রেপ্তার ৮'৷ ভর্তি পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে উত্তর জানাতো একটি চক্র৷ শুক্রবার পুলিশ এই চক্রের কয়েকজন সদস্যকে আটক করেছে৷

রূপগঞ্জের পরিস্থিতি

দৈনিক সমকাল বৃহস্পতিবার রূপগঞ্জে ব়্যাবের গুলিতে তিন যুবক নিহত হয়েছে বলে একটি সংবাদ পরিবেশন করে৷ ব়্যাব এই খবরের প্রতিবাদ জানিয়ে বলেছে, সমকালে প্রকাশিত খবর ভিত্তিহীন ও কাল্পনিক৷ এছাড়া রূপগঞ্জ ইস্যুতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর শিরোনাম, ‘রূপগঞ্জের ঘটনায় এবার সেনাবাহিনীর মামলা'৷

রথি'র বিয়ে

দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, ‘বিয়ে করেছেন রথি'৷ অভিনেত্রী ও মডেল রথি শুক্রবার বিয়ে করেছেন৷ পাত্র ক্যানাডা প্রবাসী ব্যবসায়ী নজরুল ইসলাম৷ রথি সংগীতশিল্পী জেমসের প্রথম স্ত্রী ছিলেন৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ