1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিশ্বসেরা ফুটবলার’-এর পুরস্কারটিও ছিনিয়ে নিল মেসি

২২ ডিসেম্বর ২০০৯

২০০৯ সালের ‘ইউরোপীয় ফুটবলার অফ দ্য ইয়ার’-এর পর, এবার ফিফা’র বিশ্বসেরা ফুটবলারের পুরস্কারে ভূষিত হলেন লিওনেল মেসি৷ শনিবার বার্সিলোনা ইউরোপীয় ক্লাবগুলির মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার পরই, এ সিদ্ধান্ত নিলো ফিফা৷

ফিফা’র বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার হাতে লিওনেল মেসিছবি: AP

বর্তমানে ইউরোপের অন্যতম সেরা ফুটবল ক্লাব এফসি বার্সেলোনার জন্য খেলছেন আর্জেন্টিনার এই বিখ্যাত স্ট্রাইকার৷ আর বার্সিলোনা দলের মধ্য-মাঠের অন্যতম স্তম্ভ সেই মেসি'ই একে একে পিছনে ফেলে দিয়েছেন গত বছরের বিজয়ী ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সাভি, কাকা এবং আন্দ্রেস ইনিয়েস্তা'কে৷ জানা গেছে, ভোটাভুটিতে মেসি পেয়েছেন ১,০৭৩ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রোনাল্ডো মাত্র ৩৫২টি ভোট৷

শুধু তাই নয়, লিওনেল মেসি'ই প্রথম আর্জেন্টিনীয় যিনি ফিফা'র বিশ্বসেরা ফুটবলারের পুরস্কারটি পেলেন৷ তাই মেসি'র নিজের কথায়, ‘‘এ বছরটা আমার এবং বার্সার জন্য অসাধারণ ছিল৷ এবং অসাধারণ ভাবেই শেষ হয়েছে৷'' তবে এই পুরস্কার জেতা মানেই যে তিনি ‘ফুটবল জগতের রাজা' হয়ে গেলেন - এ কথা মানতে রাজি নন ২২ বছর বয়সের এই দুর্দান্ত খেলোয়াড়৷ বরং মেসি'র কথায়, ‘‘এই পুরস্কার আগামীতে তাঁকে আরো ভালো খেলতে উত্সাহিত করবে৷''

উল্লেখ্য, গত বছর মেসি'র অসাধারণ পারফরমেন্সের জন্যই বার্সিলোনা চ্যাম্পিয়ন লিগ জিততে পেরেছিল বলে অভিমত বিশেষজ্ঞদের৷

প্রতিবেদন : দেবারতি গুহ, সম্পাদনা : হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ