1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের ক্ষুধা মেটাবে কে?

পেটার হিলে/এসি২৩ এপ্রিল ২০১৩

পৃথিবীর জনসংখ্যা বেড়েই চলেছে, অথচ খাদ্যসম্পদ তো অপরিসীম নয়৷ প্রতি তিন সেকেন্ডে একজন মানুষ ক্ষুধায় প্রাণ হারাচ্ছে৷ ভবিষ্যৎ প্রজন্মের মানুষদের এই সমস্যার মোকাবিলা করতে হবে৷

ছবি: picture alliance/ZB

কিন্তু কি করে? জাতিসংঘের খাদ্য ও কৃষি সংগঠন এফএও বলছে, একজন মানুষ প্রতিদিন ১ দশমিক ৪ কিলোগ্রাম খাদ্য গ্রহণ করে থাকে৷ তার মধ্যে চারশো গ্রাম হলো খাদ্যশস্য, যেমন ভাত কিংবা রুটি৷ বিশ্বের জনসংখ্যা মোট ৭০০ কোটি৷ কাজেই বিশ্ববাসীর প্রতিদিন ৯৮০ কোটি কিলোগ্রাম খাদ্যের প্রয়োজন৷

বিশ্বের জনসংখ্যা দ্রুত বেড়ে চলেছে এবং ঠিক সেই অনুপাতে বাড়ছে খাদ্যের চাহিদা৷ ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা বেড়ে দাঁড়াবে ৯৩০ কোটিতে৷ অন্যদিকে মানুষজনের রোজগার বাড়বে, হাতে আরো বেশি পয়সা থাকবে, কেননা বিশ্ব অর্থনীতিও বেড়ে চলেছে৷ কাজেই ২০৫০ সালে একজন মানুষ গড়ে ১৪ শতাংশ বেশি খাদ্য গ্রহণ করবে৷ আরো বেশি মানুষ, যারা আরো বেশি খাচ্ছে, এর অর্থ: ২০৫০ সালে ৬০ শতাংশ বেশি খাদ্য উৎপাদন করতে হবে৷

ছবি: DW/N.Martin

বায়ো-ফুয়েল বা উদ্ভিদ থেকে প্রস্তুত জ্বালানির ক্রমবর্ধমান চাহিদাও একটা সমস্যা বটে৷ বিশ্বে গাড়ির সংখ্যা বাড়ছে, বাড়ছে জ্বালানির চাহিদা৷ কিন্তু এই বায়ো-ফুয়েল উৎপাদনের জন্য যে কৃষিজমিতে খাদ্য উৎপাদন করা সম্ভব ছিল, সেখানেও বায়ো-ফুয়েলের ফসলের চাষ হবে৷

ছবি: ddp images/AP Photo/Larry Downing, Pool

চাষের জমিতে খাদ্যশস্য না ফলিয়ে বায়ো-ফুয়েলের জন্য গাছ লাগানো হবে৷ ওদিকে কৃষিজমি তো অপর্যাপ্ত নয়৷ জলবায়ু পরিবর্তনের ফলে আবার বিশ্বের কিছু উর্বর অঞ্চল মরুভূমিতে পরিণত হবে, চাষযোগ্য জমি বালিতে কিংবা লবণে ঢেকে যাবে৷ আজকের তুলনায় ৬০ শতাংশ বেশি খাদ্য উৎপাদন করতে গেলে জমিতে ফসলের পরিমাণ বাড়াতে হবে৷ হয়ত চাষের জমিই বাড়াতে হবে৷ কিন্তু সেটা কোথায়?

ছবি: DW/P. Hille
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ