1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের জনসংখ্যা নিয়ন্ত্রণে আশানুরূপ সাফল্য আসেনি

মাসকাওয়াথ আহসান১৫ সেপ্টেম্বর ২০০৪

১৫ সেপ্টেম্বর প্রকাশিত হলো জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক এক সমীক্ষার রিপোর্ট৷ এই রিপোর্টে বলা হয়েছে,১৯৯৪ সালের কায়রো সন্মেলনে ২০১৫ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্য জয়ের যে উচ্চাভিলাষী পরিকল্পনা করা হয়েছিল প্রধানতঃ তহবিলের অপ্রতুলতার কারণে সে লক্ষ্য অর্জিত হয়নি৷ জনসংখ্যা ব্যবস্হাপনা

ছবি: AP

র সুফল পৌঁছে দেয়া সম্ভব হয়নি উন্নয়নশীল বিশ্বের কাছে৷

কায়রো সন্মেলনে নারীদের সন্তান ধারণের সময় নির্ধারণের অধিকার ও জন্মনিয়ন্ত্রণের সুযোগ নিশ্চিত করার অঙ্গীকার ছিল৷ কিন্তু ধনীতম পাঁচটি দেশের নারীদের জন্মনিয়ন্ত্রণের সুযোগ দরিদ্রতম পাঁচটি দেশের নারীদের তুলনায় পাঁচগুণ বেশী৷


উন্নয়নশীলদেশগুলো কায়রো ঘোষণার সাথে তাল মিলিয়ে কর্মসূচী গ্রহণ করলেও পরে পর্যাপ্ত তহবিলের অভাবে প্রচেষ্টাগুলো মুখ থুবড়ে পড়ে৷ বিশ্বের প্রায় ৩৫ কোটি জুটি এখনো পরিবার পরিকল্পনার সুযোগ বন্চিত৷ প্রায় ৮০ লাখ নারী গর্ভধারণজনিত মৃত্যুঝুঁকিতে ভুগছে৷উন্নয়নশীল দেশের প্রায় সাড়ে পাঁচ লাখ নারী মারা যায় সন্তানধারণ করতে গিয়ে৷
উদ্বেগজনক এই পরিস্হিতিতে দাতা দেশগুলোকে জনসংখ্যা ব্যবস্হাপনা খাতে আরো তহবিল যোগানের দাবী জানিয়েছে জাতিসংঘ৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ