1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বময় সংকটে মানবাধিকার

২২ ফেব্রুয়ারি ২০১৮

জনমোহিনী রাজনীতি করতে গিয়ে নেতারা মানুষের মধ্যে বিদ্বেষের বীজ ছড়াচ্ছেন৷ আক্রান্ত হচ্ছে মানবাধিকার৷ এভাবে চলতে থাকলে বিশ্বযুদ্ধকালীন ইতিহাস ফিরে আসবে৷ সতর্ক করলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷

ছবি: picture-alliance/AP Photo/R. Ehrhardt

বিশ্ব জুড়ে মানবাধিকার হুমকির মুখে৷ অধিকাংশ দেশেই তা ঠিকভাবে রক্ষিত হচ্ছে না৷ সম্প্রতি তাদের বার্ষিক প্রতিবেদনে এ কথা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷ তাদের বক্তব্য, রাজনৈতিক নেতা এবং রাষ্ট্রপ্রধানেরা জনসংযোগ তৈরি করতে এবং ভোটে জেতার জন্য সস্তা রাজনীতি করছেন৷ জনগণকে উত্তেজিত করতে তাঁরা ‘হেট স্পিচ’ দিচ্ছেন, যা আসলে মানুষের মধ্যে বিভেদ আরো বৃদ্ধি করছে৷ তাদের রিপোর্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ উত্থাপন করেছে৷ ভোটের আগে থেকে পরবর্তী সময় পর্যন্ত ট্রাম্প যেভাবে মার্কিন জনগণের মধ্যে বিদ্বেষের আগুন জ্বালিয়েছেন, তার কড়া সমালোচনা করা হয়েছে রিপোর্টে৷ তবে শুধু অ্যামেরিকা নয়, অন্যান্য দেশের কথাও রিপোর্টে বলা হয়েছে৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মনে করে, বিদ্বেষমূলক রাজনীতি বিশ্ব জুড়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷

বিদ্বেষের রাজনীতির কথা বলতে গিয়ে রিপোর্টে উল্লেখ করা হয়েছে হাঙ্গেরি, তুরস্ক এবং মিয়ানমারের কথা৷ এসব দেশে একইভাবে নেতারা রাজনীতির নামে মানুষের ভিতরে বিদ্বেষের বিষ ঢুকিয়ে দিচ্ছেন৷ তুরস্ক সরাসরি হামলা চালিয়েছে সিরিয়ায়, মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলিমদের ওপর ভয়াবহ অত্যাচার চালিয়েছে৷ হাজার হাজার রোহিঙ্গা দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেইসব প্রসঙ্গই এনেছে তাদের রিপোর্টে৷

শুধু তাই নয়, রিপোর্টে পরিসংখ্যান দিয়ে দেখানো হয়েছে যে, গত এক বছরে মানবাধিকার কর্মীদের উপর আক্রমণ আগের চেয়ে অনেক বেড়েছে৷ শুধুমাত্র ২০১৭ সালেই ৩১২ জন মানবাধিকার কর্মী পৃথিবীর বিভিন্ন দেশে নিহত হয়েছেন৷ আক্রমণ বাড়ছে সাংবাদিকদের ওপরেও৷ এসবকিছুর জন্যই ‘পপুলার রাজনীতি’ বা বিদ্বেষমূলক রাজনীতিকে দায়ী করা হচ্ছে৷

উপসংহারে রিপোর্টটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে দিগনির্দেশ করেছে৷ বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভৎসতা দেখে ১৯৪৮ সালে হিউম্যান রাইটস বা মানবাধিকার চুক্তি তৈরি হয়েছিল৷ এ বছর যা ৭০ বছরে পা দিল৷ পৃথিবীতে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরির জন্যই সেই চুক্তিতে সই করেছিল অধিকাংশ দেশ৷ বর্তমান সময়ে বিশ্ব রাজনীতি আবার পিছনের দিকে হাঁটতে শুরু করেছে৷ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বারবার৷ এভাবে চলতে থাকলে অনতি দূরের ইতিহাস ফিরে আসতে খুব বেশি সময় লাগবে না৷ তখন কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে৷

এসজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ