1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
প্যানোরামাযুক্তরাষ্ট্র

বিশ্বব্যাপী সমাদৃত ব্রেক ড্যান্স

১২ সেপ্টেম্বর ২০২৪

২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়েছে ব্রেকড্যান্সিং৷ বি-বয়েস এবং বি-গার্লস লড়েছেন সোনা, রূপা আর তামার পদকের জন্য৷

ব্রেক ড্যান্সের একটি আসর
অ্যামেরিকার সড়কে জন্ম নেয়া ব্রেক ড্যান্স এখন পৌঁছে গেছে অলিম্পিকের মতো বিশ্ব আসরেছবি: R. Demski

গত সত্তরের দশকে নিউইয়র্কের ব্রঙ্কসের রাস্তায় জন্ম নেয়া এই ড্যান্স এখন বিশ্বব্যাপী সমাদৃত৷

নানা কসরত দেখাতে পারেন ব্রেক ড্যান্সাররা৷ উড়ন্ত এসব ধাপ ত্রিশ বছরের বেশি সময় ধরে চর্চা করা হচ্ছে৷ শহরে এই নৃত্যের বিকাশ ঘটছে ক্রমশ৷ এরকম একটি দলের প্রধান ভর্তন বেসাল৷ অল্প বয়সেই ব্রেক ড্যান্সিংয়ের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন তিনি৷ এক বন্ধুকে সঙ্গে নিয়ে ১৯৯৩ সালে দলটি গড়েন বেসাল৷ নাচ থেকে উপার্জনের আশায় স্কুলও ছেড়ে দেন তিনি৷ তাতে অবশ্য ক্ষতি হয়নি৷ বর্তমানে ফ্লাইং স্টেপস-এর সদস্য সংখ্যা ১০০ জনের মতো৷

ফ্লাইং স্টেপসের প্রতিষ্ঠাতা ভর্তন বেসাল বলেন, ‘‘ব্রেকড্যান্সিং আমাকে আজকের আমিতে পরিনত করেছে৷ এবং আমি অত্যন্ত খুশি যে এই অভিজ্ঞতা আমার হয়েছে৷ আমরা সত্যিই অনেক প্রতিযোগিতায় জিতেছি৷ এবং আমরা মঞ্চে প্রমাণ করেছি যে আমরা এর উপযুক্ত৷ আমরা বিশ্বের অন্যতম সেরা ব্রেকড্যান্স ক্রু৷''

আসন্ন শীতে ‘ফ্লাইং হ্যানসেল এবং গ্রেটেল'-এর নতুন শো আয়োজন করা হবে৷ ফ্লাইং স্টেপসের ড্যান্সাররা খুশি যে ব্রেকড্যান্সিং রাস্তার নৃত্য থেকে অলিম্পিক প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে৷ নৃত্যকার আমিন ড্রিলজ বলেন, ‘‘ব্রেকড্যান্সিংকে আরো সামনে নিয়ে যাওয়ার চমৎকার সুযোগ এটি৷''

ব্রেকড্যান্সিং অনেক দূর এগিয়েছে - মঞ্চ থেকে সমাজের কেন্দ্রে পৌঁছে গেছে৷ 

প্রতিবেদন: ম্যালানি মাথিউস/এআই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ