1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৮ ডিসেম্বর ২০১২

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির মামলা থেকে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে বাদ দেয়ায়, দুর্নীতি দমন কমিশন বা দুদক প্রশ্নবিদ্ধ হলো বলে মনে করেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামন৷

Datum: 06.12.2011 Eigentumsrecht: AHM Abdul Hai, Bengali Redaktion, DW, Bonn
ছবি: DW

পদ্মা সেতু প্রকল্পে ঘুস লেনদেনের ষড়যন্ত্রের অভিযোগে অবশেষে সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক৷ কিন্তু আসামির তালিকায় নেই সাবেক যোগাযোগন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী৷ অথচ দুদক-এর অনুসন্ধান টিম তাদের তদন্ত প্রতিবেদেনে এই দু'জনকেও দায়ী করছিল বলে প্রকাশ৷

সোমবার দায়ের করা মামলায় যাঁদের আসামি করা হয়েছে তাঁরা হলেন, সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভুইয়া, সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. ফেরদৌস, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের, ক্যানাডিয়ান প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের বাংলাদেশি এজেন্ট মোহাম্মদ মোস্তফা, এসএনসি লাভালিনের সাবেক পরিচালক মো. ইসমাইল এবং এই প্রতিষ্ঠানের সাবেক দুই ভাইস প্রেসিডেন্ট রমেশ সাহ ও কেভিন ওয়ালেস৷

মামলার এজাহারে বলা হয়েছে, এই ব্যক্তিরা ঘুস লেনদেনের ষড়যন্ত্রের মাধ্যমে এসএনসি লাভালিনকে পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ পাইয়ে দেয়ার ব্যবস্থা করেন৷ তাঁদের কার্যাদেশ পেলে ঘুষ লেনদেন হতো৷ আর সাবেক যোগাযোগন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর ব্যাপারে বলা হয়েছে যে, তাঁদের বিরুদ্ধে যথেষ্ঠ সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি৷ তবে টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামন ডয়চে ভেলেকে বলেন, সৈয়দ আবুল হোসেনকে বাদ দিয়ে এই মামলা বিশ্বব্যাংকের কাছে গ্রহণযোগ্য হবেনা৷ আর এ কারণেই পদ্মা সেতু প্রকল্প এখন অনিশ্চিত হয়ে পড়লো৷

পদ্মা চিরকালই অমলিনছবি: DW/Swapan

তিনি বলেন, দুদক-ও এই ঘটনার মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ হলো৷ কারণ দুদক-এর অনুসন্ধান কমিটিই সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে, কিন্তু দুদক মামলা করার দৃঢ়তা দেখাতে পারলো না৷

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ১২০ কোটি মার্কিন ডলার ঋণ দেয়ার কথা থাকলেও তারা শর্ত দিয়েছে স্বচ্ছতার সঙ্গে দুর্নীতির তদন্তের৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ