1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমি অতি সাধারণ’

২৮ সেপ্টেম্বর ২০১৪

এশিয়ান গেমসে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি৷ সবাই মুগ্ধ৷ সাক্ষাৎকার নিতে ছুটে গেলেন সাংবাদিকরা৷ বিনম্র ঝোউ লুলু তাঁদের বললেন, ‘‘আমি খুব সাধারণ মেয়ে৷ তাছাড়া বিশ্বরেকর্ড গড়া তো বিশেষ কোনো ঘটনা নয়৷’’

Olympia London 2012 Gewichtheben 75kg Frauen
ছবি: Getty Images

অথচ মহিলাদের ভারোত্তোলনের ‘ক্লিন অ্যান্ড জার্ক'-এ ১৯২ কেজি ওজন তুলে একটু আগেই বিশ্বরেকর্ড গড়েছেন তিনি৷ চীনের এই নারীর কাছে বিশ্বরেকর্ড আসলেই নতুন কিছু নয়৷ ২০১২-র লন্ডন অলিম্পিকেও বিশ্বরেকর্ড গড়েছিলেন৷ পরে সেই রেকর্ড ভেঙে দিয়েছিলেন রাশিয়ার টাটিয়ানা কাশরিনা৷ ইনচন এশিয়ান গেমসে শুক্রবার টাটিয়ানাকে আবার পেছনে ফেললেন ঝোউ লুলু৷

ঝোউ ওজন তোলার মঞ্চে উঠেই চিৎকার করে বলেন, ‘কুইং সং', অর্থাৎ রিল্যাক্স৷ কিন্তু নিজেকে এভাবে নিশ্চিন্ত, নির্ভার রাখতে গিয়ে সেখানে উপস্থিত অনেকের মনেই আতঙ্ক ছড়িয়ে দেন৷ বিশাল দেহ, তার ওপর এমন চিৎকার – ভয় পেয়ে যাওয়া মোটেই অস্বাভাবিক নয়৷ তবে শরীর দেখে বোঝার উপায় নেই ঝোউ লুলু কত সরল, সাধারণ মানুষ৷ নিজের সম্পর্কে নিজেই বললেন, ‘‘আমি মীন রাশির জাতিকা৷ তাই একটু রোম্যান্টিক৷'' সুযোগ পেলেই কেনাকাটা করতে যাওয়ার অভ্যাস আছে এটাও জানালেন৷ তবে পোশাক কিনতে গেলে বেশির ভাগ ক্ষেত্রেই ফিরে আসতে হয় হতাশ হয়ে৷ কারণটা জানিয়েছেন ঝোউ নিজেই,‘‘কিনতে যাই ঠিকই, তবে অধিকাংশ দিনই আমার গায়ে লাগবে এমন পোশাক খুঁজে পাই না৷''

এখন বিশ্বের বড় তারকা হলেও শৈশবে ঝোউ লুলু কিন্তু ভারোত্তোলন একটুও পছন্দ করতেন না৷ প্রশিক্ষণে এত কষ্ট করতে হয় দেখে প্রাইমারি স্কুলে পড়ার সময়ই চেয়েছিলেন ভারোত্তোলন ছেড়ে দিতে৷ এক সময় বুঝলেন, ভারোত্তোলন হাতে গোনা তেমন কয়েকটি খেলার একটি, যেখানে শরীরের গড়ন যেমনই হোক, কোনো সমস্যা নেই৷ বেশি শক্তিশালী হওয়া এবং বেশি ওজন তুলতে পারাটাই সেখানে আসল কথা৷ নিজের মোটাসোটা শরীরটার জন্য এ খেলাই সবচেয়ে ভালো – সেদিন এটা বুঝতে পেরেছিলেন বলেই আজও ভারোত্তোলনই তাঁর প্রেম৷ এই প্রেমে মশগুল বলেই বিশ্বরেকর্ড গড়েও ঝোউ লুলু বলতে পারেন, ‘‘আমি অতি সাধারণ মেয়ে৷ বিশ্বরেকর্ড গড়া বিশেষ কোনো ঘটনা নয়৷''

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ