1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের জনসংখ্যা ৬.৮ বিলিয়ন

হোসাইন আব্দুল হাই১৩ মার্চ ২০০৯

বর্তমানে বিশ্বের জনসংখ্যা ৬.৮ বিলিয়ন৷ ২০৫০ সালে তা নয় বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশংকা করছে জাতিসংঘ৷

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে দারিদ্রতা৷

সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলোর জনসংখ্যা বর্তমানে ৫.৬ বিলিয়ন; ২০৫০ সালে তা বেড়ে দাঁড়াবে ৭.৯ বিলিয়নে৷ উন্নত দেশগুলোতে একই সময়ে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ১.২৩ থেকে ১.২৮ বিলিয়নে পৌঁছতে পারে৷ তবে উন্নয়নশীল দেশগুলো থেকে উন্নত দেশগুলোতে অভিবাসন প্রক্রিয়া না ঘটলে এ জনসংখ্যা ১.১৫ বিলিয়নেই সীমাবদ্ধ থাকতো৷ ২০০৯ থেকে ২০৫০ সালের মধ্যে বছরে ২৪ লাখ মানুষের অভিবাসন প্রক্রিয়ায় উন্নত দেশগুলোতে আসার সম্ভাবনার কথা বলা হয়েছে৷ স্বল্পোন্নত ৪৯টি দেশের জনসংখ্যা বর্তমানে ০.৮৪ বিলিয়ন থেকে বেড়ে দ্বিগুণ হয়ে ১.৭ বিলিয়নে পৌঁছনোর আশংকা করা হয়েছে৷ ২০১০ থেকে ২০৫০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বার্ষিক ১১ লক্ষ, কানাডায় ২,১৪,০০০, যুক্তরাজ্যে ১,৭৪,০০০, স্পেনে ১,৭০,০০০, ইতালিতে ১,৫৯,০০০, জার্মানিতে ১,১০,০০০ এবং অস্ট্রেলিয়া ও ফ্রান্সে ১,০০,০০০ করে অভিবাসীর আগমন ঘটবে বলে প্রতিবেদনে বলা হয়৷

মানচিত্রে লাল রংয়ে চিহ্নিত করা হয়েছে বাংলাদেশের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে৷ছবি: CESN

প্রতিবেদনের উপর আলোকপাত করতে গিয়ে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর নির্বাহী পরিচালক থোরায়া আহমেদ ওবায়েদ বলেন, এ প্রতিবেদন বিশ্ব নেতৃবৃন্দের জন্য একটি সতর্ক বার্তা৷ কেননা নিরাপদ ও ফলপ্রসূ জন্ম নিরোধ ব্যবস্থা সুবিধা থেকে বঞ্চিত পৃথিবীর ২০০ মিলিয়ন নারীর জন্য বিনিয়োগ করতে ব্যর্থ হওয়ার ফলাফল হবে দীর্ঘ মেয়াদী৷ তিনি এসব বঞ্চিত নারীদের জন্য পরিবার পরিকল্পনা পরিষেবা খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান৷ একমাত্র এর উপরই পৃথিবীর ভবিষ্যৎ আকৃতি নির্ভর করছে এবং এটা মাতৃমৃত্যুর হার ও অনাকাংখিত গর্ভধারণ রোধ করবে৷ ওবায়েদ বলেন, আমাদের পরিবার পরিকল্পনা, নিরাপদ মাতৃত্ব এবং এইচআইভি/এইডস প্রতিরোধ কর্মসূচিসহ প্রজনন স্বাস্থ্য সেবা সম্প্রসারিত করতে হবে৷

ভবিষ্যতে জনসংখ্যা বৃদ্ধির এ হার অনেকাংশেই শিশু জন্মের হারের উপর নির্ভর করছে৷ তবে পরিস্থিতি বিশ্লেষণ করে দেখানো হয়েছে, ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত নারী প্রতি শিশু জন্মের হার ২.৫৬ থেকে ২০৪৫-২০৫০ সময়ে শিশু জন্মের হার ২.০২ নেমে আসবে৷ তবে শিশু জন্ম হার হ্রাসের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি কমতে থাকলে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে৷ উন্নত দেশগুলোতে বর্তমানে ২২ শতাংশ মানুষই ৬০ বছর কিংবা তার বেশি বয়সের৷ ২০৫০ সালে এই অনুপাত ৩৩ শতাংশে পৌঁছার সম্ভাবনার কথা বলা হয়েছে৷ এই সময়ের মধ্যে উন্নত দেশগুলোতে বয়স্ক মানুষদের সংখ্যা শিশুদের সংখ্যার চেয়ে দ্বিগুণেরও বেশি হবে, বলে ধারণা করা হচ্ছে৷ অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোতে বর্তমানে মাত্র নয় শতাংশ মানুষ ৬০ কিংবা তার বেশী বয়সের৷

জাতিসংঘের অর্থনীতি ও সমাজ বিষয়ক দপ্তরের (ইউএনডেসা) জনসংখ্যা বিভাগ বিভিন্ন দেশের সর্বশেষ আদমশুমারি এবং জনসংখ্যা বিষয়ক বিশেষ সমীক্ষার উপর ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে৷ প্রতিবেদনের আলোকে জনসংখ্যা বিভাগের পরিচালক হানিয়া স্লটনিক বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে পরিবার পরিকল্পনা কর্মসূচির জন্য আরো বেশি অর্থ ব্যয় করার উপর গুরুত্বারোপ করেন৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ