1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বরেকর্ড গড়ে রেয়াল মাদ্রিদে বেল

৩ সেপ্টেম্বর ২০১৩

অবশেষে রেয়াল মাদ্রিদে যোগ দিলেন টটেনহ্যাম স্পুর আর ওয়েলস তারকা গ্যারেথ বেল৷ গত মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় বেলকে পেতে সেঞ্চুরি করতে হয়েছে রেয়ালকে৷ তবে শতকটা ‘ট্রান্সফার ফি'-এর ক্ষেত্রে৷

Tottenham Hotspur's Welsh midfielder Gareth Bale goes airborne to attempt to block a kick from Stoke City's Stoke City's Bosnian goalkeeper Asmir Begovic (not pictured) during the English Premier League football match between Stoke City and Tottenham Hotspur at the Britannia Stadium in Stoke on Trent, central England, on May 12, 2013. AFP PHOTO / ADRIAN DENNIS RESTRICTED TO EDITORIAL USE. No use with unauthorized audio, video, data, fixture lists, club/league logos or “live” services. Online in-match use limited to 45 images, no video emulation. No use in betting, games or single club/league/player publications. (Photo credit should read ADRIAN DENNIS/AFP/Getty Images)
ছবি: Adrian Dennis/AFP/Getty Images

পরিমাণটা প্রায় ১০০ মিলিয়ন ইউরো বলে খবর দিচ্ছে গণমাধ্যমগুলো৷ এর আগের রেকর্ড ছিল ৯৪ মিলিয়ন ইউরো৷ ২০০৯ সালে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রেয়ালে নিয়ে আসতে এই পরিমাণ খরচ করতে হয়েছিল৷

বেশ কিছুদিন ধরেই ২৪ বছর বয়সি বেলের রেয়ালে যোগদানের গুঞ্জন শোনা যাচ্ছিল৷ অবশেষে রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সেই চুক্তিটি হয়৷ সোমবার সকালে চিকিৎসা পরীক্ষা শেষে দুপুরের দিকে রেয়াল সমর্থকদের সামনে নিজের পারফরম্যান্স দেখান বেল৷

টটেনহ্যাম স্পুর গ্যারেথ বেলছবি: Ian Kington/AFP/Getty Images

স্বপ্ন পূরণ

রেয়ালে যোগ দিয়েই বেল বলেছেন, ‘‘এটা স্বপ্ন পূরণের মতো৷'' রেয়ালকে এ বছর চ্যাম্পিয়নস লিগের দশম শিরোপা এনে দেয়ার লক্ষ্যের কথাও জানিয়ে দেন সঙ্গে সঙ্গে৷

বেলকে পেয়ে খুশি রেয়াল প্রেসিডেন্ট ফ্লরেন্টিনো পেরেজও৷ তিনি বলেন, বেল বয়সে তরুণ হলেও তাঁর ফুটবল দক্ষতা অসাধারণ৷ তিনি আশা করেন, ফুটবল ক্লাব হিসেবে রেয়ালের যে সুনাম রয়েছে বেল সেটাকে আরও উপরে নিয়ে যাবেন৷

জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ