1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বভারতীর ফলকে নেই রবি ঠাকুরের নাম, প্রতিবাদের ঝড়

২৮ অক্টোবর ২০২৩

বিশ্বভারতীর নাম ফলক থেকে বাদ পড়েছেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর৷ কড়া সমালোচনার মুখে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য৷ প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছে তৃণমূল৷

Indien Shantiniketan |
ছবি: Payel Samanta/DW

বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে বীরভূমের শান্তিনিকেতন৷ এর ধারাবাহিকতায় যে ফলকটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বসানো হয়েছে, তাতে নেই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম৷ শুরু হয়েছে বিতর্ক৷

ফলকে নেই রবি

ইউনেস্কো-এর স্বীকৃতি পাওয়ার পর বিশ্বভারতীর উপাসনা ঘর, ছাতিমতলা ও রবীন্দ্র ভবনের উত্তরায়ণের সামনে সম্প্রতি শ্বেতপাথরের ফলক বসানো হয়েছে৷ তাতে লেখা হয়েছে, ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট৷' তার নীচে রয়েছে বিশ্ববিদ্যালয়ের আচার্য নরেন্দ্র মোদী ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম৷ কিন্তু নেই শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম৷

এ ঘটনায় বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ক্ষোভ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন,  ‘‘বিশ্বভারতী ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য৷ তিনিই প্রতিষ্ঠাতা৷ তার নামই সরিয়ে দিয়েছে!''

তারা তাড়াহুড়ো করে ফলক না লাগালেই পারতেন: অমল মুখোপাধ্যায়

This browser does not support the audio element.

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল ১১টা থেকে বিশ্বভারতী ক্যাম্পাসের বাইরে কবিগুরু মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে স্থানীয় তৃণমূল৷ অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছে বিশ্বভারতীর সাবেক শিক্ষার্থীরাও৷ শনিবারও জারি রয়েছে এই কর্মসূচি৷

বইছে সমালোচনার ঝড়

এ ঘটনার পর বিভিন্ন স্তর থেকে বিশ্বভারতীর নিন্দা শোনা যাচ্ছে৷ আশ্রমিক থেকে শুরু করে সাবেক ও বিশ্বভারতীর শিক্ষকদের একাংশ ক্ষোভ জানিয়েছেন৷ সমালোচনার তীর উপাচার্যের দিকেই৷

ঠাকুর পরিবারের সদস্য ও প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর বলেন, "বর্তমান উপাচার্য বিশ্বভারতীর হর্তা-কর্তা-বিধাতা হয়ে গেছেন৷ রবীন্দ্রনাথ বলে কেউ ছিলেন, আজ বোধহয় তারা ভুলে গেছেন৷ এমন ঘটনা এখানে আগে কখনো ঘটেনি৷''

বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসও অসন্তুষ্ট৷ রাজভবন সূত্রে জানা গেছে, তিনি বিশ্বভারতীর উপাচার্যের কাছ থেকে জানতে চেয়েছেন, কীভাবে বিশ্বকবির নাম বাদ পড়ল৷

বিশ্বভারতীর সাবেক উপাচার্য সবুজকলি সেন বলেন, ‘‘কোথাও হেরিটেজ হলে সেখানকার ফলকে সংক্ষিপ্ত ইতিহাস লেখা থাকে৷ এক্ষেত্রে সেটা হয়নি, বরং নাম কেনার চেষ্টা হয়েছে৷’’

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার বলেন, ‘‘এটা অত্যন্ত নিম্ন রুচির বিজ্ঞাপন৷ শান্তিনিকেতনের স্বীকৃতি লাভের পিছনে বর্তমান আচার্য বা উপাচার্য, কারো কোনো ভূমিকা নেই৷ এই খবরটা আমাকে অত্যন্ত বিচলিত করায় আমি ফেসবুকে লিমেরিক লিখেছি৷''

প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যক্ষ অমল মুখোপাধ্যায় বলেন, ‘‘দুর্ভাগ্যজনক ঘটনা৷ বিশ্বভারতী কর্তৃপক্ষ ফলক বদলে দেবেন বলে শোনা যাচ্ছে, দেখা যাক কী পদক্ষেপ নেয়া হয়৷ তবে তারা তাড়াহুড়ো করে ফলক না লাগালেই পারতেন৷ যদিও শুরু থেকেই এটা নিয়ে রাজনীতি কাম্য নয়৷’’

রাজনৈতিক তর্ক

কেন্দ্রের সমালোচনা তো করেছেন, তৃণমূলকেও ছাড়েননি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷ তার বক্তব্য, ‘‘কেন্দ্রীয় প্রতিষ্ঠান মানে মোদীর ছবি লাগাতে হবে, আর রাজ্যের প্রতিষ্ঠান মানে দিদির ছবি লাগাতে হবে৷ বিশ্বভারতী যা করেছে রাজ্য বিশ্ববিদ্যালয়ে সেটাই দেখা যাচ্ছে৷ দুজনের ছবিই ফেলে দিতে হবে৷’’

বিজেপির রাজ্য সভাপতি অধ্যাপক সুকান্ত মজুমদার বলেন, ‘‘বিশ্বভারতী ও রবীন্দ্রনাথ সমার্থক৷ রবীন্দ্রনাথের বিশ্বভারতীকে খাটো করতে ওখানে আর একটি বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ বিশ্বভারতী কেন্দ্র থেকে কত টাকা পেয়েছে আর মুখ্যমন্ত্রীর বিশ্ববিদ্যালয় কত অনুদান পেয়েছে, সেটা দেখতে হবে৷''

বিজেপি নেতা ও এলাকার সাবেক সাংসদ অনুপম হাজরাও উপাচার্যকে আক্রমণ করেছেন৷ তিনি সামাজিক মাধ্যমে লেখেন, ‘‘নিজের উপাচার্য পদ বাঁচানোর তাগিদে প্রধানমন্ত্রীকে খুশি করতে গিয়ে, এই ওভারস্মার্ট ভণ্ড বিশ্বভারতীর উপাচার্য আরও ক্ষতি করবেন৷’’

ফলক প্রতিষ্ঠার আইনি বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে৷ বিশ্বভারতীর শিক্ষক সংগঠনের বক্তব্য, যেখানে ফলক লাগানো হয়েছে, তার মালিকানা হয় শান্তিনিকেতন ট্রাস্টের, নইলে পূর্ত দপ্তরের৷ ফলক বসানোর আইনি অধিকার উপাচার্যের নেই৷ প্রশ্ন উঠেছে, নাম ব্যবহারের আগে কি আদৌ প্রধানমন্ত্রীর সম্মতি নেয়া হয়েছিল?

এ সব প্রশ্নে এখনো মুখ খোলেননি বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ তবে বিতর্কের জেরে তাদের পিছু হঠার ইঙ্গিত মিলেছে৷ সূত্রের দাবি, ওই ফলক অস্থায়ী ভাবে বসানো হয়েছে৷ পরে সরিয়ে দেয়া হবে৷ যদিও কবে ফলক সরানো হবে বা বিশ্বকবির নামযুক্ত নতুন ফলক বসবে, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ