1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেসির সেরা ৫০ গোল

১২ জানুয়ারি ২০১৬

শেষ মুহূর্তের সব জল্পনা-কল্পনাকে উড়িয়ে আবারো ফিফার ‘বালঁ দর' বা ‘গোল্ডেন বল' জিতেছেন লিওনেল মেসি৷ তার মানে, প্রথম ফুটবলার হিসেবে পঞ্চমবারের মতো বিশ্বের সেরা হলেন মেসি৷ চলুন দেখা যাক সেরা মেসির সেরা ৫০টি গোল৷

UEFA Champions League Bayer 04 Leverkusen vs. FC Barcelona
ছবি: Getty Images/Bongarts/A. Grimm

হ্যাঁ, ২০০৯ থেকে ২০১২ – এই চারবার এবং তারপর দু'বছরের বিরতি শেষে ২০১৫ সালেও বর্ষসেরা হলেন মেসি৷ সেই সুবাদে ‘সোনার বল' আবার তাঁর হাতে৷ সোমবার জুরিখে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে তাঁর হাতে বহু আরাধ্য এ পুরস্কার তুলে দেয়া হয়৷

পুরস্কার গ্রহণের সময়ও মেসি ছিলেন শান্ত, ধীর-স্থির এবং প্রায় উচ্ছ্বাসহীন৷ বিশ্বসেরার আসন ফিরে পাওয়ার মুহূর্তেও কে এত নিরাবেগ থাকতে পারেন? আসলে এমন শান্ত স্বভাবের জন্যও তো মেসি সবার এত প্রিয়!

যেমনটি ভাবা হয়েছিল এবারে লড়াইটা ঠিক সেরকমই হয়েছে৷ প্রত্যাশা মতো, রোনাল্ডো আর নেইমারই ছিলেন মেসির সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী৷ বরাবরের মতো এবারও সেরা ফুটবলার বেছে নেয়ার দায়িত্ব ছিল ফিফা সদস্য দেশগুলোর অধিনায়ক, কোচ ও বাছাই করা ক্রীড়া সাংবাদিকদের ওপর৷ তাঁদের ভোটেই মেসি আবার সেরা৷ মোট ভোটের ৪১.৩৩ শতাংশ পেয়েছেন মেসি, রোনাল্ডো পেয়েছেন ২৭.৭৬ শতাংশ আর নেইমার মাত্র ৭.৮৬ শতাংশ!

‘বালঁ দর'-এর ভোট যুদ্ধের মতো ক্লাব ফুটবলেও রোনাল্ডোই ছিলেন মেসির সবচেয়ে শক্ত প্রতিপক্ষ৷ তবে শিরোপা সাফল্যে মেসির কাছাকাছিই যেতে পারেননি ‘সিআর সেভেন'৷ বার্সেলোনার হয়ে গত বছর পাঁচটি শিরোপা জিতেছেন মেসি৷ ৪৩ গোল করে লা লিগা মৌসুম শেষ করেছেন, চ্যাম্পিয়ন্স লিগেও করেছেন ১০ গোল৷ বার্সেলোনা যে পাঁচটি শিরোপা জিতেছে তার সবগুলোর ফাইনালেই গোল করেছেন মেসি৷ এত সাফল্য যাঁর, তাঁর হাতেই তো মানায় বর্ষসেরার পুরস্কার!

মেসির আলোয় অত্যুজ্জ্বল ২০১৫ সালের ফুটবল মৌসুম যাঁরা মিস করেছেন, তাঁদের জন্য সুন্দর একটি উপহার রয়েছে ইউটিউব-এ৷ দারুণ একটি ভিডিও যাতে রয়েছে ২০১৪-১৫ মৌসুমে মেসির করা সেরা ৫০টি গোল৷ সবাই হুমড়ি খেয়ে পড়ছেন এই ভিডিওতে৷ এ পর্যন্ত ১ কোটি ৩ লক্ষ ২৬ হাজার ৩৪০ বার দেখা হয়েছে ভিডিওটি৷

এসিবি/ডিজি (ডিপিএ, ইউটিউব)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ